বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চক্রান্ত করে ঘটানো হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা,বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৫০Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রক্তক্ষয়ী আন্দোলনে তৃণমূল নেতৃত্বের বহিরাগত তত্ত্ব এবং হিংসার পিছনে উস্কানির তত্ত্বকে সিলমোহর দিলো এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত এক যুবকের পরিবার। 

মুর্শিদাবাদের সুতি-সামশেরগঞ্জ এলাকায় হিংসাত্মক আন্দোলনে পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়ছে একটি বিশেষ রাজনৈতিক দল। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে  নিহত এজাজ আহমেদ (২৩) নামে এক যুবকের পরিবারের সদস্যরা। 

প্রসঙ্গত ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (পিএফআই) এবং তার সহযোগীদেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। যদিও সেই সময় এসডিপিআই-এর, যা পিএফআই-এর  রাজনৈতিক শাখা হিসেবেই পরিচিত, উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে সম্প্রতি এসডিপিআই-এর সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজির গ্রেপ্তারির পর ইডি-র  তরফ থেকে দেশের বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে। 

সুতি থানা এলাকার বাসিন্দা এজাজ আহমেদ গত শুক্রবার সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হন। শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার সেখানেই তার দেহের ময়না তদন্ত হয়। 

এজাজের দেহ নিতে এসে হায়দার আলী নামে মৃতের এক ভাই বলেন, 'ঘটনার দিন  ইসলামপুর-ছাবঘাটি থেকে নিজের বাড়ি আসছিলো এজাজ।  সাজুর মোড় এলাকায় গন্ডগোলের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তার।'
 
এরপরই বিস্ফোরক অভিযোগ করে হায়দার বলেন,' সুতি -সামশেরগঞ্জের আন্দলনে এসডিপিআই-এর নেতারা উস্কানি দিচ্ছেন। কিন্তু তারা নিজেরা সামনে থাকছেন না। নেতারা এলাকার ছোট ছোট ছেলেদেরকে বোঝাচ্ছেন সম্পদ লুঠ হয়ে যাচ্ছে, তাই আন্দোলন করতে হবে। 
কিন্তু এই আন্দোলনের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আমার ভাইয়ের। বাড়িতে তার এক সন্তান রয়েছে, কে তার দায়িত্ব নেবে ?'

যদিও মৃতের পরিবারের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এসডিপিআই দলের নেতারা। দলের সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সম্পাদক নুরুল ইসলাম বলেন,'মৃতের বাড়ির লোক প্রকৃত তথ্য না জেনে মিথ্যে অভিযোগ করছেন।  আমাদের সঙ্গে এই আন্দোলনের কোনও সম্পর্ক নেই।'

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'আমরা নিশ্চিত কারও উস্কানি বা চক্রান্তের ফলে এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত থাকলেও থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এই আন্দোলনের পেছনে এসডিপিআই   আছে কিনা তা আমি বলতে পারব না।'


Waqf billMurshidabadCommunalism

নানান খবর

নানান খবর

গোলমালের জায়গা থেকে অনেক দূরে, তাও ধাক্কা লাগল মুর্শিদাবাদের পর্যটনে

মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শহরের আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া শিশুর মৃতদেহ, কুকুরে খুবলে খেয়েছে বলে অনুমান স্থানীয়দের

নতুন করে গ্রেপ্তার ২২, ধুলিয়ানের ঘরছাড়ারা বাড়ি ফিরছেন

'বাংলার বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে', ওয়াকফ অশান্তি নিয়ে ইমাম-মোয়াজ্জেমদের বৈঠক থেকে বললেন মমতা

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী

খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

কোন্নগরে শোকের ছায়া, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

সোশ্যাল মিডিয়া