শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১২ ডিসেম্বর ২০২৩ ১৩ : ১৩Kaushik Roy
সমীর ধর,আগরতলা : মন্দির-মসজিদ বিতর্ক এবার ত্রিপুরায়। দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী চন্দ্রপুরে একটি উঁচু পাহাড়ি টিলায় বাবরি মসজিদের আদলে নির্মিত তিনশো বছরের পুরনো ডিমাতলি মসজিদকে হঠাৎ "জগন্নাথ মন্দির" বলে দাবি তুলেছেন একদল হিন্দুত্ববাদী। পুলিশ বসিয়ে সেখানে নমাজ পরা বন্ধ করার অভিযোগ উঠেছে খোদ বিজেপি সরকারের বিরুদ্ধে। বিতর্কে জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র নামও।
১০ ডিসেম্বর সেই মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সরকারি পর্যটন ও সংকল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই মসজিদের ছবির ওপর "জগন্নাথ মন্দির" লিখে স্থানীয় বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ নেতারা তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীও সহাস্যে সেটি গ্রহণ করেন। এই প্রসঙ্গে মঙ্গলবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরি এক সাংবাদিক সম্মেলনে বলেন, গোটা রাজ্যের ধর্মপ্রাণ মুসলমানরা মনে গভীর আঘাত পেয়েছেন এই ঘটনায়। মুখ্যমন্ত্রী হয়তো জানতেন না তাঁর হাতে কী উপহার তুলে দেওয়া হচ্ছে। জানার পর তাঁর উচিত ক্ষমা প্রার্থনা করে ধর্মীয় সংখ্যালঘুদের মনের ক্ষত দূর করা।
প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের ঠিক এক বছরের মাথায় ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর স্থানীয় বিধায়ক সুধন দাসের উদ্যোগে এই মসজিদের সামনে সরকারি আয়োজনে "সংহতি মেলা" শুরু হয়। আগের বছর গভীর জঙ্গলাকীর্ণ টিলায় বাবরি আকৃতির এই মসজিদটির খোঁজ পেয়ে দেখে আসেন সুধন। ২০১৭ সাল অবধি প্রতি বছরের এই সংহতি মেলা ত্রিপুরার এক বিশেষ পার্বণে পরিণত হয়। ২৫ বছর ধরে ভারত-বাংলাদেশ সমেত উপমহাদেশের বহু স্বনামখ্যাত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সঙ্গীতশিল্পী এই মেলা ও তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রাস্তাঘাট বাজার হাট বসেছে। বিদ্যুৎ পৌঁছেছে। সব ধর্মের মানুষের মিলন মেলায় স্থানীয় মুসলিমদের নমাজের সঙ্গে হিমালয় থেকে আসা সন্ন্যাসীরাও একসঙ্গে বসে মানবকল্যাণের প্রার্থনা করেছেন। রাতে মসজিদের সামনে দাঁড়িয়ে পাশের বাংলাদেশের বিশ্ব রোডে যান চলাচলের মনোরম দৃশ্য দেখেছেন পর্যটকরা।
সেই সুধন দাসও এদিন হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে। জানালেন, ২০১৮ থেকে নতুন সরকার সংহতি মেলার বদলে এখানে পর্যটন মেলা করছে। ৬ ডিসেম্বর-এর বদলে ১০ ডিসেম্বর থেকে। তাঁর কথায়, "এতে কারও আপত্তি নেই। কিন্তু এবছর আরএসএস-বিজেপির উদ্যোগে প্রথমে নমাজ পড়তে বাধা দেওয়া, তারপর পুলিশ বসিয়ে নমাজিদের মসজিদে ঢুকতে বাধা দেওয়া এবং মসজিদের অভ্যন্তরের একটি সমাধির ছবিকে "পুরনো জগন্নাথ মন্দির" বলে বাঁধিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পেছনে রয়েছে ত্রিপুরার মানুষের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের গভীর ষড়যন্ত্র।"
নানান খবর
নানান খবর

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও