রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ জানুয়ারী ২০২৫ ১৯ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ নিষ্ক্রিয়। সীমান্তে নজরদারি ঠিকমতো হচ্ছে না। সেই সুযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় ভূখণ্ডে। অভিযোগ জানিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন।
গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। অভিযোগ, বাংলাদেশে অশান্তির পর থেকে চোরাপথে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বনগাঁর কলমবাগান এলাকা থেকেও সন্দেহভাজন তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ওই যুবকদের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
পেট্রাপোল সীমান্ত লাগোয়া বনগাঁ শহরে বিভিন্ন ছদ্মবেশে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে বলে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। কলমবাগান থেকে তিন সন্দেহভাজন যুবক গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। গোপালের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারিতে খামতি রয়েছে। সে কারণেই অনুপ্রবেশ বাড়ছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে বাগদার সিন্দ্রাণী পর্যন্ত ৯২ কিলোমিটার বাংলাদেশ সীমানা রয়েছে। বর্ডার আউটপোস্ট রয়েছে ৩৯টি। দীর্ঘ সীমান্ত এলাকা নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক বিএসএফ কর্মী নেই। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত এলাকায় আলোর ব্যবস্থাও তেমন নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চোরাপথে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপরাধমূলক কাজকর্ম করে আবার রাতেই সে দেশে ফিরে যাচ্ছে। কিন্তু বিএসএফ কিছু করতে পারছে না বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বনগাঁর পুরপ্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, 'বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি ঠিকঠাক হচ্ছে না। আর তার অনিবার্য পরিণতিতে রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। কয়েকটি ঘটনায় তা প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করার জন্য আমি চিঠি পাঠিয়েছি।' মুখ্যমন্ত্রীর পাশাপাশি বনগাঁ পুরপ্রধান রাজ্যের মুখ্যসচিব ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
নানান খবর
নানান খবর

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?