রবিবার ১৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৯ জানুয়ারী ২০২৫ ১২ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর খুব তাড়াতাড়ি ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে তিনি তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন। ভারতের পাশাপাশি ট্রাম্প নাকি চিন সফরেও যেতে আগ্রহী। আমেরিকার এক আর্থিক দৈনিকে প্রকাশিত প্রতিবেন অনুসারে এই খবর মিলেছে।
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর গত ডিসেম্বরে বড়দিনের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ওয়াশিংটনে গিয়েছিলেন। সেই সময়ই প্রেসিডেন্ট্রের ভারত সপৎ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে উপস্থিত থাকবেন জয়শংকর। প্রতিবেদন অনুযায়ী, আগামী এপ্রিলেই ভারত সফরে আসতে পারেন ডোনাল্ট ট্রাম্প। এই সফরে তাঁর সঙ্গে থাকার কথা স্ত্রী মেলানিয়া এবং পুত্র ব্যারনের। আর কোনও কারণে এপ্রিলে ভারত সফরে না এলে চলতি বছরের শেষের দিকে শীতকালে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ দিকে প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, এই বসন্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাইজে আমন্ত্রণ জানাতে পারে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প ও মোদীর সম্পর্ক বরাবরই সুমধুর। উভয় নেতাই পরস্পরকে 'বন্ধু' বলে সম্বোধন করে থাকেন। এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে 'হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মোদিও স্লোগান তুলেছিলেন, 'আব কি বার ট্রাম্প সরকার'। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় ট্রাম্পের মুখেও মোদির স্তুতি শোনা গিয়েছিল। বলেছিলেন, 'মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। ওনাকে আপাতভাবে দেখলে মনে হবে খুবই ভালো মানুষ। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।'
প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদি না থাকলেও তাঁর প্রতিনিধি হয়ে হাজির থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। যদিও ভোটে জেতার পরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। সেই ব্যক্তিগত সম্পর্কের রসায়ণ দুই দেশে সুসম্পর্ক আরও মজবুতে অনুঘটকের কাজ করবে বলেই মত বিশেষজ্ঞদের।
এদিকে প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর চিন শপরেও আগ্রহী ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় চিনের ওপর শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। নিজের প্রথম কার্যকালে চিনকে বিভিন্ন ইস্যুতে আক্রমণকরেছিলেন তিনি। কোভিডকে 'চি ভাইরাস' নামে দেগে দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প চিনের সঙ্গে সুসম্পর্ক গডে তুলতে আগ্রহী বলেই মনে করা হচ্ছে।
চিনের তরফ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন সেই দেশের উপরাষ্ট্রপতি হান ঝেং। একদিন আগেই অবশ্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে ট্রাম্পের কথা হয়েছিল। সেই ফোনালাপেই জিপিংকে ব্যক্তিগত ভাবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে জিনপিং বিদেশি কোনও রাষ্ট্রনায়কের শপথ অনুষ্ঠানে যোগ দেন না বলে ট্রাম্পে জানিয়েছিলেন। যদিও তাঁদের কথাবার্তা 'যথেষ্ট ইতিবাচক' ছিল বলেই দাবি করেছিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ও চিন একসঙ্গে অনেক সমস্যার সমাধান করবে বলেই আশাপ্রকাশ করে ছিলেন ট্রাম্প।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মহাকুম্ভে বিধ্বংসী আগুন! দাউ দাউ করে পুড়ছে সাধুদের তাঁবু...
ভারতকেই নিরাপদ হিসাবে বেছে নিল ট্যারান্টুলারা, কী রয়েছে এখানকার মাটিতে, জানলে অবাক হবেন ...
বিরোধীদের বার্তা মোদির, নির্বাচন কমিশনের প্রশংসায় প্রধানমন্ত্রী ...
জীবনভর ঠাঁই, মায়াপুর ইসকনের দুই হাতির দায়িত্ব নিল অনন্ত আম্বানির ভানতারা...
পরপর ১৮ জনকে খুন, তিহাড় জেলের পাশে ফেলে দিতে লাশের টুকরো, ফের গ্রেপ্তার 'দিল্লির কসাই' ...
স্কুলে দোলনা থেকে ছিটকে পড়ল মাটিতে, চতুর্থ শ্রেণির পড়ুয়ার মর্মান্তিক পরিণতি ...
ড্রেনের পাশে জড়ো শকুনের দল, খুঁটে খাচ্ছিল কন্যা ভ্রূণ, গুজরাটে কিশোরীর কীর্তিতে হতবাক পুলিশ ...
ভারত সীমান্ত লাগোয়া অংশে বাঁধ নির্মাণ বাংলাদেশের, প্রবল উদ্বেগ ত্রিপুরায়, বন্যার আশঙ্কা...
পাল্টা চাল কংগ্রেসের, দিল্লিতে আপের সঙ্গে জোট না হওয়ার দায় ঠেললো কেজরিওয়ালের দিকেই ...
টেম্পো, মিনিভ্যান ও বাসে সজোরে সংঘর্ষ, চালকের ভুলে পিষে মৃত্যু ৯ জনের ...
গুড় ছাড়া চা কেন! ফুড ডেলিভারি কোম্পানির জবাব শুনে অবাক হবেন আপনিও...
মাথায় ফলেছে শস্য! কুম্ভে এবার নজর কাড়ছে 'আনাজ ওয়ালে বাবা' ...
মাথায় ফলেছে শস্য! কুম্ভে এবার নজর কাড়ছে 'আনাজ ওয়ালে বাবা' ...
লন্ডন থেকে আমদানি, জড়িয়ে গিয়েছে ভারতীয় পাহাড়ের ঐতিহ্যে, আপনার জানা আছে কি...
এও সম্ভব? নিজের মেয়ে-সহ নাবালিকাদের পতিতাবৃত্তি ও অন্তরঙ্গ ভিডিও করতে বাধ্য করায় গ্রেপ্তার দম্পতি ...