শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৬ মার্চ ২০২৫ ২০ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুসারে, অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়াতে আপাতত সামরিক বিমান ব্যবহার বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত খরচের কারণেই এই সিদ্ধান্ত বলে ওই প্রতিবেদে বলা হয়েছে। গত ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মেয়াদে শপথ নিয়েছিলেন। তারপর থেকেই মার্কিন মুলুক থেকে অবৈধ অভিভাসীদের বিতাড়নে মরিয়া হয়ে ওঠেন। পরিসংখ্যান অনুসারে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দায়িত্বভার গ্রহণের প্রথম মাসেই ৩৭,৬৬০ জন অবৈধ ব্যক্তি অভিবাসীকে যুদ্ধবিমানে করে ভারত-সহ বিশ্বের একাধিক দেশে ফেরৎ পাঠিয়েছেন।
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অবৈধ অভিভাসীদের তাড়াতে সামরিক বিমানের উপর নির্ভর করা যেমন ব্যয়বহুল, তেমনই খুব ঝামেলার বলে প্রমাণিত হয়েছে। প্রশাসন এখনও অবৈধ অভিভাসীদের বিতাড়নের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এটাও স্পষ্ট নয় যে, মোট কতজনকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট গ্রেপ্তার করেছিল এবং কতজনকে সীমান্তে আটক করা হয়েছিল, দ্রুত বিতাড়ন করা হয়েছিল।
মার্কিন সামরিক বিমান সি-১৭ (গ্লোবমাস্টার) এবং সি-১৩০ ব্যবহার করে অবৈধ অধিবাসীদের ট্রাম্প প্রশাসন ভারত, গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস-সহ বিভিন্ন দেশে ফেরৎ পাঠিয়েছে। এর মধ্যে বেশ কিছু দেশে সামরিক বিমান পাঠানোর তুলনামূলক খরচ অনেকটাই বেশি।
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুসারে, ভারতে অবৈধ অভিবাসীদের নিয়ে এখনও তিনটি মার্কিন যুদ্ধবিমান এসেছে। যার প্রতিটিতে খরচ হয়েছে ৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায়যার পরিমাণ ৩০ লক্ষ টাকা। গুয়াতেমালায় বেশকিছু বিমানে মাত্র ১২ জনকে নিয়ে য়াওয়া হয়েছে। ফলে প্রতিটি অভিবাসীর ক্ষেত্রে পরিবহণ খরচ পড়েছে কমপক্ষে ২০,০০০ মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি যুদ্ধবিমানে ৩৩২ জন ভারতীয়কে ফেরৎ পাঠিয়েছে। এক্ষেত্রে এক একজনের পরিবহণ খরচ লেগেছে ২৭,১০৮ টাকা।
সরকারি তথ্য অনুসারে, অভিভাসীদের বিতাড়নের জন্য ব্যবহৃত যুদ্ধবিমানের প্রতিটিতে ৮.৫০০ ডলার করে প্রতি ঘন্টায় খরচ হয় আমেরিকার শুল্ক এবং অভিবাসন দফতরের (আইসিই)। সংস্থার প্রাক্তন আধিকারিকের মতে, আন্তর্জাতিক ভ্রমণের প্রকৃত খরচ প্রতি ঘন্টায় ১৭০০০ মার্কিন ডলারের কাছাকাছি। উল্টোদিকে, ভারী পণ্যসম্ভার এবং সৈন্য পরিবহনের জন্য তৈরি একটি সি-১৭ বিমান পরিচালনা করতে প্রতি ঘন্টায় ২৮.৫০০ মার্কিন ডলার খরচ হয়।
বিপুল খরচের সঙ্গেই যোগ হয়েছে সি-১৭ বিমানগুলির মেক্সিকান আকাশসীমা এড়িয়ে চলার বিষয়টিও। এ জন্ মধ্য ও দক্ষিণ আমেরিকায় ভ্রমণের সময় বেড়েছে। রিপোর্ট অনুসারে, মেক্সিকো-সহ কিছু ল্যাটিন আমেরিকান দেশে মার্কিন সামরিক বিমানের অবতরণ করে না। পরিবর্তে বাণিজ্যিক বিমানের মাধ্যমে বা তাদের নিজস্ব বিমান পাঠিয়ে নির্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।
নানান খবর
নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম