সোমবার ১৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

পড়াশোনা | জয়েন্ট এন্ট্রান্স ছাড়াই এবার বি.টেক ইঞ্জিনিয়র হওয়ার সুযোগ! জেনে নিন কোথায় পড়ানো হচ্ছে

RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: যদি কোনও পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন-এ ভালো র‍্যাঙ্ক না পান অথবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে থাকেন তাহলেও বি.টেক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ মিলবে। দেশের শীর্ষ ৫টি কলেজ জেনে নিন যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই বি.টেক কোর্স পড়াচ্ছে।

বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (BITS)
বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (BITS) পিলানি, বি.টেক কোর্সে ভর্তির জন্য BITSAT (বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যাডমিশন টেস্ট) নিয়ে থাকে। BITS পিলানি-  কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে বি.টেক কোর্স পড়ায় সুযোগ করে দিচ্ছে। এখানে প্লেসমেন্ট খুবই ভালো। কলেজে পড়ার বার্ষিক ফি প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।

মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)
এই কলেজটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট (MHT CET)-এর মাধ্যমে বি.টেক কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে। কিছু কোটার অধীনে সরাসরি ভর্তিও সুযোগ আছে। এখানে বার্ষিক ফি প্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকা।

ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)
ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি বি.টেক কোর্সে ভর্তির জন্য ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা (VITEEE) নিয়ে থাকে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে বি.টেক কোর্স করা যেতে পারে। এখানে বার্ষিক ফি প্রায় ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।

এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SRMU)
আপনি SRMJEEE প্রবেশিকা দিয়েও বি.টেক-তে ভর্তি হতে পারেন। এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পরীক্ষা পরিচালনা করে এবং মেধার ভিত্তিতে ভর্তি নেয়। এখানে প্লেসমেন্ট খুবই ভালো। এখানে বার্ষিক ফি প্রায় ২.৫ থেকে ৪ লক্ষ টাকা।

মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)
এই কলেজটি কর্নাটকে অবস্থিত। এখানে মণিপাল এন্ট্রান্স টেস্ট (MET)-এর মাধ্যমে বি.টেক কোর্সে ভর্তি হওয়া যায়। এখানকার প্লেসমেন্ট খুবই ভালো। এখানে বার্ষিক ফি প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।


jeeexamjeeexambtechengineerbtechengineerwithoutjee

নানান খবর

নানান খবর


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া