মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৮ এপ্রিল ২০২৫ ১৯ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে শুরু হল মধু সংগ্রহের কাজ। আজ থেকে রায়দিঘী রেঞ্জে আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহের সূচনা হল। পশ্চিমবঙ্গ বনদপ্তর জানিয়েছে, এবছর মোট ৫৫টি দলকে মধু সংগ্রহের জন্য পারমিট দেওয়া হয়েছে। প্রতিটি দলে সদস্য সংখ্যা পাঁচ থেকে সাত জনের মধ্যে। প্রথম পর্যায়ে ১৫ দিনের অনুমতি নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করবেন।
মধু সংগ্রহ মৌলেদের অন্যতম প্রধান জীবিকা হলেও এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাঘের আক্রমণ কিংবা জঙ্গলের অন্যান্য বিপদের কথা মাথায় রেখেই এবার নিরাপত্তায় জোর দিয়েছে বনদপ্তর। মৌলেদের জানিয়ে দেওয়া হয়েছে, জঙ্গলের কোন কোন অংশে তারা যেতে পারবেন এবং কোন অংশে নিষেধাজ্ঞা রয়েছে। জঙ্গলে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য বনদপ্তরের পেট্রোলিং চলবে নিয়মিত। পাশাপাশি মৈপীঠ উপকূল থানার পুলিশের তরফ থেকেও নজরদারি চালানো হবে।
সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক বলেছেন, "জীবনের দাম সবকিছুর থেকে অনেক বেশি। তাই মৌলেদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ।" সমস্ত মৌলেদের ফোন নম্বর বনদপ্তরের কাছে রাখা হয়েছে এবং বনদপ্তরের জরুরি নম্বর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কারও কোনও সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে পারবেন তারা। নিরাপত্তার পাশাপাশি মৌলেদের জন্য বিমার ব্যবস্থাও করা হয়েছে। বিমার মেয়াদ এক বছর। কেউ আহত হলে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং কারও মৃত্যু হলে পরিবার পাবে ৫ লক্ষ টাকা। এছাড়াও মৌলেদের মধ্যে বিতরণ করা হয়েছে মুখোশ, গ্লাভস, ফাস্ট অ্যাড বক্স, ড্রাম। প্রতিটি দলের কাছে থাকা রেডিওর মাধ্যমে তারা আবহাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেয়ে যাবেন।
এবার মধুর দামও বাড়ানো হয়েছে। গতবারের তুলনায় কেজি প্রতি ৫ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। বনদপ্তর মনে করছে, এতে মৌলেরা কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হবেন। এবারের লক্ষ্য ১০ টন মধু সংগ্রহ।
মধু সংগ্রহকে কেন্দ্র করে এলাকার পরিবারগুলিতে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। মৌলেরা চিতুরী বীট অফিসে বনবিবির পুজো দিয়ে জঙ্গলে রওনা হন। পরিবারের সদস্যরা প্রিয়জনের সুস্থভাবে ফিরে আসার প্রার্থনা করেন। এই সময় বাড়িতে রান্না বন্ধ থাকে, স্ত্রী ও পরিবার সদস্যরা প্রায় বিধবার মত জীবন যাপন করেন। তবুও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই সুন্দরবনের এই প্রাচীন পেশাকে ধরে রেখেছেন এখানকার মানুষ।
নানান খবর

নানান খবর

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী
খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

কোন্নগরে শোকের ছায়া, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

চক্রান্ত করে ঘটানো হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা,বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের

অনলাইন শপিংয়ের জের, মফস্বল শহরেও চৈত্র সেলে ভাটা

ডিজিটাল যুগেও অমলিন বাংলা ক্যালেন্ডার, খুশি দোকানিরা

গরু চড়াতে ঢুকেছিলেন জঙ্গলে, ঝোঁপ থেকে হঠাৎ ছুটে এল গণ্ডার, ভয়ঙ্কর পরিণতি যুবকের

কালবৈশাখীর আতঙ্ক জেলায় জেলায়, তড়িঘড়ি ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা