শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পাচারের জন্য নিয়ে যাওয়া সোনা মাঝপথে এক দুষ্কৃতীর থেকে ছিনতাই করে নিল আরও এক দল দুষ্কৃতী। সেই সোনার দখল পেতে রাজপথেই চলল দুই দুষ্কৃতী দলের হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কার্তুজ ভরা একটি আগ্নেয়াস্ত্রও।
বুধবার রাতে অশোকনগর থানার পুলিশের কাছে খবর আসে, দোগাছিয়া এলাকায় গাড়ি থামিয়ে রাস্তার উপর কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখে দুষ্কৃতীদের কয়েকজন গাড়ি চালিয়ে পালিয়ে যায়। বাকি তিনজনকে পুলিশ ধরে ফেলে। ধৃতদের মধ্যে রয়েছেন বনগাঁর গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি বিশ্বাস। রয়েছেন বাদুড়িয়ার বাসিন্দারা রাজেশ ঠাকুর ও স্বরূপনগরের বাসিন্দা শুভঙ্কর হালদার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিভূতি ছ'টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে কাউকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখানে পুলিশ পরিচয় দিয়ে অন্য এক দল দুষ্কৃতী তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় আসে। সেখানে রাস্তার ওপরে সোনার বিস্কুটের ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। তা দেখে পাশের ক্লাবের ছেলেরা অশোকনগর থানায় খবর দেন।
পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী তড়িঘড়ি গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয়। ধরা পড়ে যান বিভূতি, শুভঙ্কর এবং রাজেশ। বিভূতির ব্যাগ তল্লাশি করার সময় সিগারেটের কার্টুনের ভিতর থেকে ছ'টি সোনার বিস্কুট উদ্ধার হয়। পুলিশি জেরায় বিভূতি জানায়, সোনার বিস্কুটগুলি সে একজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। দত্তপুকুর রেল স্টেশন থেকে কয়েকজন তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান। কিন্তু ব্যাগ সে হাতছাড়া করেনি। শুভঙ্করের কাছ থেকে কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজেশের কাছে ছিল একটি ছুরি।
বৃহস্পতিবার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস সাংবাদিক বৈঠকে বলেন, ''ধৃতদের কাছ থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। সোনা পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।''
#AshoknagarPoliceStation#North24pargans
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...
ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...
ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...
গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...
সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...
বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন...
সারি সারি কমলালেবুর গাছ থেকে ঝুলছে কমলা, অশোকনগর কি দার্জিলিং? বছরের প্রথমদিন উপচে পড়া ভিড় ...
১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির...
কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত...
অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় ...
'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...
ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...
বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...
নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...
স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...