শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | জয়ের পরে নৈহাটিতে বড়মা-এর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা, করলেন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৫৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে।

রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিত হন। চলতি বছর মায়ের ১০১তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তই প্রতিবছর নৈহাটিতে আসেন। গতবছর কালীপুজোর পরের দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বছর ঘুরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরে পুজো দিতে এলেন। বিকাল সওয়া তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের সময় মুখ্যমন্ত্রী হাতে মায়ের উদ্দেশে নিবেদন করার জন্য নতুন বস্ত্র ছিল। প্রাথমিক আচার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বড়মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেন। মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা মন্দিরে ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা নৈহাটি শহরে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিন তৃণমূল প্রার্থী সনৎ দে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন মন্দিরে পুজো বন্ধ ছিল। নিয়ম ভেঙে কেন শাসকদলের প্রার্থীকে পুজো দিতে দেওয়া হল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা মন্দির চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন। কথিত আছে, বড়মার কাউকে খালি হাতে ফেরান না। উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে জয়লাভ করেছে। উপনির্বাচনের ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজো দিতে আসার ঘটনাকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন।

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর ওই অঞ্চলে একগুচ্ছে উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "নৈহাটি এবং ভাটপাড়া হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে।" এ ছাড়াও বড়মার মন্দিরে সংলগ্ন ঘাটটিকে বড়মার ঘাট নামে নতুন করে তৈরি করা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  সেই জন্য এমপিল্যাড থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ দিন মন্দিরের বাইরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে এবং নৈহাটি পুরসভার চেয়ারম্যান-সহ অন্যান্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।


#Mamata Banerjee in Naihati#Mamata Banerjee#Naihati Baroma#TMC



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24