রবিবার ০৩ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩১Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: ব্লু-রিয়াং শরণার্থীদের সমস্যা সমাধানে ত্রিপুরায় কমিউনিস্ট সরকার কোনও উদ্যোগ নেয়নি। এমনকী কমিউনিস্ট সরকার ব্লু-রিয়াং শরণার্থীদের উন্নয়নেও কোনও কাজ করেনি। ত্রিপুরায় বর্তমান বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর ব্লু-রিয়াং শরণার্থীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রবিবার ধলাই জেলার আমবাসার হাদুকলাউ পাড়াতে ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৬টি নতুন প্রকল্পের উদ্বোধন এবং ৭টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ একথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লু-রিয়াং শরণার্থীদের আর্থ সামাজিক মানোন্নয়ন ও পুনর্বাসন এলাকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে পুনর্বাসন কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল ও বিদ্যুৎ পরিষেবার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। পুনর্বাসনপ্রাপ্ত ব্লু-রিয়াং শরণার্থীদের প্রতিটি পরিবারকে জমি দেওয়া হয়েছে। আবাস নির্মাণের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাছাড়া ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ গতকাল ধলাই জেলা সফরে এসে হাদুকলাউ পাড়ায় ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন এলাকা পরিদর্শন করেন। এই পুনর্বাসন এলাকায় রাজ্যে প্রায় ২৩ বছর ধরে শরণার্থী জীবন কাটানো ব্লু-রিয়াং শরণার্থীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।
এদিন অমিত শাহ ধলাই জেলার আমবাসার হাদুকলাউ পাড়ায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যে ১৩টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন, সেগুলি হল-ধলাই জেলার ব্লুহাপাড়াতে ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এসবি স্কুল, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে হেলথ এবং ওয়েলনেস সেন্টার, ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাজারশেড, ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ধলাই জেলার বিরাশিমাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উল্টাছড়াতে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং আগরতলা আখাউড়া রোডে স্মার্ট সিটি প্রকল্পে ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট। আগরতলায় ১২০ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট, ১২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে আমবাসা মহকুমা শাসকের নতুন অফিস বিল্ডিং, ১৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গন্ডাতুইসায় মহকুমা হাসপাতাল, ৩৭ কোটি টাকা ব্যয়ে জিরানীয়ায় অ্যাপ্রোচ রোড সহ ২টি রেলওয়ে ওভারব্রিজ, ৪০ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে খোয়াইয়ের পদ্মবিল আরডি ব্লকের অধীন দেবেন্দ্র চৌধুরী পাড়া (বেলছড়া) থেকে ছনখলা পর্যন্ত রাস্তা নির্মাণ, ১১টি শহরে ৮৮ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট নির্মাণ এবং আগরতলায় ৩১৮ কোটি টাকা ব্যয়ে ১৬ কিমি প্রধান রাস্তার উন্নতিকরণ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যের ১২টি স্থানে ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও ব্লু-রিয়াং শরণার্থী প্রতিনিধিদের মধ্যে চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ইতিমধ্যে ৬ হাজার ৯৫৯টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই পুনর্বাসন কেন্দ্রগুলিতে ৩৭ হাজার ১৩৬ জন ব্লু-রিয়াং শরণার্থী বসবাস করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতীদেবী দেববর্মণ, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, মুখ্যসচিব জে কে সিনহা ও অন্যান্য অতিথিগণ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধলাই জেলা সফর শেষে আগরতলায় ফিরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন- ২০২৪ উপলক্ষে 'সহকার-সে-সমৃদ্ধি' শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ত্রিপুরা রাজ্যের জনগণের মাথাপিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা পশ্চিমবঙ্গকেও ছাপিয়ে গেছে। এক সময় এ রাজ্যের মাথাপিছু বার্ষিক গড় আয় যেখানে ছিল ৯৮ হাজার টাকা, এখন তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকার উপর। একেই বলে সুশাসন। রাজ্যের বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরায় ৩ শতাংশেরও কম বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল পৌঁছে ছিল। আজ এই সংখ্যাটাই ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। এখন ৮০ শতাংশের উপর বেশি মানুষ ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছেন। সম সংখ্যক মানুষ গ্যাসের সংযোগ পেয়েছেন। এর আগে ত্রিপুরায় রাজ্য সরকারে যারা ছিল তারা শুধু কমিউনিস্ট ক্যাডারদের জন্যই কাজ করত। ক্যাডারদের ছাড়া তারা অন্য কারোর কথা চিন্তাও করত না। এতে ত্রিপুরা একটি পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিণিত হয়েছিল। ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর সমবায় ক্ষেত্রে এক নতুন দিশা এসেছে। শুধুমাত্র সমবায় ক্ষেত্রের জন্যই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্যেও এ রাজ্যে কৃষকদের সামনে এক নতুন দিগন্ত খুলে গেছে। এদিন এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকেরা।
নানান খবর

