শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ২১ : ৪৫Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (অ্যালড্রেড, লিস্টন, ম্যাকলারেন)
জামশেদপুর - ০
সম্পূর্ণা চক্রবর্তী: লিগ টেবিলের মগডালে মোহনবাগান। জামশেদপুরকে উড়িয়ে বেঙ্গালুরুকে ছাপিয়ে গোল পার্থক্যে শীর্ষস্থান দখল করল হোসে মোলিনার দল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট বাগানের। ম্যাচ শুরুর আগে যুবভারতীর গ্যালারিতে বিশাল টিফো। একদিকে মোহনবাগানের ছ'জন বিদেশির ছবি। অন্যদিক ছয় প্রাক্তন বিদেশি। সেই তালিকায় ব্যারেটো, চিমা, কাতসুমি, বেইতিয়া, ওডাফা এবং সোনি। তাতে লেখা, তোমরা বিদেশি নয়, পরিবার। আমাদের ভালবাসা তোমাদের মুখে হাসি ফোটাবে। খেলা শুরুর আগে বোধহয় এই পোস্টার টম অ্যালড্রেডের চোখে পড়েছিল। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাগান জনতার মুখে হাসি ফোটান ব্রিটিশ ডিফেন্ডার। বাকি কাজটা সারেন লিস্টন কোলাসো।
প্রথমার্ধ প্রায় শেষ হওয়ার মুখে। মনবীরের থেকে বল পেয়ে জামশেদপুরের পাঁচজনকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল লিস্টনের। চলতি আইএসএলে প্রথম গোল। তাই সেলিব্রেশনও ছিল দেখার মতো। দীর্ঘদিন পর গোয়ার ফুটবলারের পুরোনো ঝলক দেখা গেল। আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন। কথা রাখলেন। লিস্টনের গোলেই নিশ্চিত তিন পয়েন্ট। জামশেদপুরের চক্রব্যূহ ভেঙে দুরন্ত গোল করেন। ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়ান ম্যাকলারেন। ওড়িশার সঙ্গে ড্র করার পর আবার জয়ে ফিরল সবুজ মেরুন। শনিবাসরীয় রাতে যুবভারতীতে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারাল মোহনবাগান। গোলদাতা টম অ্যালড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। অন্যদিকে হারের হ্যাটট্রিক জামশেদপুরের। শেষ তিন ম্যাচে ১৩ গোল হজম।
এদিন দলে দুটো পরিবর্তন করেন হোসে মোলিনা। প্রথম একাদশে ফেরেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি। ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান। সামনে জেমি ম্যাকলারেন। স্টুয়ার্টের ভূমিকায় দিমিত্রি পেত্রাতোস। ওড়িশা ম্যাচের পর এদিনও গোলের আপ্রাণ চেষ্টা করেন অস্ট্রেলিয়। কিন্তু গোল ভাগ্য এখনও খুলল না। শনি সন্ধেয় পুরোপুরি অফকালার ম্যাকলারেন। হাতেগোনা কয়েকবার বল পান বিশ্বকাপার। তবে তার মধ্যেই কাজের কাজ করে দেন। স্কোরশিটে নাম তোলা যেন অভ্যাসে পরিণত করেছেন। ম্যাচের ১৫ মিনিটে বাগানকে এগিয়ে দেন অ্যালড্রেড। দিমিত্রির কর্নার হেড করে বিপদমুক্ত করেন জামশেদপুরের ফুটবলার। টাংরির শট বিপক্ষের প্লেয়ারের গায়ে লেগে প্রতিহত হয়। হেড করে বল নামিয়ে দেন অ্যালবার্তো। চলন্ত বলে ডান পায়ের ভলিতে দারুণ গোল অ্যালড্রেডের। সাধারণত ডিফেন্ডারদের হেডে গোল করতে দেখা যায়। বিশেষ করে সেট পিসে। এদিন টমের গোলের প্রশংসা করতেই হবে। তার দশ মিনিটের মধ্যে ব্যবধান বাড়তে পারত। ২৫ মিনিটে শুভাশিসের পাস থেকে দিমিত্রির বাঁ পায়ের শট রোখেন জামশেদপুর গোলকিপার অ্যালবিনো গেমস। ফিরতি বল গোলে ঠেলতে পারেনি ম্যাকলারেন।
বিরতির আগেই ২-০ করে বাগান। ৪৫+২ মিনিটে গোল লিস্টনের। বিপক্ষের পাঁচজনকে কাটিয়ে অনবদ্য গোল। তারপর আরও অভিনব গোল উদযাপন। প্রথমার্ধের শেষে জোড়া গোলে এগিয়ে গেলেও খেলার মান আহামরি ছিল না। তবে দুই প্রান্তে হিট মনবীর, লিস্টন জুটি। মূলত উইং দিয়েই আক্রমণ শানাচ্ছিল বাগান। খালেদ জামিলের অনুপস্থিতিতে তাঁর দল একেবারেই ম্যাড়ম্যাড়ে। নব্বই মিনিটে মেরেকেটে দুটো হাফ চান্স। মিস করেন সিভেরিও। ম্যাচের বাকি সময়টা মোহনবাগানের। এদিন সবুজ মেরুন মাঝমাঠ যথেষ্ট ভাল খেলে। ম্যাচের ৭৫ মিনিটে তিন নম্বর গোল মোহনবাগানের। দীপক টাংরির লং বল রিসিভ করে নিখুঁত মাইনাস মনবীরের। আলতো পুশে তেকাঠিতে রাখেন ম্যাকলারেন। গোটা ম্যাচে খুব বেশি নজর না কাড়তে পারলেও, গোলটা চেনেন অজি বিশ্বকাপার। অবশ্য গোলটা প্লেটে করে সাজিয়ে দেন জামশেদপুরের গোলকিপার। ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লাগে। আগের ম্যাচে ড্রয়ের পর আবার জয়ের সরণিতে বাগান। তিন গোলের পাশাপাশি ক্লিনশিট রাখাও তৃপ্তি দেবে মোলিনাকে।
#Mohun Bagan#Jamshedpur FC#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'এই ইস্টবেঙ্গল এখন আর ভয় জাগায় না, চরিত্র বদলে গিয়েছে', ক্লেটনদের হার দেখে হতাশ অতনু ...
গুয়াহাটি ডার্বিতে ১০ জনের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, জঘন্য রেফারিংয়ে পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ...
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...