বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

Pallabi Ghosh | ২১ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের খাদ্যসামগ্রী মজুত রাখার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় জুস, বিস্কুট সহ নানা ধরনের খাদ্যসামগ্রী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায়। ঘটনার সময় গোডাউনের শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ওই আগুন দেখতে পান। খবর পেয়ে মেখলিগঞ্জ থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর ওই আগুন নেভান দমকলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, বিডিও অরিন্দম মণ্ডল। 

 

জানা গিয়েছে, ওই গুদাম ঘরে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ফলের জুস মজুত থাকত। আগুনের লেলিহান শিখা প্রায় অনেকটাই গ্রাস করে ফেলে গুদামটিকে। মেখলিগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ঠান্ডা হাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়েছিল। আশপাশে আরও একাধিক গুদাম রয়েছে। ফলে সেসব জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা যায়। দীর্ঘ সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ওই স্থলবন্দর এলাকায় তেমন লোকজন ছিল না। এলাকায় পোড়া গন্ধ ছড়াতে থাকে। পরে লোকজন সেখানে গিয়ে দেখতে পান ওই স্থলবন্দরের একটি গুদামে আগুন লেগেছে। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে ওই গুদামে। উপস্থিত লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু সেই আগুন আয়ত্ত্বে আসার বদলে আরও বাড়তে থাকে। পরে মেখলিগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন এসে সেই আগুন নেভায়। 

 

এদিন বিডিও অরিন্দম মণ্ডল জানান, 'আমরা খবর পাওয়ার পরেই সেখানে ছুটে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা কারণ খতিয়ে দেখা হচ্ছে।' এদিকে এবিষয়ে গোডাউনের কর্তৃপক্ষের পক্ষ থেকে সঞ্জয় চৌরাশিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। হিসেব নিকেশ করে তা পরে জানানো হবে। 

 

উল্লেখ্য, কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের স্থলপথে আমদানি-রপ্তানি ক্ষেত্রে বহু জিনিসপত্র গুদামে রাখা হয়। শর্টসার্কিট থেকে আগুন লাগল নাকি অন্য কোনও কারণ, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


#Coochbehar# Accident#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

ভারতীয় ক্রিকেটের নতুন ধোনির খোঁজে তাঁর প্রশিক্ষক, একেবারে ছোটদের খেলা শেখাতে চান তিনি ...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...

বর্ধমান বইমেলায় শেষ দিনে জমজমাট সোনার বাংলা স্টল, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্বরা...

মালদহ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেজে উঠেছে মহানন্দা ভবন...

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার আরও এক পেশাদার খুনি...

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...



সোশ্যাল মিডিয়া



01 25