মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জেসিবি লাগিয়ে বেআইনি মাটি পাচার, রুখে দিল প্রশাসন, আটক ১

Kaushik Roy | ১২ এপ্রিল ২০২৫ ১৭ : ১১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও  একজন। মাটি বোঝাই একটি লরিও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায়। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুর থেকে সম্প্রতি সংস্কারের নামে জেসিবি লাগিয়ে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো চলছিল। শনিবার সকালে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক হাবড়া থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর মাটিকাটার সঙ্গে জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুর মালিকের ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তাঁর কাছে কোনও অনুমতি পত্র ছিল না। পুলিশ তাঁকে পাকড়াও করে। স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, 'স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে আমার কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি আমি পুর প্রধানকে জানানোর সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসককে জানিয়েছিলাম।

 

এরপরেই  পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে বলেছি, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোনওভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।' হাবড়া ব্লক-০১ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, 'অনুমতি ছাড়াই পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র সরানোও হয়েছে। সরকারকে কোনও রয়্যালটি দেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।'


Local NewsHabra NewsWest Bengal News

নানান খবর

নানান খবর

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী

খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

কোন্নগরে শোকের ছায়া, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

চক্রান্ত করে ঘটানো হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা,বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের 

অনলাইন শপিংয়ের জের, মফস্বল শহরেও চৈত্র সেলে ভাটা

ডিজিটাল যুগেও অমলিন বাংলা ক্যালেন্ডার, খুশি দোকানিরা

গরু চড়াতে ঢুকেছিলেন জঙ্গলে, ঝোঁপ থেকে হঠাৎ ছুটে এল গণ্ডার, ভয়ঙ্কর পরিণতি যুবকের

কালবৈশাখীর আতঙ্ক জেলায় জেলায়, তড়িঘড়ি ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা

সোশ্যাল মিডিয়া