মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১১ এপ্রিল ২০২৫ ২২ : ৫৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ঘটনাটি ঘটল ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁও এলাকায়। জানা গেছে এদিন দুপুরে বছর ১২-র রাজদীপ বর্মন নামে এক কিশোরকে এলাকার এক মোবাইল টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দুর্ঘটনার আশঙ্কা করে তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। ওই টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের।
জানা গেছে এদিন দুপুর নাগাদ ওই কিশোরকে এলাকার মোবাইল টাওয়ারে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই কিশোরের বাবা কৃষ্ণ বর্মন'কে ঘটনার খবর দেয় গ্রামবাসীরাই। খবর পেয়ে কৃষ্ণ বর্মন ঘটনাস্থলে পৌঁছে অবাক। কারণ কিছুক্ষণ আগেই তাঁর একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলে রাজদ্বীপ বর্মন দুপুরের খাওয়া খেয়ে সাইকেল নিতে হবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তাকে প্রায় ১৫০ ফিট উঁচু মোবাইল টাওয়ারে দেখতে পাবেন, সেটা ভাবেননি বাবা কৃষ্ণ বর্মন। এরপরেই খবর দেয়া স্থানীয় পুলিশ দমকল কর্মীদের। খবর পেয়ে বিকেল ৫টা নাগাদ পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছয়। কিন্তু কিশোরের মানসিক পরিস্থিতির কথা শুনে ঝুঁকি নিতে চায়নি দমকল কর্মীরা। কারণ অনেকবার পরিবার ও গ্রামবাসীদের অনুরোধেও সাড়া দেয়নি রাজদ্বীপ। ফলে দমকল কর্মীরা উদ্ধার করতে গেলে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। সেই আশংকায় বাধ্য হয়ে চুপ থাকতে হয় পুলিশ ও দমকল কর্মীদের। সন্ধ্যা হলে কিশোরের চোখে ধুলো দিয়ে, দমকল কর্মীরা টাওয়ারে উঠে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ টাওয়ার থেকে নামানো হয় ওই কিশোরকে। এদিন মোবাইল টাওয়ারে চড়া কিশোরকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। তবে বড়সড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বলে দাবি সকলের।
এই বিষয়ে কিশোরের বাবা কৃষ্ণ বর্মন বলেন, "আমার ছেলে দুপুর খাওয়া খেয়ে সাইকেল আনতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে যে মোবাইল টাওয়ারে উঠে পড়বে, একবারও আন্দাজ করিনি। স্থানীয়রা খবর না দিলে জানতেই পারতাম না। ভগবানের অশেষ কৃপা, ওকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি"।
স্থানীয় বলরাম দে জানান,"এলাকার একটি মানসিক ভরসাম্যহীন ১২ বছরের একটি ছেলে টাওয়ারের উঠে পরে। পরে দমকলের কর্মীরা এসে নিরাপদে ছেলেটিকে নামিয়ে আনে।" এবিষয়ে ফালাকাটা দমকল বিভাগের আধিকারিক মৃত্যুঞ্জয় রায় বীর বলেন, "কয়েকঘণ্টা চেষ্টার পর নিরাপদে কিশোরকে নামানো সম্ভব হয়।"
নানান খবর

নানান খবর

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী
খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

কোন্নগরে শোকের ছায়া, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

চক্রান্ত করে ঘটানো হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা,বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের

অনলাইন শপিংয়ের জের, মফস্বল শহরেও চৈত্র সেলে ভাটা

ডিজিটাল যুগেও অমলিন বাংলা ক্যালেন্ডার, খুশি দোকানিরা

গরু চড়াতে ঢুকেছিলেন জঙ্গলে, ঝোঁপ থেকে হঠাৎ ছুটে এল গণ্ডার, ভয়ঙ্কর পরিণতি যুবকের

কালবৈশাখীর আতঙ্ক জেলায় জেলায়, তড়িঘড়ি ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা