রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯ : ৫৭Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্লেনারি সেশন অনুষ্ঠিত হল আগরতলা প্রজ্ঞা ভবনে। ৭২তম প্লেনারি সেশনে ভাষণ রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর পূর্বের সমস্ত রাজ্য আগামীদিনে সমৃদ্ধশালী হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে অষ্টলক্ষ্মী ধারণাটি দেশ এবং বিশ্বজুড়ে গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেশের অন্যান্য অঞ্চলের সমান করে তোলা।
শনিবার উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্লেনারি সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে সমগ্র বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। গত দশ বছর উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। আগে শুধু উত্তর পূর্বের বিষয়টি আলোচনার মধ্যে থাকতো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৎ প্রচেষ্টা নিয়ে এই অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন।
উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্লেনারি সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রায় ১০ হাজার ৫০০-র মতো সন্ত্রাসবাদী সহিংসতা ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে। উত্তর পূর্ব দিয়ে মাদকদ্রব্য দেশের অন্যান্য অঞ্চলে পাচার হওয়ার কারণে ভারতে এটি একটি অন্যতম সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে। যদিও এই বিষয়ে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও বিষয়টি সমাধানের জন্য আরও অনেক কিছু করতে হবে। অষ্টলক্ষ্মী ধারণাটি সমগ্র দেশ এবং বিশ্বে সমাদৃত হয়েছে। এই অঞ্চলের সবকটি রাজ্য আগামীদিনে সমৃদ্ধশালী হবে। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার দেশে ক্ষমতাসীন হওয়ার পর ডোনার মন্ত্রক গঠন করা হয়। কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের রাজ্যগুলির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, মন্ত্রগুলি উত্তর পূর্বাঞ্চল পর্ষদ দ্বারা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে।
প্লেনারি সেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, উত্তর পূর্বাঞ্চলে উগ্রবাদ ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এটি সম্ভব হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসাধারণ ভূমিকার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের ফলে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলে উগ্রবাদী কার্যকলাপ ৭১ শতাংশ হ্রাস পেয়েছে ও জীবনহানি হ্রাস পেয়েছে ৬০ শতাংশ। তিনি আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে যে দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত অ্যাক্ট ইস্ট নীতির কারণে। উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের জন্য আশ্রয় হিসেবে কাজ করবে। এই অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রীগণ ৮০ বার সফর করেছেন। প্রধানমন্ত্রী নিজে উত্তর পূর্বাঞ্চলে ৬৪ বার সফর করেছেন। এই ৭২তম প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন ৮ রাজ্যের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীগন।
৭২তম প্লেনারি সেশন শেষে আগরতলার হোটেল পোলো টাওয়ারে উত্তর পূর্বাঞ্চল ব্যাস্কার্স সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ একথা বলেন। উত্তর পূর্বাঞ্চলের বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলকে শুধু ব্যবসার ক্ষেত্র হিসেবে দেখলে হবে না। এই অঞ্চলের সার্বিক বিকাশে ব্যাঙ্কগুলিকে দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার জন্য সংকল্পবদ্ধ। উত্তর পূর্বাঞ্চলের সম্পূর্ণ বিকাশের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে উঠবে। বিকশিত ভারত গড়ার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও উত্তর পূর্বাঞ্চল আগামীদিনে প্রবেশদ্বার হবে। দেশের বিভিন্ন নামিদামী শিল্প প্রতিষ্ঠানগুলিও উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে। ভবিষ্যতে ব্যবসাবাণিজ্যের গন্তব্য হয়ে উঠছে উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চলে ব্যাঙ্ক শাখা, এটিএম সহ ব্যাঙ্কিং ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি যেসমস্ত গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ নেই, সেইসব গ্রামগুলিকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার জন্য তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বর্তমানে বিকাশের পথে এগিয়ে চলেছে। এক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সম্পূর্ণ বিকাশে এগিয়ে আসা প্রয়োজন। ব্যাঙ্কার্স সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড: মানিক সাহা বলেন, রাজ্যের অধিকাংশ গ্রাম ব্যাঙ্কিং পরিষেবার আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় ১০ লক্ষাধিক জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। রাজ্যের আর্থিক ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পসমূহ রূপায়িত হচ্ছে। পাশাপাশি কৃষি, এমএসএমই, মুদ্রা ইত্যাদি ঋণদানের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, দেশ ও রাজ্যের অর্থনৈতিক বিকাশে সিডি রেশিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আগামীদিন ব্যাঙ্কগুলি সিডি রেশিও বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই দিন ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই উত্তর পূর্বাঞ্চল ব্যাংকার্স সম্মেলনে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, ফিনান্সিয়াল সার্ভিস দপ্তরের সচিব এম নাগারাজু, কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন ডাক, সচিব বন্দিতা কল সহ ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকগণ।
#tripura#maniksaha#amitshah
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রেমে হাবুডুবু, কনের সাজে ইউটিউবার আল্লাহবাডিয়ার কে 'স্বামী' বলে ডাক মহিলার, আজীবন অপেক্ষার প্রতিশ্রুতি! ...
৫০ বছরের রেকর্ড ভাঙা ঠান্ডা, হিমাঙ্কের নীচে পারদ, পুরু বরফের চাদরে ঢাকল শ্রীনগর ...
দিনে ১৫ঘণ্টা কাজ, সঙ্গে অকথ্য গালিগালাজ! অফিসে বীভৎস অভিজ্ঞতা কর্মীর...
বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, ২৪ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, ৩৩৫টি মামলা দায়ের...
'পদ্ধতিগত ষড়যন্ত্র', ভোটের 'নথি গোপন' নিয়ে মোদি সরকারকে তুলোধনা খাড়গের...
বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, শোক ভুলে উদযাপনেই মাতল গোটা পরিবার! ...
শৌচাগার আচমকা বেজে উঠল ফোন, ঘুরে তাকাতেই মহিলা দেখলেন ভিডিও চলছে! তারপর......
প্রেমিকের প্রতিই বেশি টান! কাঁদতে কাঁদতে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, 'ভালবাসা'র নজিরে হতবাক সকলে ...
প্রেমিকাকে হোটেলের চার তলা ছুঁড়ে ফেললেন প্রেমিক, ধৃত যুবক, আশঙ্কজনক যুবক...
টাকা ফেরত চেয়ে পরিবারকে হুমকি, বন্ধুর হাতে নৃশংশভাবে খুন হতে হল যুবককে, গ্রেপ্তার তিন...
ভোপালে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি সোনা, জঙ্গলে মিলল টাকার পাহাড়ও...
ব্যাগভর্তি কয়েনে স্ত্রীকে ২ লক্ষ টাকা খোরপোশ দিলেন ট্যাক্সি চালক! কী বললেন বিচারক?...
দেশে নারী ক্ষমতায়নে বিপ্লব, কত কোটি অ্যাকাউন্ট খুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক...
বিচ্ছেদে এক কোটি খোরপোশ দাবী স্ত্রীর, অতুলের মতো যন্ত্রণায় কাতর অলোক!...
লক্ষ লক্ষ টাকা খরচ করেও আয় শূন্য! রাগের বশে সব ভিডিও মুছে ফেললেন ইউটিউবার...