শুক্রবার ১১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ঢুকছে বহিরাগত ভাড়াটে খুনিরা! নৈহাটির তৃণমূল কর্মী খুনের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৪

Riya Patra | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ২৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে আরও দু'জনকে পুলিশ গ্রেপ্তার করল। ভিনরাজ্য থেকে পরপর চার জন গ্রেপ্তারের পর তৃণমূল বিধায়কের অভিযোগে সিলমোহর পড়ল! গত শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে থেঁতলে খুন করে। ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক সনৎ দে বহিরাগত ভাড়াটে খুনিদের দিকে অভিযোগের আঙুল তোলেন। তৃণমূল বিজেপি রাজনৈতিক কাজিয়া চরমে ওঠে। ঘটনায় জড়িত অভিযোগে অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল উত্তরপ্রদেশ থেকে মোট চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। 

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি বিকালে নৈহাটির গৌরীপুর এলাকায়  তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হয়েছেন। দুষ্কৃতীরা তাঁকে ইট দিয়ে থাকলে খুন করেছে বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় বিজেপি কর্মী রাজেশ সাউয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নতুন দায়িত্ব দেওয়া হয়  অজয় ঠাকুরকে। ঘটনার পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়, সন্তোষ খুনে জড়িত রয়েছে বিজেপি কর্মী রাজেশ সাউ ও তার দলবল। আবার বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল, খুনের ঘটনার পর তাঁদের দলের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নৈহাটিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক ও তার পাল্টা জবাব দিয়েছেন। 

শাসক ও বিরোধীর অব্যাহত তরজার মধ্যেই পুলিশ প্রথমে অক্ষয় গণ নামে একজনকে গ্রেপ্তার করে। তারপর উত্তরপ্রদেশ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল সন্তোষ খুনের জড়িত রঞ্জিত সাউকে গ্রেপ্তার করে। তাদের দু'জনকে জেরা করে পুলিশ মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছেলে আকাশ ও উপেন তাঁতিকে গ্রেপ্তার করে। 

ধৃতদের সেখানকার বালিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বিচারক তাদের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার ধৃতদের ব্যারাকপুরে আনা হয়। দুপুরে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। সব মিলিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা রয়েছে।


policearrest

নানান খবর

নানান খবর

তরমুজের বস্তায় এসব কী? উড়িষ্যার দিকে থেকে আসা লরিতে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ!

একসঙ্গে উদ্ধার ৪১টি সাপ, মেমারির ঘটনায় চাঞ্চল্য

চা-বাগান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জঙ্গলে, হঠাৎ খাঁচাতেই মৃত্যু চিতার, বিরলতম ঘটনার সাক্ষী মালবাজার

সিগন্যালিং ব্যবস্থায় গোলমাল, শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে বিভ্রাট

ভদ্রেশ্বরে সবজির ক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ২ টি ইঞ্জিন

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড 

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া