আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে ফর্মের ধারেকাছে নেই রোহিত শর্মা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা তাঁর ওপর চাপ বাড়িয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে পছন্দের ফরম্যাটে ছন্দে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক। একদিনের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটে দ্বিশতরান রয়েছে হিটম্যানের। কিন্তু বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত। ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হবে। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইনস্টাগ্রামে নেটে ব্যাট করার একটি ভিডিও পোস্ট করেন রোহিত। মিডল স্ট্যাম্প গার্ড নিতে দেখা যায় তাঁকে। পেসারদের বিরুদ্ধে অনায়াসেই শট খেলতে দেখা যায়। পুরোনো রোহিতের একঝলক দেখা যায়। ভিডিওতে পছন্দের পুল শট মারতেও দেখা যায় রোহিতকে। 

টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন। গতবছর আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন রোহিত। অস্ট্রেলিয়া থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করে দেন। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি, মুম্বই ইন্ডিয়ান্সের নেটেও প্র্যাকটিস করছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে হার্দিক পাণ্ডিয়া সহ অন্যান্য বোলারদের বল করতে দেখা যাচ্ছে। ব্যাট করছেন রোহিত। এই দুটো টুর্নামেন্টের ওপর অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ।