বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ মার্চ ২০২৫ ১২ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নতুন নির্বাহী কমিটির কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ক্রীড়া মন্ত্রক। এতদিন ফেডারেশনের দায়িত্ব সামলাতে একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ভূপিন্দর সিং বাওয়া। কমিটির সদস্য হিসেবে ছিলেন হকি অলিম্পিয়ান এমএম সোমাইয়া ও প্রাক্তন আন্তর্জাতিক শাটলার মঞ্জুষা কানওয়ার। ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রশাসনিক ব্যর্থতা ও এবং একাধিক নিয়মভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, নতুন কমিটি আসলে ফেডারেশনের পুরনো কর্মকর্তাদেরই প্রভাবে ছিল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফেডারেশন সভাপতি সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন কমিটির কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া মন্ত্রক ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, সামনে একাধিক বড় টুর্নামেন্ট রয়েছে। মার্চের শেষ সপ্তাহে জর্ডানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে অংশগ্রহণ না করতে পারলে সেপ্টেম্বরে জাগ্রেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না ভারতীয় কুস্তিগিররা। সে কারণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়ামন্ত্রক।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একাধিক শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানানো হয়েছে, সংস্থার বাইরের কেউ যাতে সংস্থার ভিতরের কোনও কাজে যেন যুক্ত না থাকে। পাশাপাশি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুস্তিগির নির্বাচনেও যাতে স্বচ্ছতা বজায় থাকে। উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্ট ২০২৩ সালে অ্যাড-হক কমিটিকে রেসলিং ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রমে তদারকির নির্দেশ দেয়। কুস্তিগির বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের দায়ের করা অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যৌন নির্যাতনের অভিযোগের কারণে ফেডারেশনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন কুস্তিগিররা।
নানান খবর

নানান খবর

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

পিসিবিকে বিদ্রুপ পাকিস্তানের ক্রিকেটারের, কোচ নির্বাচন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের কোচ

পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন স্টুয়ার্ট

'ওদের ভয় পাওয়া উচিত, আমরা মোহনবাগান,' জামশেদপুর যাওয়ার আগে হুঙ্কার মোলিনার

রাসেল কি তবে অবসর নিচ্ছেন! ক্যারিবিয়ান তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট জন্ম দিল নতুন জল্পনার

কথা বলছে না রোহিতের ব্যাট, নাইটদের ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ আলোচনায় হিটম্যান, ভিডিও ভাইরাল