শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে যখন আইএসএলে কলকাতার একমাত্র ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, জানিয়েছিলেন কলকাতার ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দিতে চান। কথা রেখেছেন সঞ্জীব গোয়েঙ্কা। ১০ বছরে চারটে ট্রফি। দু'বার চ্যাম্পিয়ন, দু'বার লিগ শিল্ড জয়ী। ক্লাবস্তরে লক্ষপূরণ হয়ে গিয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য চাইছেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'দশ বছরে চারটে ট্রফি। এর থেকে ভাল কী হতে পারে। আমরা রেজাল্ট দেওয়ার জন্য খেলি। যেকোনও ট্রফি জিতলেই ভাল লাগে। আগের বছরের সঙ্গে এটার কোনও পার্থক্য নেই। সব সাফল্যই সমান। জাতীয় পর্যায়ে সবকিছু পাওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে সাফল্য।'
ফুটবলভক্ত শহরের শিল্পপতি। কাজের ফাঁকে প্রায়ই মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসেন। চ্যাম্পিয়নশিপ ম্যাচে উপস্থিত থাকাই স্বাভাবিক। কিন্তু নব্বই মিনিটের শেষে যেভাবে আবেগের ঢেউয়ে ভেসে গেলেন, না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র মাঠে প্রবেশ করেন গোয়েঙ্কা। প্রথমেই কোচকে আলিঙ্গন। তারপর ফুটবলারদের শুভেচ্ছা জানান। সবুজ মেরুন আবিরে নিজেকে রাঙিয়ে ফেলেন। মাঠের সেলিব্রেশন পর্ব চুকিয়ে আসেন সাংবাদিক সম্মেলনে। একা নয়, ছিল মোহনবাগানের পঞ্চপাণ্ডব। কর্তা, কোচ, অধিনায়ক, মরশুমের সেরা বিদেশি, জয়ের কারিগর সবাই হাজির ছিল। ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হোসে মোলিনা, শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। অভিনব পদ্ধতিতে সমর্থকদের ধন্যবাদ জানায় টিম মোহনবাগান। কলকাতায় অনেক দলই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এইভাবে পাঁচজন একসঙ্গে এসে কখনও সাংবাদিকদের মুখোমুখি হয়নি। ঠাঁয় দাঁড়িয়ে থাকলেন গোয়েঙ্কা, মোলিনা, জেমিরা। হাসিমুখে সমস্ত প্রশ্নের উত্তর দেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার।
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'খুশির দিন। এই জয় কোচ, খেলোয়াড়, অধিনায়ক এবং সমস্ত সমর্থকদের উৎসর্গ করছি। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়। ভারতের প্রথম ক্লাব হিসেবে আমরা ইতিহাস গড়লাম। আমাদের সমর্থন করুন। আমরা শিল্ডের পর ট্রফিও উপহার দেব।' এর আগে হাবাস এবং মোলিনার হাত ধরেই এটিকের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার এই দুই স্প্যানিশ কোচই মোহনবাগানকে পরপর লিগ শিল্ড এনে দিয়েছে। কোন জয়ে বেশি তৃপ্তি বাগানের কর্ণধার? সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'সব জয়ই স্পেশাল। সেটা এটিকের হয়ে হোক বা এমবিএসজির হয়ে হোক।' গোয়েঙ্কা জানিয়ে দিলেন, মোহনবাগানের পাশাপাশি ভারত জেতায় জোড়া খুশির আবহ সবুজ মেরুন শিবিরে।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর

নানান খবর

জাঁকজমক উদ্বোধন কন্যাশ্রী কাপের, বড় জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল

নিজেদের আন্ডারডগ ভাবতে হচ্ছে শেষে? কোপা দেল রে ফাইনালের আগে বার্সাকেই এগিয়ে রাখছেন অ্যান্সেলত্তি

পহেলগাঁও হামলার পর আইসিসি ট্রফিতেও আর পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত! এল বড় আপডেট

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন, মুখ খুললেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার

কোহলি টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টি তাঁকে ছাড়েনি, রাজস্থানের বিরুদ্ধে ঐতিহাসিক কীর্তি তারকা ব্যাটারের

৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে পাকিস্তান, পিএসএলে ভারতীয় কর্মীদের কড়া বার্তা

বড়সড় ধাক্কা খেল পিএসএল! ভারতে বন্ধ স্ট্রিমিং, বাটি হাতে বসার মতো অবস্থা হতে চলেছে পিসিবির

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

আবার ব্যান? আইপিএলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার