মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | হোলি উদযাপনের অনুমতি দিল না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, মোদিকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি ছাত্র সংগঠনগুলির

RD | ০৬ মার্চ ২০২৫ ১৮ : ০৮Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: হোলি উদযাপনের অনুমতি দেয়নি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বেশ কয়েকটি ছাত্র সংগঠন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক।  প্রতিবাদী ছাত্র সংগঠনগুলির হুঁশিয়ারি যে, যদি শেষপর্যন্ত হোলি উদযাপনের অনুমতি না দেয় কর্তৃপক্ষ তাহলে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তারা তুলে ধরবেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র অখিল কৌশল গত ২৫ ফেব্রুয়ারি হোলি উদযাপনের জন্য অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। হিন্দু ছাত্রদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ওয়াসিম আলির কাছে উপাচার্যের উদ্দেশে একটি চিঠি জমা দেওয়া হয়। ওই চিঠি মোতাবেক আগামী ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের এনআরএসসি ক্লাবে হোলির অনুষ্ঠানের আয়োজনের অনুমতি চাওয়া হয় হয়েছিল। আবেদনকারী ছাত্র জানান, পরে প্রক্টর জানিয়ে দেন যে বিস্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের মধ্যে হোলি উদয়াপনের অনুমতি দেবে না।

এরপরই আবেদনকারী ছাত্র অখিল কৌশল বলেন, "আমাদের কাছে ওই মিটিংয়ের অডিও ও ভিডিও রেকর্ডিং রয়েছে। যদি অনুমতি না দেওয়া হয়, তবে আমরা সেই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়-তে অন্যান্য ধর্মের অনুষ্ঠান হয়, তাতে আমাদের কোনও আপত্তি নেই। তবে হিন্দু ছাত্রদের হোলি মিলন অনুষ্ঠান মহাসমারোহে আয়োজন করতে করতে বাধা দেওয়া হচ্ছে কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই বিশ্ববিদ্যালয়-কে 'মিনি ইন্ডিয়া' বলেছেন। ভারত সব ধর্মকে সম্মান জানায়। তাই উপাচার্য নাইমা খাতুনেরও সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো উচিত। অনুমতি না পেলে আমরা এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনব।"

আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ওয়াসিম আলি বলেছেন, "হোলি মিলন সমারোহের জন্য একটি চিঠি পেয়েছি কিন্তু আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে এই ধরণের কোনও অনুষ্ঠানের অনুমতি কখনও দেওয়া হয়নি এবং এখনও দেওয়া হবে না। হস্টেল বা ক্যাম্পাসে হোলি খেলা যেতে পারে, কিন্তু আমরা উদযাপন এবং বিশেষ অনুষ্ঠানের জন্য অনুমতি দিতে পারি না।" 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এমআইসি অধ্যাপক বিভা শর্মা জানিয়েছেন যে, প্রক্টর বলেছেন যে এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ স্থানে উদযাপনের জন্য অনুমতি নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেছেন যে, "সন্ধ্যার জন্য অনুমতি দেওয়া উচিত কিনা তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপর বর্তায়।"

বেশ কয়েকটি হিন্দু সংগঠন এই বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। অল ইন্ডিয়া করনি সেনা একটি মিছিল বের করে প্রতিবাদ জানিয়েছে। তাদের স্লোগান ছিল, 'এএমইউর একনায়কতন্ত্র চলবে না'।  সব ধর্মের উৎসব সমানভাবে পালনের অনুমতি দাবি করেচে এই সংগঠনটি। 

এদিকে, সমাজবাদী পার্টির নেতা অশুতোষ ভার্মা বলেন, "কেউ যেন উৎসব পালনে বাধা না পায়, তা নিশ্চিত করা উচিত।" উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং জানান, "যদি কোনও বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মকে সমর্থন করে এবং অন্য ধর্মের উৎসব পালনে নিষেধাজ্ঞা দেয়, তবে বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি।"

প্রাক্তন মেয়র এবং বিজেপি নেত্রী শকুন্তলা ভারতী বিশেষ হোলি অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে, "এই বিশ্ববিদ্যালয় কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সকলের, তারা হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান যে-ই হোক না কেন। দ্বিতীয়ত, তারা যেভাবে আচরণ করছে যে হোলি খেলা হবে না। আমি বলছি যে সেখানে ঈদ উদযাপন করা হবে না।"


Aligarh Muslim UniversityHoli AMUHoliPM Modi

নানান খবর

নানান খবর

পিএইচডি করেও সংসার চালাতে হিমশিম খান এক ব্যক্তি

মেট্রোতে বসেই মদ পান করলেন এক যুবক! ভাইরাল ভিডিও রেগে লাল নেটিজেনরা

আহমেদাবাদ অধিবেশনে প্যাটেলের উত্তরাধিকার পুনরুদ্ধারে কংগ্রেস

বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা দুর্যোগের ঘনঘটা, বাংলার ভাগ্যে কী আছে?

মাখো মাখো প্রেমে আর তর সইল না, স্বামীকে টাটা দিয়ে হবু জামাইয়ের সঙ্গে পালালেন কনের মা

ছয় দশক পর গুজরাটে বসছে কংগ্রেসের দু'‌দিনের অধিবেশন, বড় সিদ্ধান্তের ঘোষণা?

নবরাত্রীর সময় নিরামিষের বদলে এল আমিষ বিরিয়ানি! তারপর যা হল...

মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ, সেই তিন কমান্ডার-সহ দান্তেওয়াড়ার ২৬ মাওবাদীর আত্মসমর্পণ

মানবিকতার 'উপহার', কুনোর তৃষ্ণার্ত চিতা-শাবকদের জল খাওয়ানোই চাকরি গেল গাড়ি চালকের

ত্রিপুরায় উদ্ধার বাংলাদেশী ড্রোন

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত 

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া