রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ছুটির দিন হওয়ায় শনিবার সকাল থেকেই প্রবল ভিড় ছিল কলকাতা বইমেলায়। তার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বইমেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন স্টলে। একদিকে যেমন বইপ্রকাশ, তেমনই বিভিন্ন সিনেমার প্রমোশনে বইমেলায় এসেছিলেন অভিনেতা অভিনেত্রীরাও। শনিবার সারাদিনে কী কী হল কলকাতা বইমেলায়? এই প্রতিবেদনে রইল তারই খুঁটিনাটি।
আজকালের বই প্রকাশ:
আজকাল প্রকাশনার তরফে এদিন এসবিআই অডিটোরিয়ামে প্রকাশ করা হল ৪০টি বই। ছিলেন সাহিত্য জগতের একঝাঁক তারকা। বই প্রকাশ অনুষ্ঠানে অডিটোরিয়াম ছিল ফুল হাউস। সত্যম রায়চৌধুরী জানালেন, 'এই বছর বইমেলা থেকে ৪০টি বই প্রকাশ হচ্ছে। যাঁরা লিখেছেন সবাইকে মঞ্চে ডাকা যায়নি। আজকালের বই মানেই মানুষের কাছে একটা প্রত্যাশা।
তারা ঢাকা মেঘ-এর আনুষ্ঠানিক উদ্বোধন:
গত ৩০ জানুয়ারি, বইমেলায় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার পারমিতা মুন্সীর চতুর্থ কবিতার বই, "ধানসিড়ি" প্রকাশন থেকে প্রকাশিত "তারা ঢাকা মেঘ" - এর আনুষ্ঠানিক প্রকাশ হল বইমেলায়। প্রকাশ করলেন বরেণ্য কবি সুবোধ সরকার, চলচ্চিত্র পরিচালক অভিজিৎ গুহ, অভিনেতা রণজয় বিষ্ণু, ধানসিঁড়ি প্রকাশনার কর্ণধার শুভ বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের সব কবিতাই আসলে প্রেমের কবিতা। ভালোবাসার কবিতা। প্রসঙ্গত, "তারা ঢাকা মেঘ" বইটি পারমিতা মুন্সি উৎসর্গ করেছেন, শ্রী কবীর সুমনকে।
বইমেলায় ব্যারেটো:
এই বছর কলকাতা বইমেলায় প্রথমবার স্টল দিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। উদ্বোধন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সেখানেই দেখা মিলল মোহনবাগানে খেলে যাওয়া তারকা ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটোর। তারকা ফুটবলারকে দেখতে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায় স্টলে। ছবি তুলতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। ব্যারেটোও হাসিমুখে সকলের সেলফির আবদার মেটান।
প্রকাশিত হল জু ঠ ন:
শনিবার কলকাতা বইমেলায় দে'জ পাবলিশিংয়ের হাত ধরে প্রকাশিত হল জু ঠ ন এক দলিতের আত্মকথা। ওমপ্রকাশ বাল্মীকির লেখা এই বইটি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য। এর আগে জু ঠ ন বইটি ইংরেজি, সুইডিশ, তামিল, মালায়লম, কন্নড়, তেলেগু ভাষাতেও অনুবাদ করা হয়েছে।