সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মান-অভিমানের পালা শেষ, এবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' রাজ্যের এই নেতার

Pallabi Ghosh | ২১ এপ্রিল ২০২৫ ১৪ : ৪১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মান-অভিমানের পালা সরিয়ে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত শক্ত করতে দীর্ঘ প্রায় চার বছর পর তৃণমূল কংগ্রেসে 'ঘর ওয়াপসি' হতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা জেলার অন্যতম হেভিওয়েট কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধুর। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেবেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

মোশারফ হোসেন মণ্ডল তৃণমূল কংগ্রেসে ফিরে আসার খবর স্বীকার করে নিয়ে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, 'শুধু মোশারফ নন, বিরোধী দলগুলির আরও বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে যোগদান করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে এবং রাজ্যের ধর্ম নিরপেক্ষ চরিত্র এবং শান্তি বজায় রাখার জন্য অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীদিনে শিবির করে আমরা বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে তৃণমূলে যোগদান করাব।'

তৃণমূল নেতৃত্বের আশা মোশারফের যোগদানের ফলে মুর্শিদাবাদ তথা নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে মোশারফ হোসেন আগামীকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে দল বিরোধী কাজে যুক্ত থাকার জন্য, সোমবার কংগ্রেস তাঁর দলীয় সদস্যপদ প্রত্যাহার করে, দল থেকে বহিষ্কার করেছে। 

জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মোশারফ হোসেন বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করে চলছিলেন। তাঁকে দলের বিভিন্ন কর্মসূচিতে পাওয়া যেত না। নওদা ব্লক এবং অন্য কয়েকটি ব্লকে তিনি কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছিলেন। সেই কারণে আজ থেকেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।'
 
প্রসঙ্গত নওদা ব্লকের প্রাক্তন কংগ্রেস নেতা মোশারফ হোসেন ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করে জয়ী হন এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মনোনীত হয়েছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। এরপর দল বিরোধী কাণ্ডে তাঁর জেলা পরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। একুশের বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তিনি তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন। 

তবে সামনের বছরের বিধানসভা নির্বাচনের আগে মোশারফ হোসেনের ফের একবার তৃণমূলে ফিরে আসা এলাকার রাজনীতির সমীকরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল। 

তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা স্বীকার করে নিয়ে মোশারফ হোসেন বলেন, 'বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দিশাহীনভাবে চলছে এবং বিজেপির সুরে কথা বলে। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র ভরসা এবং আস্থার জায়গা। তাই আমি ফের একবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছি। আমার সঙ্গে প্রায় চার হাজার কর্মী-সমর্থকও তৃণমূলে যোগদান করবেন। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল নেতৃত্বের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমি দলীয় পতাকা গ্রহণ করব।'
 
মোশারফ হোসেন দাবি করেছেন, 'কংগ্রেস আমাকে দল থেকে বহিষ্কার করার আগে গত ১৮ তারিখ আমি কংগ্রেসের জেলা এবং রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ এবং জেলা সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়েছি।'


MurshidabadTMC

নানান খবর

নানান খবর

নেপাল থেকে জঙ্গলের পথ ধরে সোজা ভারতে, জানাজানি হতেই নিয়ে গেলেন সরকারি কর্মীরা

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে ফাঁসির সাজা শোনাল আদালত 

গৃহবধূকে দিঘায় নিয়ে গেছিল যুবক, ঘটে গেল বড় ঘটনা 

নিকাশি বেহাল, এলাকায় জমে তিনদিন আগের বৃষ্টির জল, বিক্ষোভ বাসিন্দাদের

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সোশ্যাল মিডিয়া