শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে পুলিশি হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বাড়বাড়ন্ত: রিপোর্ট

SG | ২৮ মার্চ ২০২৫ ২০ : ৫০Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: ভারতের পুলিশ বাহিনীর এক উল্লেখযোগ্য অংশ দায়িত্ব পালনের সময় নির্যাতন ও হিংসা প্রয়োগকে সমর্থন করেন বলে দাবি করা হয়েছে ‘স্ট্যাটাস অফ পলিসিং ইন ইন্ডিয়া রিপোর্ট ২০২৫’-এ। কমন কজ এবং লোকনিতি-সিএসডিএস (সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ) দ্বারা পরিচালিত এই গবেষণার প্রতিবেদনে পুলিশি হেফাজতে নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলিরও উদ্বেগজনক ইঙ্গিত দেওয়া হয়েছে।

রিপোর্টটি গত বুধবার প্রকাশিত হয়, যেখানে পুলিশ সদস্যদের একাংশের মধ্যে আইনের শাসনের প্রতি অমর্যাদা ও গ্রেপ্তার প্রক্রিয়া না মেনে চলার অভিযোগ তোলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, পুলিশের ২৬ শতাংশ সদস্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তারা নির্ভয়ে বলপ্রয়োগ করতে পারবেন এবং ৪৫ শতাংশ আংশিকভাবে এই মতের পক্ষে।

কমন কজ এবং লোকনিতি-সিএসডিএস জানায়, এই গবেষণার জন্য ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন থানার ৮,২৭৬ জন পুলিশ সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে আইপিএস কর্মকর্তা পর্যন্ত সকল স্তরের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।

রিপোর্টটি আরও বলছে, নির্যাতনের শিকার বেশিরভাগই দরিদ্র ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষ। বিশেষত, মুসলমান, দলিত, আদিবাসী, অশিক্ষিত ব্যক্তি এবং বস্তির বাসিন্দাদের উপর পুলিশি নির্যাতনের প্রবণতা লক্ষ্য করা গেছে। ১৮ শতাংশ পুলিশ সদস্য বিশ্বাস করেন যে মুসলমানরা "স্বাভাবিকভাবে অপরাধ প্রবণ"।

প্রাক্তন আইপিএস কর্মকর্তা প্রকাশ সিং প্যানেল আলোচনায় অংশ নিয়ে বলেন, পুলিশের হিংসাত্মক আচরণ নিয়ে উদ্বেগ থাকলেও এটা নির্দিষ্ট পরিস্থিতিতে বোঝা প্রয়োজন। অপরদিকে, বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, নির্যাতনের অপরাধের জন্য রাষ্ট্রকে প্রশ্ন করা উচিত এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রিপোর্টে দাবি করা হয়েছে, ৩০ শতাংশ পুলিশ সদস্য বিশ্বাস করেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 'থার্ড-ডিগ্রি' পদ্ধতি প্রয়োগ করা ন্যায়সঙ্গত। এছাড়া, পুলিশ হেফাজতে মৃত্যু সম্পর্কিত তথ্যের মধ্যে অসামঞ্জস্যও নিয়ে আসা হয়েছে, যা প্রশাসনিক দুর্বলতার প্রমাণ বলে উল্লেখ করা হয়েছে।


IndiaPolice Police atrocity

নানান খবর

নানান খবর

'ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিবরণ', নয়া ওয়াকফ আইনের পক্ষে সওয়াল কেন্দ্রের, হলফনামায় কী জানাল মোদি সরকার?

পহেলগাঁওয়ে কোনও সেনা ছিল না কেন, সর্বদল বৈঠকে প্রশ্ন বিরোধীদের, কী উত্তর দিল কেন্দ্র

ফের ইসলামাবাদকে দিল্লির বার্তা, বন্ধ হল অকট্রয় সীমান্ত ফাঁড়ি দিয়ে যাতায়াত

কেউ কাঁদছেন-কেউ উৎকণ্ঠায়! এও আরেক শাস্তি, সীমান্ত পেরেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা

ট্রেন যাত্রীদের জন্য সুখবর, কমতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

সোশ্যাল মিডিয়া