মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে শুরু হল IncubES 2025, জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলন

AD | ১০ এপ্রিল ২০২৫ ১৮ : ০৮Abhijit Das


আজকাল ওয়েবেডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের উদ্যোগে আয়োজিত IncubES 2025– জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলনের উদ্বোধন হল বৃহস্পতিবার। টেকনো ইন্ডিয়া গ্রুপ (TIG)-এর উদ্যোগে আয়োজিত তিনদিনের এই সম্মেলন নতুন উদ্যোগ, বিনিয়োগ এবং শিল্প-শিক্ষা সহযোগিতার মেলবন্ধনের এক অসাধারণ মঞ্চ।

IncubES 2025-এ উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। যা ভারতের ব্যবসায়িক পরিমণ্ডলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্য থেকেও উদ্যোগপতিদের ব্যাপক অংশগ্রহণ এই সম্মেলনের জাতীয় গুরুত্বকে তুলে ধরেছে। উদ্যোক্তাদের জন্য তাঁদের ব্যবসায়িক মডেল উপস্থাপন করে বিনিয়োগের সুযোগ পাওয়ার এই মঞ্চটি তৈরি করে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন একটি পথপ্রদর্শক ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গের কোনও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের তরফে এমন উদ্যোগের মধ্যে এটি প্রথম সারির একটি।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর এমডি ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী, নিজে উপস্থিত থাকতে না পারলেও, একটি বিশেষ বার্তায় তিনি বলেন, “IncubES 2025 একটি দূরদর্শী উদ্যোগ যা সহানুভূতিশীল নেতৃত্ব, টেকসই ব্যবসা, অন্তর্ভুক্তিকরণ এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে আসে। এই মঞ্চে নতুন ধারণাগুলি বাস্তব রূপ নিতে পারে। এটিই এর সবচেয়ে বড় সাফল্য।”

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও ড. শঙ্কু বোস তাঁর বক্তব্যে টেকনো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্ভাবনের সম্ভাবনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবনী প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন।

TINT-এর অধ্যক্ষ ড. অয়ন চক্রবর্তী টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের উদ্ভাবনী ও ব্যবসায়িক পরিকাঠামো সম্পর্কে আলোকপাত করেন এবং IncubES-কে প্রতিষ্ঠানের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে ঘোষণা করেন।

আইআইটি খড়গপুর-এর অধ্যাপক ও TIG-র I&E কার্যক্রমের প্রধান পরামর্শদাতা ড. সিদ্ধার্থ দাস IncubES-এর ভূয়সী প্রশংসা করে বলেন, “ভারতের স্টার্টআপ পরিবেশ আজ নতুনদের জন্য অশেষ সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে। প্রয়োজন শুধু অধ্যাবসায় আর সঠিক দিকনির্দেশ।”

প্রাক্তন বিমানবাহিনী প্রধান ও অসম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্রত) অরূপ রাহা নিজের অভিজ্ঞতা থেকে উদ্যোক্তা হওয়ার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা অতিক্রমের উপায় নিয়ে বক্তব্য রাখেন এবং TINT-এর এই প্রয়াসের প্রশংসা করেন।

বামাল লোরির এম.ডি. ও IncubES 2025-এর প্রধান পৃষ্ঠপোষক শ্রী অধিপনাথ পালচৌধুরী তাঁর বক্তব্যে পরিবেশ-বান্ধব ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির তাৎপর্য ব্যাখ্যা করেন।

উদ্বোধনী পর্বের শেষে TINT-এর Business Incubation Officer অধ্যাপিকা ঈপ্সিতা ঘটক এই জাতীয় স্তরের সম্মেলনের সফল আয়োজনের জন্য তাঁর টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পপতি, শিক্ষাবিদ ও কর্পোরেট প্রতিনিধিদের উপস্থিতি এই মঞ্চকে আরও সমৃদ্ধ করে তোলে।


IncubES 2025TIGTechno International New TownTINT

নানান খবর

নানান খবর

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

গ্যাগরিনের মহাকাশ যাত্রার স্মরণে কলকাতায় কসমোনটিক্স ডে উদযাপন, রাশিয়ান কনসুলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

সমাধানের জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ, আলোচনা থেকে বেরিয়ে জানালেন ব্রাত্য

'আমাদের অফিসারকে ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে', কসবা ঘটনা নিয়ে কমিশনার মনোজ ভার্মা

খোলা আকাশের নিচে সেলুলয়েড: নাকতলার ওপেন এয়ার সিনেমা উৎসবের এক ব্যতিক্রমী গল্প

কসবায় শিক্ষকদের আন্দোলনে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ! 

মাত্র ১০ মিনিটের আনন্দ, অবশেষ পরিণতি মৃত্যু! কতটা সতর্ক জনগণ, কী বলছেন বিশেষজ্ঞরা

একদিনে মিছিল একাধিক, হয়রান সাধারণ মানুষ, কোথায় পরিস্থিতি কেমন? সোশ্যাল মিডিয়ায় আপডেট ট্রাফিক পুলিশের

মহাবীর জয়ন্তীতে ১০ এপ্রিল রাজ্যে সরকারি ছুটি, বিশ্ব নবকার মহামন্ত্র দিবসের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার আট জন

সোশ্যাল মিডিয়া