বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৪Soma Majumder


আজকাল ওয়েবডেস্ক: কয়েক দশক আগেও বার্ধক্য হানা দিত তাড়াতাড়ি, ভাঙতে শুরু করত শরীর। ৬০ পেরনো মানে চাকরি থেকে অবসর তো বটেই, ছেলে-মেয়ে-নাতি-নাতনি ঘেরা সংসারে অকেজো হয়ে দিনযাপন। খবরের কাগজ, মর্নিং ওয়াক আর সময়-কাটানো গল্পগুজব, টুকটাক শখেই বেলাশেষের জীবন।

তারপর সময় পাল্টেছে হুড়মুড়িয়ে। ৬০-এ এখন বেলাশেষ নয়, বরং বেলাশুরুর গন্ধ মাখা। ওই যাকে প্রবাদে বলে, ‘লাইফ বিগিনস অ্যাট সিক্সটি’। আর তা শুধু মুখে বলা নয়, জীবনে করেও ফেলছেন অনেকেই। এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই ৬০-এ এসে শরীর ভেঙে যাওয়া দূরে থাক, বরং নিজেকে অনেক বেশি স্বাস্থ্যকর জীবনযাপনে, ফিটনেসে অভ্যস্ত করে ফেলছেন। জীবন আর তার চাহিদাগুলোকেও অনেক বেশি সহজ করে দিয়েছে প্রযুক্তি। ব্যস, আর পায় কে! অবসর আজ তাই শুধু সময় কাটানোর পথ খোঁজা নয়, বরং শখের কাজে উপার্জনেরও সুযোগ।

আপনিও কি অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে? এই বেলা বরং দেখেশুনে, জেনেবুঝে নিন নিজের নেশাকেই অবসরের পেশা করে তোলার কিছু অন্য স্বাদের উপায়। রইল তারই হালহদিশ। সময় কাটানোটাই যদি রোজগারের পথ খুলে দেয়, মন্দ কী!  

লাইফ কোচ- জীবনের ৬০টা বছর পেরিয়ে এসে অভিজ্ঞতার ঝুলি ভরেছে অনেকটাই। জীবনই শিখিয়েছে অনেক কিছু, চিনিয়েছে খারাপ-ভালর হিসেব কিংবা মুশকিল আসানের পথ। আপনার কাছে কি আত্মীয়-প্রতিবেশীরা নিজের সমস্যার কথা বলেন?  আপনি কি সাধ্যমতো তাঁদের পথ দেখাতে, হতাশা কাটাতে ভালবাসেন আর তাঁরাও উপকৃত হন? তবে অবসরের দিনগুলোয় তাকেই পেশা করে দেখুন না! লাইফ কোচ হিসেবে আপনার অভিজ্ঞতায় ভর করেই জীবনে এগিয়ে দিন দমে যাওয়া ছোটদের। অজস্র অনলাইন সার্টিফিকেট কোর্স আছে। তাদের একটা করে নিলেই লাইফ কোচ হিসেবে আপনার কাজের সুযোগ পাকা। অনলাইন কিংবা অফলাইন, যে কোনও ভাবেই এই কাজ করতে পারেন। সঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের কোর্সও করা থাকলে তো কথাই নেই! এই স্ট্রেস-ডিপ্রেশনে তলিয়ে থাকা দুনিয়ায় সবাই কিন্তু আলোর দিকে এগিয়ে দেওয়ার মানুষ খোঁজে।

নার্সারি- বাড়িতে একফালি বাগান আছে। তাতে যত্ন করে নানা রকমের ফুল ফুটিয়ে এসেছেন বরাবর। অবসরে সেই কাজ আরও ভালবেসে, আরও যত্ন করে করার অখণ্ড সুযোগ। তাকেই যদি আয়ের পথ করে তোলেন? আপনার সাধের বাগানেই গড়ে তুলুন না ছোট্ট একটা নার্সারি, না হয় পাড়ার চেনা-পরিচিতদের জন্যই। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পৃথিবীতে আপনার হাত ধরে চারপাশটা যদি আরও একটু সবুজ হয়ে ওঠে, তার চেয়ে ভাল কিছু হয় নাকি!

