রবিবার ০৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৫ এপ্রিল ২০২৫ ১৫ : ৫২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কৌতুকশিল্পী কুণাল কামরাকে তাদের শিল্পী তালিকা থেকে সরিয়ে দিল 'বুক মাই শো'। কুণাল সংক্রান্ত যাবতীয় কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ 'বুক মাই শো'-র ওয়েবসাইটে গিয়ে আর কুণাল কামরার কৌতুক শো-র টিকিট বুক করতে পারবেন না অনুরাগীরা।
'বুক মাই শো'-র সিদ্ধান্ত জানাজানি হতেই একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ রাহুল এন কানাল, ওই সংস্থার সিইও আশিস হেমরাজানিকে তাদের পোর্টাল 'পরিষ্কার' রাখার জন্য এবং এই ধরনের শিল্পীদের বিশুদ্ধ বিনোদনের তালিকা থেকে বাদ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, কৌতুক শিল্পী কুণালকে তাদের প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার জন্য একদিন আগেই 'বুক মাই শো'-কে চিঠি দিয়েছিলেন শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী)-র যুবনেতা রাহুল এন কানাল। হুঁশিয়ারির সুরে রাহুল লিখেছিলেন যে, "ওর (কুণাল কামরা) শো-র টিকিট বিক্রি জারি থাকলে আমরা বুঝব, ওর বিভেদমূলক মন্তব্যকে 'বুক মাই শো' সমর্থন করছে, যা মানুষের আবেগ এবং শহরের আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে।"
এই ইস্যুতে শনিবার 'বুক মাই শো'-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেয়, এ নিয়ে সংস্থার এখনই কোনও মন্তব্য নেই।
এখন কি 'বুক মাই শো'-তে তাঁর অনুষ্ঠান তালিকাভুক্ত করা যাবে। সংস্থার পদক্ষেপ জানাজানি হতেই কুণাল কামরা 'বুক মাই শো'-কে তা নিশ্চিত করতে বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "যদি না হয়, তাহলে ঠিক আছে। আমি বুঝতে পারছি।"
সম্প্রতি নিজের একটি শো-র একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেন কৌতুক শিল্পী কুণাল কামরা। সেখানে তাঁকে দেশের নানা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। কিন্তু সেই ভিডিও-তে কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। উদ্ধব ঠাকরের সরকার ফেলে দিয়ে যেভাবে বিজেপি-তে যোগ দেন তিনি, উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরের দলের উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করেন, কুণাল সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বলেই দাবি করে একনাথের শিবসেনা। অনুষ্ঠান চলাকালীন কুণাল যদিও একনাথের নাম উল্লেখ করেননি।
এরকপরই উত্তাল হয় পরিস্থিতি। অনুষ্ঠান হলে ভাঙচুর চালানো হয়। এফআইআর দায়ের করা হয় কুণালের বিরুদ্ধে। যদিও অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে তাঁর। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে।
নানান খবর

নানান খবর

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক