শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ এপ্রিল ২০২৫ ১৫ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শেষ দুই দশকে ‘ওয়ার’, ‘পাঠান’ থেকে ‘ফাইটার’— একের পর এক ছবির পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিদ্ধার্থ আনন্দ। তবে এবার পরিচালক নয়, প্রযোজকের ভূমিকায়ও বাজিমাত করতে চলেছেন তিনি। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা মারফ্লিক্স থেকে আসছে নতুন ছবি ‘হোয়াইট’, যেখানে ফুটে উঠবে আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করের জীবন থেকে নেওয়া বাস্তব, অথচ অনেকাংশেই অজানা, এক গ্লোবাল থ্রিলার।
সূত্রের খবর, এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন ‘ টুয়েল্ফথ ফেল’ ছবিখ্যাত বিক্রান্ত ম্যাসি। ২০২৫-এর জুলাই মাসে শ্যুটিং শুরু হবে এই প্রকল্পের।
এক সূত্র জানিয়েছে, বিক্রান্ত ম্যাসি এই চরিত্রের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। তাঁর মধ্যে শ্রীশ্রী রবিশঙ্করের ব্যক্তিত্ব, শরীরী ভাষা ও নম্রতা ফুটিয়ে তুলতে তিনি দীক্ষা নিচ্ছেন স্বয়ং গুরুদেবের কাছেই। এই চরিত্রের জন্য এক কথায় ‘রূপান্তরিত’ হবেন বিক্রান্ত।
ছবির কাহিনি আবর্তিত হবে কলম্বিয়ার ৫২ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ ও তা শেষ করার পিছনে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের অবদান নিয়ে— যা বহু আন্তর্জাতিক মহলেও বিস্ময়ের সৃষ্টি করেছিল। ছবির নির্মাতারা জানাচ্ছেন, এই অধ্যায়টা আধুনিক শান্তি স্থাপনের ইতিহাসে অন্যতম কিন্তু কম-আলোচিত ঘটনা। প্রাচীন ভারতীয় জ্ঞান কীভাবে এক রক্তাক্ত সংঘর্ষের দেশে শান্তি ফিরিয়ে আনল, সেটাই পর্দায় ফুটে উঠবে।
সিদ্ধার্থ আনন্দের মারফ্লিস্ক ও মহাবীর জৈনের মহাবীর জৈন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। পরিচালনায় থাকছেন খ্যাতনামা অ্যাড-ফিল্মমেকার মন্টু বাসসি। সঙ্গে থাকবে পিসক্রাফট পিকচার্স-এর সহ-প্রযোজনা। শুটিং চলবে কলম্বিয়া ও অন্যান্য আন্তর্জাতিক লোকেশনে।
ছবিটি তৈরি হচ্ছে একসঙ্গে হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায়, পরে তা আরও একাধিক আন্তর্জাতিক ভাষায় ডাব করা হবে— আন্তর্জাতিক দর্শকের উদ্দেশ্যেই এই প্রযোজনা।অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করতে চলেছেন শাহরুখ খানের ‘কিং’ আর মহাবীর জৈন একই বছর প্রযোজনা করতে চলেছেন ‘হোয়াইট’ ও ‘নাগজিলা’।
নানান খবর

নানান খবর

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়