বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ১৫ : ২০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বাপ-মা ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত হলেই ছেলেমেয়েদের বাড়তি সুবিধা মেলে-তারকানন্দনদের ক্ষেত্রে এই স্বজনপোষণের ভাবনা জনমানসে প্রায় চিরন্তন। সব জায়গাতেই নাকি বাড়তি সুবিধে পান তাঁরা। তবে অনেকসময়ই আড়ালে চলে যায় তারকা পরিবারের সন্তান হলে কত রকমের হুজ্জত, সমস্যাও সামলাতে হয়! সম্প্রতি, এমনই এক ঘটনার কথা ফাঁস করলেন জনপ্রিয় বলি-অভিনেতা অভয় দেওল। অভিনেতার দাবি, 'নন ফিল্মি' পরিবারের সন্তান হলে তাঁকে কখনও এই অভিজ্ঞতার শরিক হতো না।
বিখ্যাত দেওল পরিবারের সদস্য অভয়। জেঠু ধর্মেন্দ্র বলিপাড়ার কিংবদন্তি অভিনেতা। দুই দাদা সানি এবং ববি ততদিনে বলিউডের সুপ্রতিষ্ঠিত নায়ক। তখন স্কুলে পড়েন 'জিন্দেগি না মিলেগি দোবারা'র নায়ক। উঠতে বসতে তাঁকে সবসময়ই প্রশ্ন করা হত পরিবারের সদস্যদের নিয়ে। এই বংশ পরিচয়ের জন্য স্কুলে কয়েকজন শিক্ষক তাঁকে নেকনজরে দেখলেও, বাকি শিক্ষকরা বরং বেশ তুচ্ছ-তাচ্ছিল্যই করতেন, দাবি অভিনেতার।
এই প্রসঙ্গে এক শিক্ষকের উদাহরণও দেন অভয়। তিনি জানান, এক টিউশন শিক্ষিকা তো চরমে চলে গিয়েছিলেন। স্রেফ তিনি দেওল পরিবারের সন্তান বলে সকলের সামনে তাকে হেয় করতেন তিনি। “ওই শিক্ষিকা তো সময় পেলেই বাকি ছাত্র ছাত্রীদের সামনে আমাকে অপমান করতেন। তা করার সুযোগ না পেলে কটাক্ষ করতেন, বাঁকা কথা বলতেন। আর যদি দেওল পরিবার নিয়ে কোনও কিছু সংবাদপত্রে প্রকাশিত হত, তাহলে তো আর রক্ষে ছিল না! সকলের সামনে চেঁচিয়ে সেই খবর পড়ে শুনিয়ে ক্লাসের মধ্যে আমাকে উনি জিজ্ঞেস করতেন –‘এইসব চলে তোমার পরিবারে? এইসব করো তোমরা?’ মানে...ভাবা যায়! একজন বাচ্চার উপর এইসব ব্যবহার কী প্রভাব পড়ে, তা ভাবা যায়? বড় হয়ে বুঝেছি, ওই শিক্ষিকা মানসিক সমস্যায় ভুগতেন হয়ত...”
উভয়কে দেখা যাবে ‘বান টিক্কি’ ছবিতে। সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শাবানা আজমিকেও। এছাড়াও হলিউডে পা রেখেছেন এই অভিনেতা। এই প্রথমবার হলিউডের ছবিতে পা রাখতে চলেছেন অভয় দেওল।। হ্যারি গগ্রেওয়াল পরিচালিত ছবি 'ডোন্ট ইউ বি মাই নেবার' ছবিতে দেখা যেতে চলেছে অভয়কে। তাঁর বিপরীতে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাতাশা বাসেটকে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবি দর্শকের কাছে ৮০-৯০ দশকের প্রেমের ছবি ফুটিয়ে তুলবে।
নানান খবর
নানান খবর

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

প্রেম আর মৃত্যুর সীমান্ত একাকার করে সৃজিতের ছবির ঝলক উস্কে দিল রহস্য এবং আগ্রহ

‘সিকান্দর’ ফ্লপ, তাতে কী! এবার ‘পুষ্পা’র প্রযোজকের হাত ধরে নতুন অবতারে ফিরবেন সলমন?

'এখনও করণকে খুব ভালবাসি...'- প্রাক্তনকে ভুলতে না পারাই কি বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদের কারণ?

রাজু-শ্যাম-বাবুভাই, সঙ্গে থাকছেন জন আব্রাহাম-ও? 'হেরা ফেরি ৩'র নয়া চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন

বিচ্ছেদ ভুলে ডান্স ফ্লোরে অভিষেক-ঐশ্বর্যা, বাবা-মার কাণ্ড দেখে কী করল আরাধ্যা?

দু'চোখে রহস্যের ছাপ, ঠিকরে বেরোচ্ছে কোন না বলা কথা? প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এ অঙ্কুশের প্রথম ঝলক

'আর কোনওদিন যেন এরকম সময় না আসে'-ইদে চোখে জল নিয়ে কী বললেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

গ্যালাক্সির ‘সিকান্দর’ এবার অন্যরকম, ঈদে ভক্তদের ‘বুলেটপ্রুফ’ সালাম জানালেন সলমন!

ক্রিকেট নাকি কেমিস্ট্রি? পাশের দেশের জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল চলার মাঝেই নয়া ইনিংস মালাইকার?

‘শোলে’-এর রিমেক করব! বড় ঘোষণা সলমনের, ধর্মেন্দ্রর ‘বীরু’র চরিত্রে এবার ‘টাইগার’?