শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ২২ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর অনেকেই বলেছিলেন, গৌতম গম্ভীরের সঙ্গে চলে গিয়েছে চ্যাম্পিয়ন ভাগ্য। বৃহস্পতি রাতে কি তাঁরাই কথা ফিরিয়ে নেবে? ৭২ ঘণ্টা আগের ব্যাটিং বিপর্যয় আরব সাগরে ছুড়ে ফেলে ইডেনে ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স। এটাই কেকেআর। এর আগেও যতবার চ্যাম্পিয়ন হয়েছে, এভাবেই পারফরম্যান্স গ্রাফ ওপর-নীচে হয়েছে নাইটদের। সবে এপ্রিল পড়েছে। কালবৈশাখী আসার আগেই ভেঙ্কটেশ ঝড়ে কাটল নাইট শিবিরের গুমোট ভাব। অন্যদিকে লণ্ডভণ্ড হায়দরাবাদ। ২৩.৭৫ কোটিতে বাঁ হাতি ব্যাটারকে কেনায় প্রশ্ন উঠেছিল। প্রথম তিন ম্যাচে সুবিধা করতে না পারলেও, এদিন জবাব দিলেন। ২৯ বলে ৬০ রান। তারমধ্যে ৩টি ছয়, ৭টি চার। শেষ পাঁচ ওভারে ৭৮ রান যোগ হয়। রিঙ্কুকে সঙ্গে নিয়ে নাইটদের বড় রানে পৌঁছে দেন। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়। তার আগে পর্যন্ত লড়াইয়ে ছিলেন কামিন্সরা। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কেকেআর। জবাবে ১৬.৪ ওভারে ১২০ রানে শেষ সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ৮০ রানে জয় নাইটদের। হারের হ্যাটট্রিক কামিন্সদের। তৃতীয় ওভারের শুরুতেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। ফিরে যান টপ থ্রি। ফের ব্যর্থ পাওয়ার প্যাকড ব্যাটিং লাইন আপ। ২.১ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ৩ উইকেট হারায় গতবারের রানার্সরা। ফেরেন ট্রাভিস হেড (৪), অভিষেক শর্মা (২) এবং ঈশান কিষাণ (২)। এখানেই ম্যাচ শেষ।
ইডেনের উইকেটে কি জুজু ছিল? একেবারেই না। শুধুমাত্র দুই ইনিংসের শুরুতে একটু সামলে খেললে, পরের দিকে রান উঠত। কিন্তু সেটা করতে ব্যর্থ সানরাইজার্সের ব্যাটাররা। উইকেট ছুড়ে দেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ভাগ্য খারাপ ঈশান কিষাণের। দুর্দান্ত ক্যাচ নেন রাহানে। হায়দরাবাদের জঘন্য ফিল্ডিংয়ের জবাবে আউটফিল্ডে নিখুঁত নাইটরা। একমাত্র রাসেলের ক্যাচ মিস ছাড়া কোনও ভুলভ্রান্তি নেই। এদিন তিন স্পিনার নিয়ে খেলে কেকেআর। কিন্তু নারিন-বরুণরা বল করতে আসার আগেই হায়দরাবাদের অর্ধেক ব্যাটিং লাইন আপ প্যাভিলিয়নে ফিরে যায়। ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে নেমে ৩ উইকেট তুলে নেন বৈভব অরোরা। তাঁর শিকার ট্রাভিস হেড, ঈশান কিষাণ এবং হেনরিচ ক্লাসেন। নাইট বোলারদের কাছে আত্মসমর্পণ হায়দরাবাদের ব্যাটারদের। টপ অর্ডার ডাহা ফেল। কিছুটা চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস (২৭) এবং হেনরিচ ক্লাসেন (৩৩)। কয়েকটা ছক্কাও হাঁকান বড় চেহারার প্রোটিয়া তারকা। ক্লাসেন যতক্ষণ ক্রিজে ছিল, ক্ষীণ আশা ছিল। তিনি ফিরতেই ম্যাচ নাইটদের।
টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান কামিন্স। শুরুটা ভাল না হলেও অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে ম্যাচে ফেরে নাইটরা। তৃতীয় উইকেটে ৮১ রান যোগ করে এই জুটি। আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করে আউট হন। ২৭ বলে ৩৮ করেন রাহানে। বৃহস্পতি রাতের ইডেন মাতে ভেঙ্কটেশ আইয়ার শোয়ে। চার, ছয়ের বন্যা বইয়ে দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ব্যাটে ভেঙ্কটেশের পর বল হাতে বৈভবের জাদু। হায়দরাবাদের সেরা তিন ব্যাটারকে আউট করে ম্যাচের সেরা কেকেআরের পেসার। তিন উইকেট নেন বরুণ চক্রবর্তীও। জোড়া উইকেট রাসেলের। তবে চারের মধ্যে তিন ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতা চিন্তায় রাখবে কেকেআরের ম্যানেজমেন্টকে।
নানান খবর

নানান খবর

কেকেআরের ম্যাচ জয়ের রহস্য কী? লম্বা বার্তায় ফাঁস করলেন কিং খান

'কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ বাড়তি চাপ সৃষ্টি করে না', দাবি আইয়ারের

১৫ ওভার পর্যন্ত উইকেটে থিতু হওয়া লক্ষ্য ছিল, জানালেন রাহানে

আইয়ারের মঞ্চে বৈভবের বাজিমাত, ক্লাসেনদের জন্য ছিল বিশেষ প্রস্তুতি

রঞ্জিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, আইপিএলের মাঝেই চেন্নাইয়ের ট্রায়ালে ডাক পেলেন মুম্বইয়ের এই তরুণ

কোহলির পর রোহিতের ব্যাট চাইলেন রিঙ্কু, তারপর কী হল?

ইডেনে ভেঙ্কটেশ ঝড়, ২০০ রানে শেষ করল কেকেআর

পারফিউম ব্যবহারের পর এবার কোহলির হাত কামড়ে দিলেন বার্থডে বয়, অবাক বেঙ্গালুরুর ড্রেসিংরুম

নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

পন্থকে নিয়ে চূড়ান্ত হতাশ, আগাম আশঙ্কাবাণী প্রাক্তন ভারতীয় তারকার

ছাড়পত্র পেলেন সঞ্জু, উইকেটকিপার হিসেবে ফিরছেন রাজস্থানের অধিনায়ক

মুম্বই ছাড়ছেন যশস্বী, কোন রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে?

ভূমিকা বদলালেও, বদলায়নি মাইন্ডসেট! মুম্বইয়ে নতুন ভূমিকা নিয়ে কী বললেন রোহিত?

ব্যাটে রান নেই, ফের হার! পাঞ্জাব ম্যাচের পর পন্থকে ট্রোল সানির

দুই সর্বোচ্চ দামির লড়াইয়ে জয় শ্রেয়সের, লখনউকে উড়িয়ে দিল পাঞ্জাব

আবার ব্যর্থ ২৭ কোটির পন্থ, টি-২০ ক্রিকেটের সেরা বোলারকে পিটিয়ে ছাতু

অনিকেত ভার্মা, বিপ্রজদের যাওয়ার কথা ছিল সিএসকে-তে! স্কাউট সদস্যের মন্তব্যে চাঞ্চল্য

রোহিত-বিরাটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন সূর্য, ছুঁলেন আরও একটি মাইলস্টোন