শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে খারাপ পারফরম্যান্সের মাঝেই এক বড় বিতর্কে জড়িয়ে পড়ল ধোনির চেন্নাই সুপার কিংস। নিলামে দলে নেওয়া এক ক্রিকেটারের নকল চোটের অভিযোগ উঠেছে সিএসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বাঁ-হাতি পেসার গুরুজপনিত সিংয়ের চোটের আদৌ সত্যি নয়, এমনটাই অভিযোগ চেন্নাইয়ের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের তরফে ঘোষণা করা হয়, ২৬ বছর বয়সী বাঁ-হাতি পেসার গুরুজপনিত সিং চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। গুরুজপনিতকে মেগা নিলামে ২.২ কোটি টাকায় দলে নিয়েছিল সিএসকে। কিন্তু তিনি কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয় তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে।
তাঁকে একই পরিমাণ অর্থে অর্থাৎ ২.২ কোটি টাকায় চুক্তিবদ্ধ করে চেন্নাই সুপার কিংস। এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। উল্লেখ্য, এর আগে রুতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে যাওয়ায় তাঁর বদলি হিসেবে আয়ুষ মাত্রেকে দলে নিয়েছিল সুপার কিংস। তবে বিতর্কের সূত্রপাত হয় ২৩ এপ্রিলের একটি অনুশীলন ম্যাচকে ঘিরে।
ভিনোথ কুমার নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেন, তিনি চেন্নাই সুপার কিংসের একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে উপস্থিত ছিলেন এবং সেখানে গুরুজপনিত সিংকে বোলিং করতে এবং ফিল্ডিং করতে দেখেছেন তিনি। পুরোপুরি সুস্থ দেখিয়েছে বাঁহাতি পেসারকে। ওই ব্যক্তি ছবি ও ভিডিও আপলোড করে দাবি করেন, গুরুজপনিতের আদৌ কোনও চোট ছিল না। চেন্নাই সুপার কিংস ইচ্ছাকৃতভাবে চোটের নাটক সাজিয়ে ব্রেভিসকে দলে নিয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই চেন্নাইকে ‘প্রতারক’ বলে সম্বোধন করেছেন। অনেকে চেন্নাইয়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। আবার অনেকে আইপিএল থেকে সিএসকে-কে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। তবে বিসিসিআই এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামী দিনে পুঙ্খানুপুঙ্খ তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নানান খবর

নানান খবর

কোহলি টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টি তাঁকে ছাড়েনি, রাজস্থানের বিরুদ্ধে ঐতিহাসিক কীর্তি তারকা ব্যাটারের

৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে পাকিস্তান, পিএসএলে ভারতীয় কর্মীদের কড়া বার্তা

বড়সড় ধাক্কা খেল পিএসএল! ভারতে বন্ধ স্ট্রিমিং, বাটি হাতে বসার মতো অবস্থা হতে চলেছে পিসিবির

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার