শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | কাঁপছে পাকিস্তান, পহেলগাঁওতে জঙ্গি হামলার নিন্দায় মুখর মার্কিন গোয়েন্দা প্রধান, ভারতের পদক্ষেপকে সমর্থন

RD | ২৫ এপ্রিল ২০২৫ ২০ : ৩৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের পাশে দাঁড়ল আমেরিকা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড শুক্রবার পহেলগাঁওয়ে হামলার নিন্দা করেছেন। সাফ জানিয়েছেন যে, অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে ভারতকে আমেরিকা সমর্থন করবে।

বৃহস্পতিবারই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন যে, |"ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।" এর ঠিক একদিন পরই মার্কিন গোয়েন্দা প্রধানের চাঁচাছোলা বক্তব্য বেশ তাৎপর্যবাহী। 

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবট সোশাল মিডিয়া বার্তায় লিখেছেন, 'পহেলগাঁওতে ২৬ জন হিন্দুকে লক্ষ্য করে হত্যা করেছে ইসলামপন্থী সন্ত্রাসবাদীরা।  এর নিন্দা করছি এবংআমরা ভারতের প্রতি সংহতি প্রকাশ করছি। যাঁরা তাদের প্রিয়জন হারালেন তাঁদের প্রতি আমার প্রার্থনা এবং গভীর সহানুভূতি জানাচ্ছি। , প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের সকল মানুষের পাশে আছে আমেরিকা। আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই জঘন্য হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার ক্ষেত্রে পূর্ণ সমর্থন জানাচ্ছি।"

এর আগে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে এক পাক সাংবাদিক প্রশ্ন করলেও তার উত্তর দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এর কয়েক ঘন্টা পরেই এল মার্কিন গোয়েন্দা প্রধানের কড়া প্রতিক্রিয়া। 

পরে ব্রুস বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি রুবিও স্পষ্ট করে দিয়েছেন যে, আমেরিকা ভারতের পাশে আছে, সকল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। আমরা নিহতদের আত্মার জন্য এবং আহতদের আরোগ্যের জন্য প্রার্থনা করি। এই জঘন্য কাজের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।"  

এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে, ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, "কাশ্মীর থেকে খুবই বিরক্তিকর খবর এসেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্যের জন্য প্রার্থনা করি। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে।" 

ট্রাম্প গত বুধবারই প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে শোক প্রকাশ করেন এবং পূর্ণ সমর্থনের কথা জানান। যা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে আছে।" 

পাকিস্তান-স্থিত লস্কর গোষ্ঠীর মদতপুষ্ট সংগঠন ইতিমধ্যেই পহেলগাঁও হামলার দায় স্বাকীর করেছে। ফলে স্পষ্ট যে, পাকিস্তান সন্ত্রাসবাদে আড়ালে মদত দিয়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট-সহ তাঁর প্রশাসনের উচ্চ নেতৃত্ব এই হামলার নিন্দা করে দুনিয়ার সামনে ভারতের পড়শি দেশের মুখোশ খুলে দিয়েছে। ফলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আবারও আন্তর্জাতিকস্তরে কোণঠাসা ইসলামাবাদ। 


নানান খবর

নানান খবর

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বাংলায় কবে কবে?

কীভাবে সিন্ধুর জল আটকাবে ভারত? ত্রিস্তরীয় পদক্ষেপের বিরাট পরিকল্পনা দিল্লির

হাতে এল ভারতীয় পাসপোর্ট তারপর কী করলেন মহিলা

কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান, কাথুয়ায় চার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

'ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিবরণ', নয়া ওয়াকফ আইনের পক্ষে সওয়াল কেন্দ্রের, হলফনামায় কী জানাল মোদি সরকার?

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

সোশ্যাল মিডিয়া