আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ সামির  প্রত্যাবর্তন দীর্ঘ হল। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সামিকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজানো হল। টসের সময়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, সামিকে রাখা হয়নি দলে। 

কিন্তু কেন? প্রথম একাদশে সামিকে না দেখে ধারাভাষ্যকাররা প্রশ্ন তোলেন, কী কারণে সামিকে নেওয়া হল না? 

ধারাভাষ্যকাররা বললেন, এই প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র সূর্যকুমার যাদব। 

 

?ref_src=twsrc%5Etfw">January 22, 2025

দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''সামি খেলছে না। আজকের জন্য হয়তো একশো শতাংশ ফিট নয়। অর্শদীপের মতো একজন ফ্রন্টলাইন বোলারকে সামনে রেখেই দল তৈরি করা হয়েছে। হার্দিক আর নীতীশ অন্য দুই পেস বিকল্প।'' 

আকাশ চোপড়া বলছেন, সামি পুরোদস্তুর ফিট নন। কিন্তু টসের আগে দেখা যায় সামি দৌড়ে বল করছেন। নিজের বোলিংয়ের ফুটমার্ক ঠিক করছেন। যেখানে সামি, সেখানেই তাঁকে অনুসরণ করছে ক্যামেরা। কিন্তু টসের সময়ই কলকাতার মন ভেঙে গেল। 
আকাশ চোপড়াই হয়তো ঠিক। পুরোদস্তুর ফিট না হওয়ায় সামিকে রাখা হল না প্রথম একাদশে। ঘরের মাঠে ফেরা হল না। দীর্ঘ হল প্রতীক্ষা।