রবিবার ০৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৩ ১৭ : ০৩
শুক্রবারের বিকেল। শিশির মঞ্চে সৌরভ শুক্লার ‘মাস্টার ক্লাস’। ৪টেয় অনুষ্ঠান শুরু। দুপুর আড়াইটে থেকে সভাগৃহ ছাড়িয়ে রাস্তায় লাইন! এভাবেই ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমে গিয়েছে। সভাগৃহে তিল ধারণের জায়গা নেই। নির্দিষ্ট সময়ে প্রবীণ পরিচালক-অভিনেতা আসতেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানাল গোটা সভাগৃহ। উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী তাঁকে বিশেষ সম্মাননা জানান। তারপরেই সূত্রধর অরিন্দম শীল একের পর এক প্রশ্ন রাখেন অভিনেতার কাছে। সেখানেই এক প্রশ্নের উত্তরে তাঁর সপাট জবাব, ‘‘দর্শকই তো চড়া সুরের অভিনয়, চড়া সুরে বাঁধা ছবি মাথায় তুলছেন!’’
সৌরভ কি সদ্যমুক্তি পাওয়া ৫০০ কোটির ক্লাবে পা রাখা ছবি ‘অ্যানিমেল’কেই বিঁধলেন?
সৌরভ বুদ্ধিমান। তিনি বিষয়টি নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন। চড়া সুরে অভিনয় কতটা গ্রহণযোগ্য—এই প্রসঙ্গেই তিনি কথাটি বলেছিলেন। দর্শকদের বোঝার সুবিধের কারণে তিনি অভিনয় করেও দেখান। জানান, এক অভিনেতা শুরু থেকে তার সপ্তকে গলা তুললে অন্যজনও তাইই করতে বাধ্য। এতে গলার স্বর কাঁপতে থাকে, কানে বেঁধে। অভিনেতার গলার শিরা ফুটে বেরোয়। তিনিও পরিশ্রান্ত হয়ে পড়েন। অভিনয়ের সেখানেই ইতি। তবুও এই ধরনের অভিনয় এখনও চলছে বিনোদন দুনিয়ায়। কারণ, এই ধরনের অভিনয়ের ব্যবসায়িক সাফল্য বেশি। আর প্রযোজকও দিনের শেষে সেটাই দেখেন।
আর কী বললেন অভিনেতা? অভিনেতাদের সংলাপ বলা নিয়ে মজার একটি বিষয় তুলে ধরলেন। অনেকেই সংলাপ হুবহু মুখস্থ করতে পারেন না। বদলে অর্থ এক রেখে অনেক সময় শব্দ নিজের মতো করে বলেন। এই নিয়ে পরিচালকের সঙ্গে প্রায়ই অভিনেতাদের বিরোধ বাঁধে। অভিনেতার যুক্তি, ‘‘একজন অভিনেতার সংলাপ বলার উপরে কথার অর্থ নির্ভর করে। শব্দ বদলালে অর্থ বদলায় না। তাই এই স্বাধীনতাটুকু অভিনেতা পেতেই পারেন।’’ দ্রুত সংলাপ মুখস্থের ক্ষেত্রে তাঁর পরামর্শ, পুরোটা বুঝে নিয়ে নিজের মতো করে উপস্থাপন করলে অভিনয় এবং সংলাপ বলা অনেক সহজ হয়।
অরিন্দমের প্রশ্ন ছিল, এই প্রজন্ম অভিনয়ে আগ্রহী। পরিচালকদের দরজার বাইরে তাই লম্বা লাইন। সবার একটাই বক্তব্য, তাঁরা অভিনয় পারেন। ছবিতে বা ধারাবাহিক কিংবা সিরিজে কাজ করতে চান। অনেকেরই প্রতিভা আছে। অনেকের নায়কোচিত চেহারা। আবার অনেকেই সাদামাঠা। তবু তাঁরা স্বপ্ন দেখেন। এঁদের জন্য কী পরামর্শ সৌরভের? অভিনেতার যুক্তি, ‘‘আমার বিশ্বাস, প্রত্যেকে অভিনয় পারেন। তার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে অভ্যাসের প্রয়োজন নেই। আমি পারি, এই বিশ্বাস থাকা বেশি জরুরি। সেটা যদি পরিচালককে দেখাতে পারেন তা হলেই তিনি সুযোগ পাবেন। তাঁর মুখচোখে ছড়িয়ে পড়া আত্মবিশ্বাস পরিচালককে ভরসা জোগাবে।’’ সৌরভ তাঁর অভিনয় জীবনে মাত্র একবার এই কথাটি বলেছিলেন শ্যাম বেনেগালকে। আর কাউকে তাঁর বলার প্রয়োজন পড়েনি। কারণ, তিনি জানেন তিনি কতটা পারেন। আলোচনার শুরুতে তিনিও এও জানান, একজন অভিনেতাকে সব মাধ্যমে অভিনয় করতে জানতে হবে। পাশাপাশি, ছবি তৈরির যাবতীয় কাজ। তবেই একজন অভিনেতা পরিপূর্ণ হয়ে উঠবেন। হলিউডে এভাবেই প্রত্যেকে কাজ করেন। তাই স্পিলবার্গ নিজের জন্য চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। শুধু একটি মাধ্যমে অভিনয় করতে পারলে তাঁকে সম্পূর্ণ অভিনেতা বলা যায় না। এই জায়গা থেকেই সৌরভ মঞ্চ থেকে ওটিটি— সর্বত্র অনায়াস। আবার পরিচালনা, চিত্রনাট্য, সংলাপ, গান লেখা থেকে শুরু করে তাতে সুর দেওয়ার কাজটিও নিখুঁত ভাবে করতে পারেন।
ছবি: বিপ্লব মৈত্র
নানান খবর

নানান খবর

‘কনী অ্যান্ড কিয়া’—মায়ের স্মৃতিকে ছুঁয়ে, মেয়ের হাত ধরে কনীনিকার নতুন পথচলা

শেষবারের মতো মায়ের হাত ছাড়লেন জ্যাকলিন, প্রয়াত অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ

'আর্য'কে বিয়ে করার স্বপ্ন ভেঙে গেল 'অপু'র, গল্পের নতুন মোড়ে কোন ঝড় তুলতে আসছে 'মিসেস সিংহ রায়'?

'তুমি চিরকাল হৃদয়ে থাকবে..,' সুচিত্রা সেনের জন্মদিনে আবেগপ্রবণ রাইমা, অদেখা ছবি ভাগ করে আর কী লিখলেন?

শ্বশুরবাড়িতে মহাবিপাকে 'শোলক', কীভাবে নতুন বউকে বাঁচাবে সার্থক? তুলকালাম কাণ্ড শুটিং ফ্লোরে

বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

ছবি বিকৃত করে অশালীন মন্তব্য! কোর্টের দ্বারস্থ জিনিয়া সেন, দেব 'ভক্ত'দের বিরুদ্ধে করলেন কড়া পদক্ষেপ

জটিল প্রেমের অঙ্কে নাজেহাল সোহম-রূপসা! কীভাবে হবে সমাধান? আসছে কোন ছবি?

দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র