শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডেয়া এবং ক্রুনাল পাণ্ডেয়া। দুই ভাইই বর্তমানে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির তারকা ক্রিকেটার। তবে বরাবর দুই ভাইয়ের জীবন এতটা স্বাচ্ছন্দ্য ছিল না। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে তাদের জীবন কেটেছে বহু কষ্টের মধ্য দিয়েই। আসন্ন আইপিএলের আগে সেই কাহিনিই সামনে আনলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতা অম্বানি জানিয়েছেন, কীভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি দলে অন্তর্ভুক্ত করেছিল হার্দিক পান্ডেয়া, ক্রুনাল পান্ডেয়াকে।
এই তিন ক্রিকেটারই পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। হার্দিক বর্তমানে ভারতীয় দলেরও অন্যতম সেরা অলরাউন্ডার। বস্টনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নীতা আম্বানি জানান, প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে তিনি নিয়মিত রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে যেতেন। সেই সময়ই তাঁর চোখে পড়েন হার্দিক এবং ক্রুনাল।
জানতে পারেন, তাঁরা দীর্ঘ তিন বছর ধরে শুধুমাত্র ম্যাগি খেয়েই দিন কাটাচ্ছেন, কারণ তাদের আর্থিক অবস্থা সেই সময়ই একেবারেই ভাল ছিল না। কিন্তু ক্রিকেটের প্রতি অদম্য জেদ ও খিদে ছিল দু’জনের মধ্যেই। তাতেই প্রভাবিত হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল দুই ক্রিকেটারকে। মুম্বইয়ের কর্ণধার বলেন, ‘আইপিএলে প্রতিটি দলের জন্য নির্দিষ্ট বাজেট থাকে।
আমাদের নতুন প্রতিভা খুঁজে বের করার অন্য উপায় দেখতে হয়। আমি এবং আমার স্কাউট টিম রঞ্জি ট্রফির প্রতিটি ম্যাচ দেখতাম। একদিন আমার স্কাউটে সদস্যরা দুটি লম্বা, পাতলা ছেলেকে নিয়ে এল। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি, গত তিন বছর ধরে তারা শুধুমাত্র ম্যাগি নুডলস খেয়ে বেঁচে আছে, কারণ তাদের টাকা ছিল না। কিন্তু আমি দু’জনের চোখে জেদ, সংকল্প ও সাফল্যের দেখতে পেয়েছিলাম। সেই দুই ভাই ছিলেন হার্দিক ও ক্রুনাল পান্ডেয়া। ২০১৫ সালে আমি মাত্র ১০ হাজার মার্কিন ডলারে হার্দিককে দলে নিয়েছিলাম। আজ সে মুম্বাই ইন্ডিয়ান্সের গর্বিত অধিনায়ক’।
নানান খবর

নানান খবর

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের কোচ

পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন স্টুয়ার্ট

'ওদের ভয় পাওয়া উচিত, আমরা মোহনবাগান,' জামশেদপুর যাওয়ার আগে হুঙ্কার মোলিনার

রাসেল কি তবে অবসর নিচ্ছেন! ক্যারিবিয়ান তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট জন্ম দিল নতুন জল্পনার

কথা বলছে না রোহিতের ব্যাট, নাইটদের ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ আলোচনায় হিটম্যান, ভিডিও ভাইরাল