শনিবার ১৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | গোল মিসের খেসারত, জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুরে আটকে গেল মোহনবাগান

Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ২১ : ৫২Sampurna Chakraborty


মোহনবাগান - ১ (শুভাশিস) 

জামশেদপুর - ১ (এজে)

আজকাল ওয়েবডেস্ক: জয়ের হ্যাটট্রিকের পর আটকে গেল হোসে মোলিনার দল। শুক্রবার টাটার শহরে জামশেদপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করল মোহনবাগান। গুরুত্বপূর্ণ দু'পয়েন্ট মাঠে ফেলে এল সবুজ মেরুন ব্রিগেড। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট বাগানের। ড্রয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর। এক ম্যাচ কম খেলেছে খালেদ জামিলের দল। এদিন দুই অর্ধ বিপরীত। প্রথমার্ধে দুর্দান্ত বাগান। দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। ম্যাচ শেষ করে দিতে পারতেন ম্যাকলারেন, কামিন্স, লিস্টনরা। কিন্তু অসংখ্য গোল মিসের খেসারত দিতে হল। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়টা জামশেদপুরের। খালেদের মগজাস্ত্রে বিরতির পর ছন্দপতন ঘটে বাগানের খেলায়। রক্ষণের ভুলে ম্যাচে সমতা ফেরায় জামশেদপুর। শেষদিকে আবার জ্বলে ওঠে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু অনবদ্য দুটো সেভ করে দলকে এক পয়েন্ট এনে দেন বিপক্ষের কিপার অ্যালবিনো গোমস। ময়দানি মিথ বলে, ডার্বি জয়ের পরের ম্যাচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিন তাই হল। তবে প্রথমার্ধের মিসগুলোর জন্য হাত কামড়াবেন ম্যাকলারেন, লিস্টনরা।‌

একপেশে প্রথমার্ধ। গোল লক্ষ্য করে ১১টি শট মোহনবাগানের। জামশেদপুরের ডেরায় গিয়ে দাপুটে ফুটবল। সবুজ মেরুনের আক্রমনাত্মক ফুটবলে কোণঠাসা হয়ে যায় খালেদ জামিলের দল। তবে প্রতিমার্ধে যে ফুটবল খেলেছিল বাগান, অন্তত তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। সামনে একা জেমি ম্যাকলারেনকে রেখে ৪-২-৩-১ ফরমেশনে শুরু করেন হোসে মোলিনা। জেমি-কামিন্সের যুগলবন্দিতে চাপে পড়ে যায় জামশেদপুরের রক্ষণ। গোল সংখ্যা বাড়া উচিত ছিল। প্রথমার্ধেই ম্যাচটা শেষ করে দিতে পারত মোলিনার দল। জোড়া সুযোগ নষ্ট ম্যাকলারেন এবং লিস্টনের। ম্যাচের দু'মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ। বল ক্লিয়ার করতে পারেনি অ্যালবিনো। তবে ম্যাকলারেন গোলে ঠেলার আগেই বিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ার করে দেয়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই জোড়া সুযোগ নষ্ট। সামনে জামশেদপুরের কিপারকে একা পেয়েও তেকাঠিতে মারতে পারেননি জেমি, লিস্টন। দু'জনেই সময় নেওয়ায় বিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ার করার সুযোগ পেয়ে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। কামিন্সের কর্নার হেড করে নামিয়ে দেন অ্যালড্রেড। জটলার মধ্যে থেকে ব্যাক হিলে গোল শুভাশিস বসুর। দুর্দান্ত ফিনিশ। একেবারে স্ট্রাইকারদের মতো। চলতি আইএসএলে চার নম্বর গোল বাগান অধিনায়কের। সেট পিস থেকে ১৬তম গোল মোহনবাগানের। এবার অ্যাটাকারদের থেকে ডিফেন্ডারদের গোল বেশি। 

মাঝে মিনিট পাঁচেক একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে খালেদের দল। বাকি সময়টা পুরো মোহনবাগানের। প্রথমার্ধে অনবদ্য কামিন্স। নীচে নেমে মাঝমাঠকে সাহায্য করেন। প্রচুর ওয়ার্কলোড নেন। প্রথমার্ধের শেষদিকে ফাঁকা গোল পেয়েও বাইরে মারেন লিস্টন।‌ গতি দিয়ে বেশ কয়েকবার বক্সে ঢুকে পড়লেও ফিনিশিংয়ের অভাব গোয়ার উইঙ্গারের। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাগান। কামিন্সের পাস থেকে ম্যাকলারেনের শট তালুবন্দি করে বিপক্ষের কিপার অ্যালবিনো। অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম ৪৫ মিনিট চ্যাম্পিয়নদের মতোই খেলে মোলিনার দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় কলকাতার প্রধান। কামিন্সের ক্রস থেকে ম্যাকলারানের শট পোস্টে লাগে। এত বড় মাপের প্লেয়ার হওয়া সত্ত্বেও এদিন বেশ কয়েকটা সহজ সুযোগ মিস করেন অজি বিশ্বকাপার।‌ তার কিছুক্ষণ পর লিস্টনের শট ক্রসপিসের ওপর দিয়ে বেরিয়ে যায়। যে সুযোগগুলো পেয়েছিল বাগান, অনেক আগেই ব্যবধান বাড়ানো উচিত ছিল। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হল।

ম্যাচের ৬০ মিনিট ১-১ করে জামশেদপুর। গোল করেন স্টিফেন এজে। সম্পূর্ণ সবুজ মেরুন ফুটবলারদের ভুলে। একক দক্ষতায় প্রাক ৫০ গজ জমি কভার করে বাগানের তিনজনকে কাটিয়ে গোলে রাখেন জামশেদপুরের ডিফেন্ডার। আশ্চর্য বিষয় হল, তাঁকে কোনও ডিফেন্ডার মার্ক করেনি। বা বল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেনি। খালেদ ফরমেশন বদলে ৪-৪-২ এ চলে যাওয়ার ম্যাচে ফেরে জামশেদপুর। কিছুটা চাপে পড়ে যায় বাগান। ম্যাচে সমতা ফেরার পর জাঁকিয়ে বসার চেষ্টা করে মারেরা। গতির বিরুদ্ধে গিয়ে শেষদিকে গোলের দুটো নিশ্চিত সুযোগ পায় মোহনবাগান। কিন্তু পরিবর্ত হিসেবে নামা দিমিত্রি পেত্রাতোস - গ্রেগ স্টুয়ার্ট জুটিও স্কোরলাইন বদলাতে পারেনি। ম্যাচের ৮৬ মিনিটে দিমির শট বাঁচায় অ্যালবিনো। শেষদিকে স্টুয়ার্টের ফ্রিকিক থেকে অ্যালবার্তো রডরিগেজের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। 


#Mohun Bagan#Jamshedpur FC#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের, শিবিরের পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী...

কোর্টে শ্বাসকষ্ট, ইনহেলার নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জকোভিচ ...

বিতর্ক এড়াতে বাদ গম্ভীর, কবে ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? ...

রঞ্জি দলের পর মুম্বই ইন্ডিয়ান্সের নেটে, ফর্মে ফেরার মরিয়া চেষ্টায় রোহিত...

লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...

মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...

ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...

বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...

আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...

রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...

তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...

পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...

ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...

গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25