শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | জয়ের পরে নৈহাটিতে বড়মা-এর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা, করলেন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৫৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে।

রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিত হন। চলতি বছর মায়ের ১০১তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তই প্রতিবছর নৈহাটিতে আসেন। গতবছর কালীপুজোর পরের দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বছর ঘুরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরে পুজো দিতে এলেন। বিকাল সওয়া তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের সময় মুখ্যমন্ত্রী হাতে মায়ের উদ্দেশে নিবেদন করার জন্য নতুন বস্ত্র ছিল। প্রাথমিক আচার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বড়মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেন। মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা মন্দিরে ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা নৈহাটি শহরে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিন তৃণমূল প্রার্থী সনৎ দে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন মন্দিরে পুজো বন্ধ ছিল। নিয়ম ভেঙে কেন শাসকদলের প্রার্থীকে পুজো দিতে দেওয়া হল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা মন্দির চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন। কথিত আছে, বড়মার কাউকে খালি হাতে ফেরান না। উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে জয়লাভ করেছে। উপনির্বাচনের ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজো দিতে আসার ঘটনাকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন।

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর ওই অঞ্চলে একগুচ্ছে উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "নৈহাটি এবং ভাটপাড়া হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে।" এ ছাড়াও বড়মার মন্দিরে সংলগ্ন ঘাটটিকে বড়মার ঘাট নামে নতুন করে তৈরি করা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  সেই জন্য এমপিল্যাড থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ দিন মন্দিরের বাইরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে এবং নৈহাটি পুরসভার চেয়ারম্যান-সহ অন্যান্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।


Mamata Banerjee in NaihatiMamata BanerjeeNaihati BaromaTMC

নানান খবর

নানান খবর

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া