ফোটোগ্রাফি ও এডিটিং- বরাবরই ভালবেসে ছবি তুলতেন। আপনার ক্যামেরা-আইও বরাবর প্রশংসা কুড়িয়েছে। এত দিন যা স্রেফ শখ ছিল, এবার তাকেই করে তুলতে পারেন রোজগারের উপায়। একটু যত্ন করে এডিটিংটা শিখে নিন শুধু। নানা ধরনের অফলাইন ও অনলাইন কোর্স আছে তার জন্য। তারপরে অনুষ্ঠানবাড়ি থেকে কোম্পানি ইভেন্টে ছবি তুলেই হোক না অবসরের আয়। এডিটিংটা ভাল মতো জানা থাকলে অন্যদের ছবি এডিটের কাজও করতে পারবেন কিন্তু।

রিডিং ক্লাব- বইপোকা হিসেবে সুনাম আছে। আর আছে বাড়িভর্তি পাহাড়প্রমাণ নানা ধরনের বই। বাড়িতেই যদি জায়গা থাকে, তা হলে তো কেল্লাফতে। একটা ঘরকে রিডিং রুম হিসেবে সাজিয়ে নিন। তারপরে চেনা পরিচিতদের নিয়েই গড়ে তুলুন একটা রিডিং ক্লাব, যেখানে মেম্বারশিপ ফি-র বিনিময়ে সপ্তাহে একদিন এসে বই পড়া যাবে। আর সেই ক্লাবকে বড় করে তুলতে চাইলে সোশ্যাল মিডিয়ায় প্রচারের সুযোগ তো আছেই। পড়ার ঘরকে আড়েবহরে বড় করে তুলতে চাইলে আশপাশে কোনও ফাঁকা বাড়ি বা ঘর ভাড়া নেওয়াও যেতেই পারে। এই মোবাইলে ডুবে থাকার দিনযাপনে বইপড়ার অভ্যাসটাকে একটু জাগিয়ে দিতে আপনারও খানিক ভূমিকা থাক!

ক্লাউড কিচেন- আপনার রান্না আঙুল চেটে খায় না, এমন কাউকে পাওয়া ভার। রান্না করতে ভালওবাসেন ভীষণ। নতুন কিছু সুখাদ্যের খোঁজ পেলেই রাঁধার জন্য হাত নিশপিশ। অবসরের দিনগুলোয় আপনার রান্না বরং পরিবারের পাশাপাশি পৌঁছে যাক চেনা-পরিচিত কিংবা অপরিচিতদের ঘরেও। বাড়িতেই খুলে ফেলুন ক্লাউড কিচেন। ধরা যাক, রবিবারের একটা মেনু সেট করে ফেললেন। সোম থেকে বৃহস্পতি, প্রি-অর্ডার নিলেন হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার বাজার, শনিবার থেকে জোগাড়যন্ত্র আর রবিবার রান্না! দরকার শুধু অর্ডার মাফিক ডেলিভারি করে আসার মতো লোকবল।

অনলাইন ক্লাস- পড়াতে ভালবাসেন কিংবা দারুণ সেলাই করেন, দুর্দান্ত গিটার বাজান বা ম্যাজিক দেখান তুখোড়। সেগুলোকে পেশা করে তোলার ইচ্ছেটা সুপ্তই থেকে গিয়েছিল। এবার অবসরে আসুক তাকে জাগিয়ে তোলার পালা। নেশাই আসুক পেশা হয়ে। কোথাও যেতে হবে না। নিজের বাড়ির আরামে, পছন্দমতো সময়ে অনলাইন ক্লাস শুরু করে ফেললেই হয়। সে খবর ঠিক জায়গায়, ঠিকমতো ছড়িয়ে দিতে পারলে ছাত্রছাত্রী পেতে খুব দেরি হবে না কিন্তু!

ট্যুর প্ল্যানার এবং গাইড- বেড়াতে কে না ভালবাসেন! সেই সঙ্গে আজকাল সবাই এক্সপিরিয়েন্স খোঁজে। তবে খুঁটিনাটি সব রকম হালহদিশ করে বেড়াতে যাওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু সবার আসে না। কোথায় গেলে কোন অভিজ্ঞতাটা সেরা, কী কী করবেন, কী কী খাবেন, সব কিছু  মাথায় রেখে ট্রিপ প্ল্যান করাটা যদি আপনার ভাল লাগার কাজ হয়ে থাকে, সেটাই এবার বরং পেশাগত ভাবে করে দেখুন না!

