বুধবার ০১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক মনমোহনের থেকেও অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কদর বেশি। অত্যন্ত সৎ, স্বল্পভাষী, দৃঢচেতা, বুন্ধিমান, কর্তব্যে অবিচল হলেও প্রধানমন্ত্রী মনমোহন সিং বারে বারেই সমালোচনার শিকার হয়েছেন। বিরোধীদের শত নিন্দা সত্ত্বেও ঠিক পথ থেকে সরেননি তিনি। প্রধানমন্ত্রীত্বের সময় তাঁর সেরা মুহূর্ত কোটা? কোন সিদ্ধান্ত সবচেয়ে বড় আক্ষেপের? ২০১৪ সালে প্রধানমনন্ত্রীর কুর্সি ছাড়ার আগে তার জবাব নিজেই দিয়েছিলেন ডঃ মনমোহন সিং।
সেরা মুহূর্ত-
২০০৪ সালে খানিক পড়ে পাওয়া চোদ্দ আনার মতো প্রধানমন্ত্রিত্ব চলে আসে মনমোহনের কাছে। বিরোধী শিবিরে থাকাকালীন যে কাজের গুরুত্ব তিনি অনুধাবন করেছিলেন, সেটাই এবার করে দেখানোর সুযোগ। সময় নষ্ট না করে সবার প্রথম আমেরিকার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করেন তিনি। কাজটা মোটেই সহজ ছিল না। আমেরিকা তখন পাকিস্তানের 'বন্ধু'। আর ভারত বন্ধু রাশিয়া বরাবরই মার্কিন বিরোধী। আমেরিকার সঙ্গে সম্পর্কের দরজা খুলতে চাইলে রাশিয়ার রোষে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু সেসব আশঙ্কা উড়িয়ে ডঃ সিং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
মনমোহন সিং বুঝেছিলেন, আমেরিকার সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি করতে পারলে সেটা যে শুধু ভারতের শক্তি চাহিদাই পূরণ করবে না। একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে তথা পশ্চিমী দুনিয়ার নজরে ভারতের ‘অছ্যুৎ’ তকমাটাও কেটে যাবে। মার্কিন প্রশাসনের সঙ্গে মৈত্রী স্থাপন করতে পারলে এক ধাক্কায় ভূরাজনীতিতে ভারতের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে।
২০০৫ সালের ১৮ জুলাই যৌথ বিবৃতিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং মনমোহন সিং পরমাণু চুক্তির কথা ঘোষণা করেন। যা বাস্তবায়িত হতে সময় লেগে যায় ৩ বছর। ২০০৮ সালের অক্টোবরে তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং মার্কিন বিদেশ সচিব কন্ডোলিজা রাইসের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন হয়। আসলে এই ৩ বছরে অনেক ঝড় সহ্য করতে হয়েছিল ভারতের 'অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার'কে।
এ দিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তচখন প্রবল চাপ, সৌজন্যে বামেরা। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই সেটার বিরোধিতা শুরু করেছিলেন প্রকাশ কারাট-সীতারাম ইয়েচুরি-সহ বাম দলগুলি। ইউপিএ সরকারের প্রধান শরিক ছিল বামেরা। কোনওভাবেই পরমাণু চুক্তি করা যাবে না, এই দাবিতে সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেন কারাটরা। অবধারিতভাবে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ভোটাভুটিতে ঠিঁকে যায় ইউপিএ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পরমাণু চুক্তিকেই নিজের প্রধানমন্ত্রীত্বের সেরা মুহূর্ত বলে মনে করেন ডঃ মনমোহন সিং। বলেন, "অবশ্যই, আমার জন্য সেরা মুহূর্ত ছিল যখন আমরা পারমাণবিক বৈষম্যের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি সাক্ষরে সক্ষম হয়েছিলাম। এই চুক্তি দেশের প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন তরান্বিত যেমন করবে তেমনই বিস্বের কাছে ভারতের মাথা উঁচু হবে।"
সবচেয়ে বড় আক্ষেপ-
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও বেশি কাজ তাঁর সরকার করতে পারত বলে মনে করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। বলেছিলেন, "আমি দুঃখিত। আমি এই বিষয়টি নিয়ে ভাবিনি। তবে অবশ্যই, আমি শিশুদের স্বাস্থ্য এবং মহিলাদের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও অনেক কিছু করতে চেয়েছিলাম। আমরা যে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু করেছি সাফল্য অর্জন করেছে। তবে আরও অনেক কিছু করা দরকার।"
ডাঃ সিং-এর নেতৃত্বাধীন সরকার ২০০৫ সালের এপ্রিলে 'ন্যাশনাল রুরাল হেলথ মিশন' চালু করেছিল। এই প্রকল্পে গ্রামীণ এলাকার মানুষ, বিশেষ করে দরিদ্র, মহিলা এবং শিশুরা সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
পদত্যাগের ইচ্ছে হয়নি?
