শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০১ মার্চ ২০২৫ ১৭ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আগামী ৩ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। মোবাইলের ব্যবহার, নকল-সহ নানা বেআইনি কার্যকলাপ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছে যে, মোবাইলে ব্যবহার রুখতে এবার জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে। পাশাপাশি, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মেটাল ডিটেক্টরের প্রয়োগ। প্রতি পরীক্ষাকেন্দ্রে দু'টি করে মেটাল ডিটেক্টর থাকছে। সেখানে সব পরীক্ষার্থীকে পরীক্ষা করেই পরীক্ষাহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নজরদারি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, পরীক্ষার সময় মোবাইল, ব্লু টুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০৮৯ ভেন্যুতে পরীক্ষা চলছে। মেটাল ডিটেক্টর থাকছে। পরীক্ষার্থীদের ভালো করে পরীক্ষা করে তারপরই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হবে। কোথাও যদি মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক্স ডিভাইস সহ ধরা পড়ে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পর্ষদের নির্দেশ অনুসারে দু'টি সিসি ক্যামেরা সমস্ত পরীক্ষাকেন্দ্রে রাখতেই হবে। প্রবেশদ্বারে ও প্রশ্নপত্র যেখানে থাকবে সেখানে সিসি ক্যামেরা রাখতেই হবে। প্রশ্নপত্রে ডিজিটালি সিরিয়াল নম্বরে থাকবে। সিরিয়াল নম্বরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর উত্তরপত্রের মাথার নির্দিষ্ট জায়গায় লিখতেই হবে। প্রশ্নপত্রের ছবি তুলে যাতে কপি না করা যায় তার জন্য়ও বিশেষ সুরক্ষা থাকবে।