সংবাদ সংস্থা মুম্বই: এ যেন হার মানায় হলিউডের সুপার-থ্রিলার ছবিকেও। ফের নতুন মোড় সইফ-হামলা কাণ্ডে। শুক্রবার সকালেই বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মুম্বই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক! শোনা গিয়েছিল, ওই ব্যক্তি-ই সইফ হামলার আততায়ী। এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে সদ্য জানা গেল সন্দেহভাজন যে ব্যক্তিকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছে, তিনি সইফের বাড়ির হামালাকারী নয়! আর একথা জানিয়েছে খোদ পুলিশ! সোজা কথায়, সইফের বাড়িতে হামলা চালানো ওই দুষ্কৃতী এখনও অধরা। ওই সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি গ্রেফতারির কিছু ঝলক ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। দেখা গিয়েছিল বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে তাকে।
গতকাল পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছিল সইফ-হামলার অভিযুক্তর ছবি। ছবিতে দেখা গিয়েছিল অভিযুক্ত দ্রুত নামছে সেই সিঁড়ি দিয়ে। পাট করে আঁচড়ানো চুল, ক্লিন শেভড। তার পরনে কালো রঙের হাফ-হাত শার্টের সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ। নজর টেনেছে অভিযুক্তের পিঠে ঝোলানো একটি বড়সড় ব্যাগপ্যাক। ছবি থেকেই স্পষ্ট ব্যাগপ্যাকটি ফাঁকা নয়, বরং জিনিসপত্রে ঠাসা!
বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা দুষ্কৃতীর। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি।
