মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দু'জনেই বিবাহিত। অথচ সম্পর্ক তৈরির সময় দু'জনেই দু'জনের কাছে লুকিয়ে গিয়েছিলেন। তবে প্রেমিক বিবাহিত জানার পরও হাল ছাড়তে রাজি নন 'প্রতারিত' প্রেমিকা। বিবাহিত প্রেমিককে বিয়ে করার জন্য শনিবার থেকে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর এলাকায়।
যদিও প্রেমিকা অনশনে বসার পর থেকে প্রেমিকের আর কোনও খবর পাওয়া যাচ্ছে না। গ্রামের ছেলের গোপন প্রেমের গল্প প্রকাশ্যে চলে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছে প্রেমিকাকে এক ঝলক দেখার জন্য।
ডোমকল থানার বালিয়াখালি গ্রামের বাসিন্দা ধনাইপুর এলাকায় বছর ২০-র প্রেমিকা তাঁর প্রেমিক মোমিন শেখের বাড়ির সামনে বসে নিজেদের প্রেমের কাহিনি বলতে গিয়ে জানান, 'মাত্র ১৩ বছর বয়সেই পরিবারের লোকেরা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। দু'বছর স্বামীর সংসার করার পর আর তার সঙ্গে থাকতে পারিনি। কোলের মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তারপর গত আট বছর ধরে বাবার বাড়িতেই থাকি এবং তখন থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে মোমিনের সঙ্গে।'
ওই মহিলা জানান, 'মোমিন যখন আমার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তখন সে আমাকে জানায়নি সে বিবাহিত এবং বাড়িতে তার দুই সন্তান রয়েছে। বিষয়টি পরে আমি জানতে পারলেও মোমিনের সঙ্গে সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারিনি।'
প্রেমিকের বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'মোমিনকে আমি বিয়ে করতে চাই। কিন্তু গত ২-৩ দিন ধরে সে আমার ফোন ধরছে না। তাই কোনও রাস্তা না পেয়ে আজ থেকে ওর বাড়ির সামনে অনশন শুরু করলাম। যতদিন না ও আমাকে বিয়ে করবে, আমি ওর বাড়ির সামনেই বসে থাকব।'
দৌলতাবাদের গ্রামে প্রেমিকা বসে থাকলেও প্রেমিক মোমিনের দেখা কিন্তু মেলেনি। যদিও তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামেরই একাধিক বাসিন্দা। নাজমুল আলম নামে এক গ্রামবাসী বলেন, 'মোমিন বর্তমানে কলকাতায় রয়েছে। তবে এই গ্রামের প্রায় সকলেই জানে মোমিন বিবাহিত হলেও একাধিক মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় সারাদিনই সে বিভিন্ন জায়গায় বসে প্রেমিকাদের সঙ্গে ফোনে কথা বলে। পরিবারের লোকেরা তাকে এই কাজ করতে বারণ করলেও সে কারও কথাই শোনে না।'
গ্রামবাসীরা বলেন, 'আজ একজন প্রেমিকা মোমিনের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সন্দেহ এই খবর যদি ছড়িয়ে পড়ে আগামীদিনে একাধিক মহিলা মোমিনের বাড়ির সামনে এসে ধর্না দেবে।'
ইতিমধ্যেই গোটা ঘটনাটি দৌলতাবাদ থানার আধিকারিকদের কানেও পৌঁছেছে। থানার এক আধিকারিক জানান, কোনও তরফ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। প্রেমিকার অনশনের কী পরিণতি হয় তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে গোটা গ্রাম।
নানান খবর

নানান খবর

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী
খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

কোন্নগরে শোকের ছায়া, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

চক্রান্ত করে ঘটানো হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা,বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের

অনলাইন শপিংয়ের জের, মফস্বল শহরেও চৈত্র সেলে ভাটা

ডিজিটাল যুগেও অমলিন বাংলা ক্যালেন্ডার, খুশি দোকানিরা

গরু চড়াতে ঢুকেছিলেন জঙ্গলে, ঝোঁপ থেকে হঠাৎ ছুটে এল গণ্ডার, ভয়ঙ্কর পরিণতি যুবকের

কালবৈশাখীর আতঙ্ক জেলায় জেলায়, তড়িঘড়ি ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা