বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Netflix Over Rabindrasangeet Mainak Bhaumik s Bold Take on Today s NRI Youth  Poila Baisakh 2025

বিনোদন | Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১৮ : ৩০Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: তাঁর ছোটবেলাটা ইস্টবেঙ্গল-মোহনবাগান, কলকাতার নববর্ষ অথবা দুর্গাপুজোর থেকে বেশ অনেকটা দূরেই কেটেছে। অন্য দেশে শুধু নয়, বরং মহাদেশে। তিনি, জনপ্রিয় পরিচালক মৈনাক ভৌমিক। আমেরিকার নিউ ইয়র্ক শহরেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা। তবে বাংলা বলা থেকে বাংলা সাহিত্য নিয়ে আলোচনায় তিনি আর পাঁচটা বাঙালির মতোই। বাংলা ছবির প্রতি তাঁর ভালবাসার ক্ষেত্রেও একই কথা খাটে। তাঁর সঙ্গে চলা আড্ডায় উঠে এল  প্রবাসী বাঙালির ‘বাঙালিয়ানা’র গল্প, বাংলার প্রতি ভালবাসা আর তাতে সময়ের পালাবদলের প্রভাব। খোলাখুলি আড্ডা দিলেন আজকাল ডট ইন-এর সঙ্গে। একেবারে তাঁর পরিচিত ‘বাপি বাড়ি যা’ স্টাইলে।     


“আমার ছোটবেলা কেটেছে নিউ ইয়র্কে। আমেরিকায়। বাংলা নববর্ষের দিন সাধারণত ছুটির দিনে পড়ত না। তাই আর পাঁচটা দিনের মতোই স্কুলে যেতে হত।  তাই বাংলা নববর্ষের কিছুই উদযাপন করতে পারতাম না। তবে যেটা হ, বাড়িতে কিন্তু এই দিনটা পালনের একটা চেষ্টা দেখতাম। ছোট করে হলেও। চাপা আফসোস-ও লক্ষ্য করেছি বড়দের মধ্যে ঠিকভাবে যেহেতু দিনটা উদযাপন করা যাচ্ছে না।  তখন বছরে এক-দু'বার ছুটিতে কলকাতায় আসতাম। কিন্তু সেটা যে নববর্ষ উপলক্ষে তা কিন্তু নয়। যায় হোক... নববর্ষ কী, তার স্বাদ পেয়েছিলাম কলকাতায় ফেরার পর। বেশ লেগেছিল প্রথমবার পরিচয়েই। নিজের সংস্কৃতিকে পালন করা সবাইকে নিয়ে, একটু ভাল খাওয়া-দাওয়া, নতুন পোশাক। সব মিলিয়ে বেশ একটা খুশি খুশি ব্যাপার। দিব্যি লেগেছিল।”

 

“আর একটা কথা। এখনকার যাঁরা প্রবাসী বাঙালি, বিশেষ করে এ প্রজন্মের তাঁরা ক'জন বাংলা বলতে, পড়তে, লিখতে পারে সে ব্যাপারে আমার বিস্তর সন্দেহ রয়েছে। অধিকাংশ-ই পারে না। তার-ও কারণ আছে। একটু খুলেই বলি, তাহলে। আসলে প্রবাসী বাঙালির প্রজন্মও তো বদলাচ্ছে। আমাদের মা-বাবার কিন্তু বাংলা বলা, লেখা, বাংলা সাহিত্য এগুলো বাঁচিয়ে রেখেছিলেন ওখানে। কষ্ট করে হলেও। আমি নিজে বড় হয়ে ভাল করে বাংলা ভাষা শিখেছি যদিও। তাগিদ তো ছিলই। তবে ওই যে ছোট থেকে দেখেছি আমাদের আগের প্রজন্মের মানুষেরা কীভাবে তাঁদের মা-ভাষাটাকে ভালবাসে...সেটা খুব প্রেরণা দিত। এবার হয়েছে কি, আমার প্রজন্মের অনেকেই যাঁরা ওখানে থাকেন তাঁদের বেশিরভাগ বাংলা নিয়ে চর্চা করেনি, ভালবেসে কাছেও টানেনি তাই যা হওয়ার তাই-ই হয়েছে। আমেরিকার এখনকার একজন প্রবাসী বাঙালি বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?  কারও বাড়িতে আদৌ আছে বাংলা ক্যালেন্ডার?”

 

“এবার আসি তাঁদের পরের প্রজন্মের কথায়। যাঁদের ধরুন এখন ১০-১৫ বছর বয়স।   তাদের জ্ঞানচক্ষু খুলতেই হাতের কাছে পেয়ে যাচ্ছে ফোন,ট্যাব। পৃথিবীটা খুব ছোট্ট হয়ে আসছে। নেটফ্লিক্স-এর মতো নানান ওটিটিকে ঘিরে চলছে বিনোদন। তাই তারাও ঝুঁকছে ওদিকে। এ প্রজন্মের প্রবাসী বাঙালির কাছে বিনোদন মানে অ্যানেমি, স্কুইড গেমস!  হিন্দি ছবি ছেড়ে দিন বাংলা ছবি দেখে না তারা।  আমাদের ছোটবেলায় টিভি একসঙ্গে দেখতে হত, ওটাই চল ছিল।  নিজের মতো করে আলাদা আবার কী! এভাবেই বাংলা ছবি, হিন্দি ছবির সঙ্গে পরিচিত হয়েছিলাম। শিকড়টা বুঝেছিলাম। আর এখন তো একসঙ্গে বসে দেখা দূর অস্ত, টিভির কনসেপ্টটাই প্রায় উঠে গিয়েছে ,সবার হাতে ফোন, ইন্টারনেট। নিজের ইচ্ছেমতো দেখো, বন্ধ করি, পাল্টে ফ্যালো। তাই ওটিটি খুলে বিদেশের বর্তমান বাঙালি প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাকে দূরে ঠেলে  যে বিদেশি ওয়েব সিরিজ দেখবে তাতে আর আশ্চর্যের কী!”

 

মৈনাকের কথায় স্পষ্ট, নিজের শিকড়ের প্রতি টানটা ভুলে যাওয়া যত সহজ, ততটাই দরকার সেটাকে মনে করিয়ে দেওয়া।


NRI BengaliMainak BhaumikNoboborshoPoila Baisakh 2025

নানান খবর

নানান খবর

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক? 

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী? 

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

শ্বেতার সঙ্গে দাম্পত্যের তিন মাস ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে রুবেল! এবার কার গলায় মালা দেবেন অভিনেতা?

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে কবে যাত্রা শুরু করবেন নিসা? 

স্মৃতির ফ্রেমে হাতে লেখা চিঠি — মন কেমন করা দিনগুলোয় ফেরার ডাক অনির্বাণ, দেবলীনা, তথাগতর

বউ নয়, কাকে বাঁচাতে অ্যাকশন অবতারে 'এভি'! কোন নতুন মোড় আসছে 'কথা'র জীবনে?

ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

পর্দায় 'উমরাও জান' হবেন তমান্না! কবে শুরু হবে নায়িকার নতুন যাত্রা? 

নাসিরুদ্দিনের দাড়ি থেকে শত্রুঘ্ন-র ‘নকল’ স্বর! দুই বর্ষীয়ান তারকাকে নিয়ে কী কী বিস্ফোরক ‘সত্যি’ দাবি করল ‘শক্তিমান’?

ঘন জঙ্গলে গোপন আস্তানায় 'রঘু ডাকাত', সঙ্গী হবেন রজতাভ দত্ত! কোন চরিত্রে বাজিমাত করবেন? 

তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে বাদশা? শুনেছেন শিল্পার ইঙ্গিতপূর্ণ ‘টন টনা টন টন তারা'’ মন্তব্য?

সার্জারিতে বদলে গিয়েছে মুখের গড়ন! ভেসে এসেছে 'কুৎসিত' মন্তব্য, কটাক্ষের জবাবে কী বললেন মৌনী রায়?

‘তখনও ছিল পুরুষদের রাজত্ব, আজও আছে’— ক্রীড়া সম্প্রচারের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্দিরা!

সোশ্যাল মিডিয়া