শনিবার ২৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ইডেনে ভেঙ্কটেশ ঝড়, ২০০ রানে শেষ করল কেকেআর

Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ১৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। ওয়াংখেড়েতে ব্যাটিং ব্যর্থতার পর ইডেনে দুশো। চার, ছয়ের বন্যা। শেষ পাঁচ ওভারে রিঙ্কু-ভেঙ্কটেশ ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল সানরাইজার্স। বল পড়লেই চার, ছয়। ১৯তম ওভারে প্যাট কামিন্সকে পিটিয়ে ছাতু করলেন ভেঙ্কটেশ। ২৫ বলে ৫০। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক অর্ধশতরান। শেষমেষ ২৯ বলে ৬০ রান করে আউট হন আইয়ার। ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রানে শেষ করে কেকেআর। শুরুতে জোড়া উইকেট হারিয়েও বড় রান কলকাতা নাইট রাইডার্সের। ইডেনের নৈশালোকের আলোয় এই রান তাড়া করে জেতা সহজ হবে না সানরাইজার্স হায়দরাবাদের। শুরুটা করেন রাহানে-রঘুবংশী। শেষটা ভেঙ্কটেশের। মেগা নিলামে বিশাল অঙ্কে তাঁকে কেকেআরে ফেরানোর পুরস্কার দিলেন আইয়ার। পাঁচ নম্বরে নেমে দুর্দান্ত ইনিংস। শেষ পাঁচ ওভারে ৭৮ রান যোগ করে। 

গত দু'দিন পিচ নিয়ে বহু চর্চা হয়েছে। টার্নিং উইকেট চেয়েছিল কেকেআর। নাইটদের তিন স্পিনার নিয়ে খেলা দেখে মনে হয়েছিল, পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। কিন্তু প্রথম ইনিংসে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এক উইকেট পেলেও প্রচুর রান দেন জিশান আনসারী। অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন। কিন্তু পরের বলেই রঘুবংশীর ক্যাচ ফেলেন নীতিশ রেড্ডি। তবে তার খেসারত দিতে হয়নি। বাড়তি সাত রান যোগ করেন তরুণ ব্যাটার। ৩০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন রঘুবংশী। আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান। তাও আবার গুরুত্বপূর্ণ সময়। 

১৬ রানে জোড়া উইকেট হারানোর পর নেমেছিলেন। এদিনও ব্যর্থ কুইন্টন ডি কক (১) এবং সুনীল নারিন (৭)। তৃতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ৮১ রান যোগ করেন অঙ্গকৃষ। নাইটদের ম্যাচে ফেরায় এই জুটি। তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স এবং মহম্মদ সামি। উদ্বোধনী ম্যাচেও রান পেয়েছিলেন রাহানে এবং রঘুবংশী। ম্যাচ ইডেনে ফিরতেই আবার রানে ফিরলেন দু'জন। নাইটদের বড় রানের মঞ্চ তৈরি করে দেন। চার চারটে বড় ছক্কা হাঁকান রাহানে। ২৭ বলে ৩৮ রান করেন কেকেআরের অধিনায়ক। পাওয়ার প্লের শেষে ২ উইকেটে ৫৩ রান ছিল নাইটদের। কিন্তু জীবন ফিরে পাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ অঙ্গকৃষ। রাহানে, রঘুবংশী ফিরতেই রানের গতি কমে। ১৫ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে রান ছিল ১২২। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। আগের ম্যাচে প্রথমে ব্যাটিং নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়। এদিন কোনও ভুল করেননি। নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠান। ভারতের জার্সিতে প্রত্যাবর্তনে ক্রিকেটের নন্দনকাননে খেলা হয়নি সামির। কিন্তু এদিন ঘরের মাঠে ফেরেন। এক উইকেটও তুলে নেন। হায়দরাবাদের ফিল্ডিং জঘন্য। একাধিক চার গলায় ফিল্ডাররা। ক্যাচও ফেলেন। দীর্ঘদিন পর আবার চেনা ছন্দে রিঙ্কু সিং। রানে ফেরেন ভেঙ্কটেশ আইয়ারও। শেষ পাঁচ ওভারে ঝড় তোলে দুই বাঁ হাতি নাইট। প্রথম ওভারেই রঘুবংশীকে ফেরান কুশল মেন্ডিস। কিন্তু তাঁকে আর বলই দেননি কামিন্স। ১৭ বলে ৩২ রানে অপরাজিত রিঙ্কু।


Venkatesh IyerKolkata Knight RidersEden GardensIPL 2025

নানান খবর

নানান খবর

সূর্যবংশীকে সতর্কবাণী, কোহলির থেকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ বীরুর

হর্ষল ক্যাচ ফেলতেই কী করলেন সানরাইজার্সের মালকিন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

৪৩ বছরে নতুন মাইলস্টোন, ৪০০ তে পা ধোনির

আবার রেকর্ড, আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সামি

চাহাল অতীত, অনুপ্রেরণা মুম্বই! ঘুরে দাঁড়ানোর বার্তা মঈনের

বিরাটকে ছাপিয়ে নতুন নজির, আবার রেকর্ডবুকে যশস্বী

দুর্দান্ত কামব্যাকে লিগ টেবিলের তিন উঠেছে মুম্বই, আইসল্যান্ড ক্রিকেট কী লিখল জানেন?

ধোনির প্রসঙ্গ তোলায় এককালীন সতীর্থকে টিটকিরি বীরুর

আগ্রাসী সেলিব্রেশনেও পার পেলেন কোহলি, উঠল বোর্ডের বিরুদ্ধে প্রশ্ন

পন্থকে একহাত, এবার দায় নিজের কাঁধে নেওয়ার সময়, দাবি প্রাক্তন তারকার

ডাগআউটে পন্থ-জাহিরের বচসা, লখনউ অধিনায়কের ব্যাটিং পজিশন নিয়ে ক্ষোভ শিবিরে

রাজস্থানের গড়াপেটার অভিযোগের পেছনে ফাঁস আসল কারণ

ব্যাটিং অর্ডারে সাত নম্বরে কেন, অদ্ভুত ব্যাখ্যা দিলেন পন্থ

সোশ্যাল মিডিয়া