রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূম জেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে ভুল বুঝিয়ে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়া। এর পাশাপাশি দ্রুত লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ বারাসতের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যক্তিদের নাম অশোক কুমার সিং, গোপাল মন্ডল এবং সাগর গাজী। তিনজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা বারাসাত-দত্তপুকুর থানা এলাকায়।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা চিটফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তারপর সরকারের তরফ থেকে বারবার চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ নিয়ে মানুষকে সাবধান করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কম সময়ে বেশি টাকা উপার্জনের আশায় কিছু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা 'এ সাগর ফিনান্স কোম্পানি' নামে একটি সংস্থা খুলে বসে প্রতারণা চালাচ্ছিলেন। ধৃতেরা মুর্শিদাবাদ ও বীরভূমের প্রত্যন্ত গ্রামে ঘুরে মূলত মহিলাদেরকে ভুল বুঝিয়ে 'এম-পকেট' নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার নাম করে ভুরি ভুরি টাকা আত্মসাৎ করেছেন।
খড়গ্রাম থানার এক আধিকারিক বলেন, ওই সংস্থায় টাকা বিনিয়োগ করে ফেরত না পেয়ে গত ১২ তারিখে এক ব্যক্তি পুলিশে অভিযোগ করেন। এরপরই তদন্তকারীরা জানতে পারেন ওই কোম্পানির এজেন্টরা খড়গ্রাম থানা এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের কাছ থেকে লোন করে দেওয়ার নাম করে বিপুল টাকা আত্মসাৎ করেছে। ওই আধিকারিক জানান, এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করি। ধৃতদের হেফাজত থেকে ওই কোম্পানির প্রচুর 'ভুয়ো' নথি এবং ইলেকট্রনিক ডিভাইস আটক করা হয়।
ধৃত তিনজনকে জেরা করে পুলিশ তারাপীঠ থানা এলাকার একটি হোটেল-সহ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০টি সিমকার্ড, বেশ কিছু ট্রেনের টিকিট, কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, কয়েকটি মোবাইল ফোন, ট্যাব-সহ আরও অনেক নথি। চিটফান্ডের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
#ChitFund#ChitFundScam#Murshidabad#Birbhum
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

নিয়মিত শরীরচর্চা করতেন, কলেজের দৌড় প্রতিযোগিতার পরেই লুটিয়ে পড়লেন তরুণ, মর্মান্তিক পরিণতি ...

ফের এটিএম জালিয়াতি, হেল্পলাইনে ফোন করে টাকার সঙ্গে কার্ডও হারালেন গ্রাহক...

রাজ্য সরকারের উদ্যোগে শিল্পকলা প্রশিক্ষণের অভিনব কর্মশালা চন্দননগরে ...

মাধ্যমিক পরীক্ষায় টুকতে দিতে হবে, দাবি ঘিরে ছাত্র বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের স্কুল...

প্রেমের সপ্তাহে পাহাড়ে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষিতা আসানসোলের তরুণী ...

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার এক ছাত্রী! ঘনীভূত রহস্য ...

বসন্ত উৎসব নিয়ে বড় সিদ্ধান্ত বিশ্বভারতীর, কারা কারা পাবেন প্রবেশের ছাড়পত্র...

ধেয়ে আসছে ডাউন হাওড়া লোকাল, আচমকাই রেললাইনে আটকে গেল বাইকের চাকা, তারপর?...

ভ্যালেন্টাইন্স ডে-ত মাঠেই পড়ে রইল গোলাপ, মুখ ভার কৃষকদের...

শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে ২৪ ঘণ্টাতেই ভোলবদল বিক্ষুদ্ধ ১০ কাউন্সিলরের! তুফানগঞ্জ পুরসভার অপসারিত চেয়ারপার্সনকে পদে ফেরাল ...

শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য...

তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ, ১০ পুর সদস্যকে কলকাতায় তলব রাজ্য নেতৃত্বের...

মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি...

ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের...

নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? ...