কখনও নৌকায়, কখনও পায়ে হেঁটে, বন্যার জলে ভিজে একশা হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেন পাত্র, দেখে চোখে জল পাত্রীর

টিভিতে দেখেছিলেন ছেলেকে থানায় বসিয়ে রাখা হয়েছে, এরপর থেকেই ফোন সুইচড অফ, মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক

বোনের দু'বার বিয়ে, একটিও টেকেনি! লক্ষ লক্ষ টাকা ঢেলেও পরিবারের সুনাম নষ্ট, রাগের মাথায় দাদা যা করল

কলকাতাগামী বিমানে সহযাত্রীকে সপাটে চড়, অভিযুক্তকে নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিগো

মোঘল থেকে ব্রিটিশ, পরাক্রমশালী এই দুই শক্তিই ব্যর্থ হয়েছিল ভারতের এই অঞ্চলটি দখলে, জানেন কোনটি?

একটা নয়, দুটো নয়, আটটা! গত পনেরো বছরে আটজন পুরুষকে প্রথমে বিয়ে, তারপর তাঁদের থেকে মোটা অঙ্কের অর্থ দাবি, হাতেনাতে গ্রেপ্তার অভিযুক্ত

এই এক বছরে এতগুলো ট্রেন দুর্ঘটনা ভারতে! সত্যিটা প্রকাশ করেই দিল ভারতীয় রেল

বিখ্যাত অমরনাথ যাত্রা স্থগিত! প্রবল বৃষ্টির জেরে ৩ অগাস্ট পর্যন্ত বন্ধ সমস্ত রুট, জানুন...

আর সুইমিং পুল নয়, এবার রাস্তাতেই সাঁতার! গুরুগ্রামে একদল শিশুর ভিডিও ভাইরাল, কী বলছেন নেটিজেনরা?

'ও যখন জন্মায় তখন থেকেই ভালবাসতাম, অপেক্ষা করছিলাম বড় হওয়ার!' পঁচিশ বছর অপেক্ষা করে অবশেষে নাতনিকে বিয়ে করলেন দাদু, ঘটনায় চোক্ষু চড়কগাছ সবার

গোয়ায় বিচের ধারে বসে বিয়ার খাওয়া যাবে আর? আসছে বড়সড় পরিবর্তন, বিধানসভায় বিরাট সিদ্ধান্ত

নেতাজির প্রাণ বাঁচাতে হত্যা করেছিলেন নিজের ‘ব্রিটিশ অনুগত’ স্বামীকেই, চেনেন ভারতের প্রথম মহিলা ‘স্পাই’-কে?

১৫ দিন ধরে হবে যাত্রা, থাকবেন তেজস্বী যাদবও, ভোটমুখী বিহারে এসআইআর ইস্যুতে যাত্রা করবেন রাহুল

দেশজুড়ে সব রাজ্যেই হবে এসআইআর, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

পেটে সন্তান জেনেও লাথি, মাটিতে ফেলে মারধোর! ‘আমি না মরলে, মেরে ফেলবে ওরা’, মা’ কে মেসেজ করেই ওই কাজ করে বসলেন মেয়ে

সিরাজ ইয়র্কারে ইংল্যান্ডের সাজঘরে বাড়ল অস্বস্তি, ইতিহাস গড়ে কি জিততে পারবেন ডাকেটরা?

