শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | মার্কশিটে চোখ ধাঁধানো নম্বর, পুরস্কার  ক্যারাটে-হ্যান্ডবলে, টেকনো ইন্ডিয়া কোচবিহারের পড়ুয়াদের সাফল্য গর্ব করার মতো 

Reporter: Sourav Goswami | লেখক: Sourav Goswami ১০ মার্চ ২০২৫ ১৭ : ০৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোচবিহার ধারাবাহিকভাবে একাডেমিক এবং সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপে অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। ২০২৪ সালে, স্কুলটি জাতীয় এবং রাজ্য পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রদের উল্লেখযোগ্য সাফল্য উদযাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঐশিক চ্যাটার্জী এবং অরিজিৎ বর্মনের ইন্টার-স্কুল কুইজ প্রতিযোগিতায় ২য় রানার আপ ট্রফি জয়। এই প্রতিযোগিতা আয়োজন করেছিল বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শিক্ষা জাতীয় কমিটি। এছাড়াও, জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে দেবাঞ্জন দে ব্রোঞ্জ পদক এবং অভির পাল রাজ্য উশু চ্যাম্পিয়নশিপে দুটি সোনার পদক জিতে স্কুলের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।


স্কুলের আরও সাফল্যের ধারাবাহিকতায়, নবম শ্রেণীর উদিতেন্দু বিশ্বাস জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়া, সিবিএসই ক্লাস্টার মিটে হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক এবং আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় রানার আপ হওয়ায় দলগত খেলায়ও স্কুলটি সাফল্য লাভ করেছে।
এই বছরের আরেকটি প্রধান আকর্ষণ ছিল এক্সট্রা স্কুল স্পেল বি জাতীয় প্রতিযোগিতা, যা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোচবিহার নিজেই আয়োজন করেছিল। এই ইভেন্টে ৩৫৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪ জন জয়ী হয়, যারা রাজ্য এবং জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও, ২০তম কোচবিহার জেলা উশু চ্যাম্পিয়নশিপে পাঁচজন সোনার পদক, সাতজন রূপোর পদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক লাভ করে, যা স্কুলের সাফল্যের ধারাকে আরও দৃঢ় করেছে।


একাডেমিক ক্ষেত্রেও স্কুলের অসামান্য সাফল্য দেখা গেছে। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় আরকপ্রভ দে এবং চিরস্মিত সাহা ৯৮% নম্বর পেয়ে জেলার শীর্ষে অবস্থান করেছে। দ্বাদশ শ্রেণীতে মানবিক শাখার শ্রীপর্ণা রায় ৯৭% নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে। বিজ্ঞানে কাউশেয়া রায় এবং বাণিজ্যে সুনন্দা বনিক যথাক্রমে ৯৬.৪% এবং ৯১.৮% নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে।


টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোচবিহারের ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রতিভার সাক্ষর রেখেছে। বিদ্যালয়ের ছাত্ররা বোর্ড পরীক্ষায় জেলা শীর্ষ স্থান অধিকার করার পাশাপাশি উশু এবং ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে। দলগত খেলায়ও, যেমন হ্যান্ডবল ও ফুটবল, তাঁরা অসাধারণ দক্ষতা দেখিয়েছে।


 মেধাবী ছাত্র প্রথম প্রসাদ গবেষণার ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে। তাঁর গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এই সমস্ত সাফল্য স্কুলের প্রতি-বিদ্যাচর্চার মানসিকতা এবং ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যের প্রতিফলন।


টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোচবিহার অত্যাধুনিক পরিকাঠামোয় সজ্জিত, যা সামগ্রিক শিক্ষা প্রদানে সহায়ক। স্কুলটি একাডেমিক কৃতিত্ব এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রম উভয় ক্ষেত্রেই বিভিন্ন সুযোগ তৈরি করেছে। এর মধ্যে উন্নতমানের ক্রীড়ার সুযোগ সুবিধা, ইন্টারেক্টিভ শিক্ষার জন্য ডিজাইন করা শ্রেণিকক্ষ, এবং গবেষণা ও উদ্ভাবনকে উত্সাহিত করতে বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব অন্তর্ভুক্ত রয়েছে।


স্কুলের সামাজিক অবদান তার ছাত্রদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব, গবেষক এবং ক্রীড়াবিদদের গড়ে তোলার মাধ্যমে প্রতিফলিত হয়। শিক্ষার এই সংস্কৃতি জাতীয় অগ্রগতির জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে ছাত্রদের সাহায্য করে। জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন এবং একাডেমিক ও ক্রীড়ায় স্বীকৃতি অর্জনের মাধ্যমে, প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার উজ্জ্বল প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে।


Techno India Group Public SchoolTIGPSTIGPS CoochbeharCoochbehar

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া