সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০৫Akash Debnath
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গিনেস বুকে নাম উঠতে পারে নটী বিনোদিনীর? তেমনই আশা করছেন 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'-এর পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন, ছবির প্রচারের জন্য নয়, বিনোদিনীকে সম্মান জানাতেই এই উদ্যোগ তাঁদের। আজকাল ডট ইনকে রাম কমল বলেন, "বিনোদিনীর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তার ১৪১ বছর পর তাঁরই নামের থিয়েটারে তাঁরই জীবনীছবির প্রিমিয়ার হচ্ছে, এই ঘটনা গোটা পৃথিবীতে আর কোথাও হয়েছে বলে জানা নেই। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' এবং 'লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ এই ঘটনা নথিভুক্ত করার আবেদন জানাব। এর পর রেকর্ড বুকের আধিকারিকেরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।"
প্রসঙ্গত, প্রায় ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। সেই সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীকে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার অনুরোধ করেন। বলা হয়েছিল বিনোদিনীর নামেই রাখা হবে থিয়েটারের নাম। ঠিক হয়েছিল প্রেক্ষাগৃহের নাম হবে ‘বি থিয়েটার’। গিরিশের অনুরোধ ফেলতে পারেননি বিনোদিনী। ব্যবসায়ী গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে তা দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য। সেই টাকাতেই তৈরি হয় থিয়েটার। কিন্তু থিয়েটার উদ্বোধনের আগে বিনোদিনী জানতে পারেন ‘নাম’ পাল্টে গিয়েছে। নতুন থিয়েটারের রেজিস্ট্রি হয়েছে ‘স্টার’ নামে। শোনা যায়, বিনোদিনীর নামে ‘নাম’ রাখলে তৎকালীন সুশীলসমাজ আপত্তি তুলতে পারে সেই ‘যুক্তি’তেই শেষ লগ্নে নাম বদল করা হয়। পরে বিনোদিনী বোঝেন তাঁর সঙ্গে ‘ছলনা’ করা হয়েছে।
পাঁচ বছর পরে ১৮৮৮ সালে উত্তর কলকাতার হাতিবাগানের কর্নওয়ালিস স্ট্রিট (অধুনা বিধান সরণি)-এ দ্বিতীয় স্টার থিয়েটার তৈরি হয়। হাতিবাগানের এই স্টার থিয়েটার তৈরিতে সরাসরি বিনোদিনী যুক্ত না থাকলেও বিনোদিনী আর স্টারের সম্মিলিত নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনীর স্মৃতিকে জুড়ে দিয়েছেন। সেই স্টারের সঙ্গেই অবশেষে জুড়েছে বিনোদিনীর নাম।
২০২৪-এর ৩০ ডিসেম্বর সন্দেশখালির মঞ্চ থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র। ২২ জানুয়ারি বিনোদিনী থিয়েটারে বিশেষ স্ক্রিনিং-এর মাধ্যমে পথ চলা শুরু করে ছবিটি।
নানান খবর
নানান খবর

ত্রিকোণ প্রেমের জটে বিশ্বনাথ-ভাস্বর! কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন দুই অভিনেতা?

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?