নবজাগরণ-এর প্রতিষ্ঠা দিবস, সংবর্ধিত ব্রাত্য বসু-ঝুলন গোস্বামী

যশস্বী-আকাশের পরে ওয়াশিংটনের 'সুন্দর' ঝড়, বড় টার্গেট ইংল্যান্ডকে, কী হবে ওভালে?

Putul Nacher Itikotha: 'পুতুল নাচের ইতিকথা'র মুক্তিতে উচ্ছ্বসিত তারকারা

সেই তো আবার কাছে এলে! ভাঙা বিয়ে জোড়া লাগানোর চেষ্টা সাইনা-কাশ্যপের, বিচ্ছেদ ঘোষণার ১৯ দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল

বিচ্ছেদের পর নতুন প্রেমে তিথি বসু, প্রেমিককে প্রকাশ্যে এনে কোন সুখবর দিলেন?

সাক্ষাৎ মৃত্যুর ছোঁয়া পেয়েছিলেন, ভয়াবহ সেই আইপিএল ম্যাচের অভিজ্ঞতা শোনালেন হেডেন

স্কুলের মাঠে খেলতে খেলতেই বিপত্তি, সাপের কামড়ে লুটিয়ে পড়ল খুদে পড়ুয়া, হুগলির স্কুলে তীব্র আতঙ্ক

জাতীয় সড়কের উপর উল্টে গেল দেশি মদের গাড়ি, বোতল কুড়ানোর জন্য তৈরি হল যানজট

সিরাজের মাথায় সাদা হেডব্যান্ড কেন? কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে

মাস্কড আধার কার্ড কী? কীভাবে করবেন ডাউনলোড?

ওভালেও বিতর্ক, যশস্বীর সঙ্গে ঝামেলায় জড়ালেন ইংল্যান্ডের দুই তারকা

Exclusive: অভিনয়ের পাশাপাশি এবার অন্য ভূমিকায় রুকমা রায়! নতুন যাত্রা শুরু নিয়ে কী বললেন অভিনেত্রী?

তোমার মস্তিষ্ক কে নিয়ন্ত্রণ করছে? তুমি, না তোমার স্মার্টফোন?

কলেজে পড়াতে চান? রাজ্যজুড়ে উত্তেজনা—WB SET 2025-এর আবেদন শুরু, পরীক্ষার দিন নির্ধারিত ১৪ ডিসেম্বর

খাট থেকে ঘরের জমা জলে পড়ে দমবন্ধ হয়ে শিশুর মৃত্যু

পুজোর সাজে ব্লাউজও এখন নজর কাড়ার অস্ত্র। এবার কোন ট্রেন্ডের ব্লাউজ কিনবেন? রইল হদিশ

নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ! কোন কোন লক্ষণ অবহেলা করলেই বাড়বে মৃত্যুর ঝুঁকি

ফের একই দৃশ্য ওভালে, ডাকেটের কাঁধে আবার হাত রাখলেন আকাশদীপ, এবার ডাকেট যা করলেন...রইল ভিডিও

মুন্নাকে খুন করতে দেওয়া হয়েছিল তিন লক্ষ টাকার সুপারি, কোন্নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ

ওভালে যশস্বীর অনবদ্য শতরান, ভাঙলেন শচীনের আরও একটি রেকর্ড

বীর্যে অ্যালার্জি! সঙ্গম করলেই ফুলে যায় যোনি, চেষ্টা করেও মা হতে পারছেন না তরুণী

মুখ্যমন্ত্রীর নির্দেশ, হুগলিতে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি, কী কী দাবি স্থানীয়দের?

মাত্র চার বছর বয়সে বাবার সামনেই পরিচালকের কাছে 'হেনস্থা' হয়েছিলেন এই অভিনেত্রী! কী হয়েছিল সেদিন শুটিং ফ্লোরে?