সরকারি চাকরি ছাড়া তো পেনশনের সুযোগ নেই। পছন্দসই কাজে পরিশ্রম করতে গায়েও লাগবে না মোটেই। সময় যে কাটবে, সে তো বলাই বাহুল্য। অবসরে তাই রোজগার আসুক না ভালবাসার জিনিসেই!


offbeat career choicesRetirement Plan

নানান খবর

নানান খবর

রোজ শ্যাম্পু করলে কি চুল শুষ্ক হয়ে যায়? জানেন সপ্তাহে কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত?

টাইট পোশাক পরার অভ্যাস? জানেন সারাক্ষণ আঁটোসাঁটো জামাকাপড় পরলে শরীরে কী হতে পারে?

কিছুতেই কমছে না ভুঁড়ি? কড়া ডায়েট-এক্সারসাইজ নয়, সকালে ৫ নিয়ম মানলেই সহজে গলবে পেটের চর্বি

বৃহস্পতির বক্রী দশায় ৪ রাশির আকাশছোঁয়া সাফল্য! বিরাট লটারি জেতার সুযোগ, গাড়ি-বাড়ি কেনার স্বপ্নপূরণ

কালো কুচকুচে জল খেয়েই যৌবন ধরে রাখেন মালাইকা, নিয়মিত চুমুক দেন বিরাট কোহলিও! জানেন কী এই 'বিশেষ' পানীয়?

মিষ্টি খেয়েও এক ফোঁটা বাড়বে না সুগার! জানেন কোন কৌশলে বশে থাকবে ডায়াবেটিস?

পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে অতিথিরা আসবেন? ৫ স্বাস্থ্যকর স্ন্যাকস দিয়েই জয় করুন মন, রইল রেসিপি

সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরে বৈশাখি সাজ জমজমাট

সংসারে টানাটানি, পরিশ্রম করেও মিলছে না সাফল্য? পয়লা বৈশাখে করুন এই কটি কাজ, সারা বছর কাটবে ভাল

৪০ ছুঁয়েও ত্বক থাকবে টানটান, যৌবন ধরে রাখতে আজই ছাড়ুন এই ৫ অভ্যাস

নববর্ষ মানেই জমিয়ে খাওয়াদাওয়া, শহর জুড়ে কোথায়-কেমন ভূরিভোজের আয়োজন? ঢুঁ মারবেন কোন রেস্তোরাঁয়?

শখের কাজল ফুরিয়ে গিয়েছে? দিদা-ঠাকুমার এই সহজ কৌশলে বাড়িতে বানিয়ে ফেলুন, খরচের সঙ্গে বাঁচবে চোখও

নিজের খাবার পোষা কুকুরকেও খাওয়াচ্ছেন? অজান্তেই ঘটে যেতে পারে বিপদ, হতে পারে পোষ্যের মৃত্যুও

সহস্র কণ্ঠে সঙ্গীত পরিবেশন, ৫০ হাজার বাঙালির সমাগমে বাংলা নববর্ষ উদযাপন নিউইর্য়কের রাস্তায়

পার্লারে নয়, বাড়িতে করুন কেরাটিন ট্রিটমেন্ট! মাত্র ৩০ মিনিটে এই ঘরোয়া প্যাকেই মিলবে ঝলমলে চুল

গলবে একগুঁয়ে পেটের চর্বি, তারকাদের মতো উপচে পড়বে জেল্লা! জাপানিদের এই থেরাপির জাদুতেই কখনও ফুরোবে না যৌবন

গরমে ডেসার্ট ক্রেভিং? ঝটপট বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গাজর-সাবুদানার পায়েস, রইল রেসিপি

বাহুমূলের কালচে দাগ নিয়ে স্লিভলেস পোশাক পরতে লজ্জা? ৭ ঘরোয়া টোটকাতেই মিলবে স্বস্তি

দেহের এই সব অঙ্গের ব্যথায় কাবু? কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ নয় তো! নীরব ঘাতককে কীভাবে চিনবেন?

সোশ্যাল মিডিয়া