শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৪ এপ্রিল ২০২৫ ১১ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঘটনা গত ১লা এপ্রিলের। প্রিয়াঙ্কা মুখার্জি ইন্ডিগো বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা সরাসরি বিমান পাননি। কানেক্টিং ফ্লাইটে তাঁদের তিরুবনন্তপুরম থেকে ফের বেঙ্গালুরুতে যেতে হয়েছিল। বিমানটি যখন আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই প্রিয়াঙ্কার পাঁচ ও দুই বছর বয়সী দুই মেয়ে প্রচণ্ড ঝগড়া করছিল। এরপরই তাঁর বড় মেয়েকে অন্যত্র বসানোর জন্য এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বা বিমান সেবিকার কাছে আর্জি জানান তিনি। তাতেই কাজ হয়। এতে বড় মেয়েকে শান্ত করা গিয়েছিল এবং মা ছোট মেয়ের সঙ্গে বসেছিলেন নিশ্চিন্তে।
এরপর বিমান অবতরণের সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট শিশুটিকে প্রিয়াঙ্কা মুখার্জির কাছে ফিরিয়ে দেন। প্রিয়াঙ্কা মুখার্জি টাইমস অফ ইন্ডিয়াকে এর সাক্ষাৎকারে বলেন, "আমি লক্ষ্য করেছি যে, আমার মেয়ের গলায় প্রায় ২০ গ্রাম ওজনের সোনার নেকলেসটি নেই। আমি বিমান সেবিকা অদিতিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেই সোনার হারটি নেওয়ার কথা অস্বীকার করেন। এরপর আমি বিষয়টি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্ডিগো এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তুলে ধরি।"
ইন্ডিগোর ফ্লাইট অ্যাটেনডেন্ট অদিতি পাঁচ বছর বয়সী তাঁর মেয়ের সোনার নেকলেস চুরি করেছেন বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা মুখার্জি। পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইন্ডিগোর কেবিন ক্রু সদস্য অদিতি অশ্বিনী শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রিযাঙ্কা আরও বলেন যে, "আমরা বেঙ্গালুরুতে অবতরণের পর থেকে বিকেল পর্যন্ত, কারও কাছ থেকে যথাযথ সাড়া পাইনি। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে, যেহেতু ঘটনাটি বিমানে ঘটেছে, তাই আমাকে বিমান সংস্থা এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছি। পুলিশ চাইলেও অদিতির সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। ইন্ডিগো বিমান সংস্থাটি পুলিশকে জানিয়েছে যে, অদিতি অভিযোগ অস্বীকার করেছেন। তারা আরও দাবি করেছে যে, ঘটনাটি নিশ্চিত করার জন্য কোনও সিসিটিভি ফুটেজ নেই।"
ঘটনা সম্পর্কে বিমান সংস্থা কী বলেছে?
ইন্ডিগো জানিয়েছে, "তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইট 6E 661-এ একজন কর্মীর সঙ্গে জড়িত একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে আমরা অবগত, আমাদের যাত্রীর তোলা অভিযোগ অত্যন্ত উদ্বেগের বিষয়ে। আমরা এই ধরনের বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই এবং তদন্ত পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা করছি।"
নানান খবর
নানান খবর

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও