বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। দিল্লির এইমস থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকব। তাই আলিপুরদুয়ারে ফিরছি। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। চা বাগান-সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন।’
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান জন বার্লা। সেই আমন্ত্রণে সারা দিয়ে সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে নিজেই জানিয়েছেন তিনি।
তবে দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওইদিন যোগদান হবে না। একটু সময় লাগবে। মাসখানেকের মতো। কারণ শুধু আমি একা যোগদান করলে তো হবে না। আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’
কী কারণে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন ? ক্ষোভের সঙ্গে বার্লা উত্তর দেন, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ? আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। এর ফলে আমাদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।’ তবে বার্লার যোগদান নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই ক্ষুব্ধ হয়েছিলেন জন বার্লা। তাঁকে বাদ দিয়ে আসনটি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায় বিজেপির। তারপরই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বার্লা'র সঙ্গে বিজেপির ফাটল আরও চওড়া হয়ে যায় বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।
#John Barla#BJP#TMC#MamataBanerjee
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে ...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...