১০ বছরের প্রধানমন্ত্রীত্বে কখনও কী বিরক্ত হয়ে কুর্সি ছাড়ার কথা ভেবেছিলেন মনমোহন। প্রশ্নের জবাবে ড. সিং বলেছিলেন, "আমি কখনই পদত্যাগ করার কথা ভাবিনি। আমি আমার কাজ উপভোগ করেছি। আমি আমার কাজটি সম্পূর্ণ সততার সঙ্গে, কোন বিবেচনা, ভয় বা পক্ষপাত ছাড়াই করার চেষ্টা করেছি।"
#ManmohanSingh#ManmohanSinghsBestMomentAndBiggestRegretAsPrimeMinister
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পাঁচ মাস পর কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত? ...
বছরের শুরুতে সোনার দামে বড়সড় চমক, কমল ২২ ক্যারাট সোনার দর ...
ইসরোর নতুন বছর কাটবে ব্যস্ততায়, আগামী ছয় মাসে ছ'টি প্রকল্পের ঘোষণা...
'টিউমার' আর নষ্ট করবে না ফসল, মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত গজরাজ...
নিজের জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ করল একাদশ শ্রেণির ছাত্রী, তারপর কী হল ...
সিট কভার ছিঁড়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলছেন যাত্রী! এ কেমন রিলের নেশা? ...
নতুন বছরে এসবিআই ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ দেবে, জেনে নিন এখনই...
চাই বিমার টাকা, ভাইকে খুন করে জ্বালিয়ে দিল আরেক ভাই, ঘটনার কথা জানলে শিউরে উঠবেন আপনিও...
হাত-সাফাইয়ের গ্যাং নাকি কর্পোরেট সংস্থা? চোরেদের জন্য স্থায়ী বেতন-নিখরচায় খাবার-যাতায়াতের ভাড়া!...
মহাকাশ বিজ্ঞানে ফের দাপট ভারতের, মহাশূন্যে পাড়ি দিল ইসরোর পিএসএলভিসি-৬০ স্প্যাডেক্স...
বন্ধ নাথুলা! পর্যটকদের মাথায় হাত, বড় সিদ্ধান্ত সিকিম প্রশাসনের...
ফের নজির মমতা ব্যানার্জির, দেশে সবচেয়ে গরিব বাংলার মুখ্যমন্ত্রী, সবচেয়ে ধনী কে?...
১ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন এখনই
দু'চাকায় ওঠার আগে হেলমেট দেখে পরেন? না হলে এই ভয়ঙ্কর পরিণতি হতে পারে আপনারও, দেখুন ভিডিও...
২০২৫ সালে চারটি গ্রহণের মধ্যে ক'টা ভারত থেকে দেখা যাবে? জানুন বিশদে......
শীতের হাত থেকে বাঁচতে পেট্রল পাম্পেই বনফায়ার! তারপর কী হল...
বিয়ের মণ্ডপ যেন কুস্তির আখড়া! মালাবদলের সময় বরকে ফেলে মার প্রেমিকার! তারপর......
নতুন বছরে এটিএম থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন, দেখে নিন কয়েকটি ব্যাঙ্কের খতিয়ান...
১ জানুয়ারি থেকে বদলে যেতে পারে ট্রেনের টাইমটেবিল, কী জানাল ভারতীয় রেল...