বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

under construction bridge collapsed

রাজ্য | নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে আহত এক, কাজের গতি এবং মান নিয়ে উঠল প্রশ্ন

Rajat Bose | ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৭Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ ভেঙে পড়ল জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সেতুর কংক্রিটের গার্ডরেল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেখানে দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের ব্যস্ততম সময়ে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার। কাজের গতি এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ডানকুনির তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখার্জি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলির ডানকুনি ক্রসিং এলাকায়। গত চার বছর ধরে দুর্গাপুর জাতীয় সড়ককে সিক্স লেন করার কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও পরবর্তী সময়ে ডানকুনি ক্রসিং সংলগ্ন এলাকায় সেই কাজের গতি অনেকটাই শ্লথ হয়ে যায়।

সড়ক সম্প্রসারণের কাজের ক্ষেত্রে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সেতু তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই অনুযায়ী ডানকুনি এলাকায় একটি সেতু তৈরির কাজ চলছিল। মঙ্গলবার ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কে ওপর নির্মীয়মাণ সেতুর গার্ডরেল ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মাণ সেতুর নিচে পর্যবেক্ষণের কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্মাণ কাজ চলার সময় কেউ সেতুর নিচে না এসে পরে সেই বিষয়টি দেখভাল করছিলেন। আচমকা ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছেন নিম্নমানের সামগ্রীতে এই কাজ করা হচ্ছে। তাই ভেঙে পড়েছে। কাজের শুরুতেই যদি এই অবস্থা হয়, পরবর্তী সময়ে কি হবে সেটাই প্রশ্ন।

এই প্রসঙ্গে কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেছেন, বিস্তীর্ণ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে গত ২০২০ সালে। সম্প্রসারণের কাজে একাধিক কোম্পানি কাজ করছে। অন্যান্য কোম্পানি দ্রুততার সঙ্গে তাঁদের কাজ শেষ করেছেন। অথচ যত সমস্যা হচ্ছে ডানকুনিতে। শুরুতে কাজের গতি কিছুটা হলেও ছিল। বর্তমানে খুব ধীর গতিতে কাজ চলছে। ফলে নিত্যদিন যানজট, কিছু না কিছু ঘটনা ঘটছেই। এছাড়া কাজে ব্যবহৃত সামগ্রী নিয়েও প্রশ্ন তুলেছেন সুবীর বাবু। 

ছবি:‌ পার্থ রাহা 

 


Aajkaalonlineunderconstructionbridgecollapsed

নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদে তদন্ত শুরু করল সিট, গ্রেপ্তারি বেড়ে ২৭৪

কঠিন এনডিএ পরীক্ষায় প্রথম স্থান, বোলপুরের ইমনের কৃতিত্বে গর্বিত বাংলা

‘আপাতত স্বস্তি’, চাকরিহারা শিক্ষকদের নিয়ে সুপ্রিম-নির্দেশের পর মুখ খুললেন মমতা

আন্দোলনে ধাক্কা খেয়েছে 'বিড়ি শিল্প', ক্ষতির মুখে শ্রমিকরা

চাকরিহারাদের সাময়িক স্বস্তি, অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা কাজে যেতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া