রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দল হিসেবে আত্মপ্রকাশের পর যাত্রা শুরু হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনে। আর প্রথম বছরেই বাজিমাত করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই চলে গেল প্রিমিয়ার ডিভিশনে। আগামী বছর মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করবে ইউকেএসসি।
খেলা বাকি রয়েছে এখনও একটি। শ্রীভূমির বিরুদ্ধে। শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে যাওয়া এখন পাখির চোখ ইউকেএসসির। তাই তো খেলা শেষে কোচ দীপক মণ্ডল বলে গেলেন, ‘এখনও একটা ম্যাচ বাকি। সেটাও জেতার চেষ্টা করব।’ পুরো কৃতিত্ব ফুটবলারদের দিয়ে কোচের সংযোজন, ‘ফুটবলাররা আছে বলেই কোচরা আছে। ছেলেরাই এই কৃতিত্বের দাবিদার।’
শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে সিটি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নেমেছিল ইউকেএসসি। শুরু থেকেই গোলের চেষ্টা করছিল দু’দল। ২৫ মিনিটের মাথায় ডান দিক থেকে আসা সেন্টারে অনবদ্য হেডে সিটির জালে বল জড়ান ইউকেএসসির সোমনাথ দে। তিনিই ম্যাচের সেরা। অনবদ্য খেললেন এদিন রক্ষণে। উঠে এসে গোলও করে গেলেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সিটি পেনাল্টিতে সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধে একেবারে আক্রমণের বন্যা বইয়ে দেয় ইউকেএসসি। তার ফলও মেলে হাতেনাতে। দ্বিতীয়ার্ধ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন রাহুল ভিপি। এই ছেলেটি এবার ইউকেএসসি দলের বড় ভরসা। নিয়মিত গোল করে গিয়েছেন। এদিনও করলেন অনবদ্য গোল। বক্সের ডান প্রান্তে বল ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট রাখলেন গোলে। সিটি গোলকিপার যার নাগাল পাননি। এরপর আরও গোল করতে পারত ইউকেএসসি। একটি শট গোলপোস্টে লেগে ফেরে। না হলে তিন পয়েন্ট নিয়েই ফিরত তারা। খেলা শেষের দশ মিনিট আগে সিটি আর একটি গোল করে সমতা ফেরায়। কিন্তু তাতে ইউকেএসসির প্রিমিয়ারে যাওয়া আটকায়নি। তবে এদিন ইউকেএসসি ডিফেন্ডার জয় ভট্টাচার্য গুরুতর চোট পান। জানা গেছে, তাঁর চোয়ালে চিড় ধরেছে।
দলকে সমর্থন করতে প্রতি ম্যাচের মতো এদিনও গ্যালারিতে হাজির ছিলেন বহু ইউকেএসসি সমর্থক। তারা সারাক্ষণ প্রিয় দলকে সমর্থন করে গেলেন। ছিলেন টিম ম্যানেজমেন্টের শীর্ষ আধিকারিকরা। খেলা শেষে সবাই মাতলেন আনন্দে।
আগামী বছর আরও বড় লড়াই। বুক চিতিয়ে সেই লড়াই জয়ের বার্তা দিয়ে রাখল ইউকেএসসি।
#Aajkaalonline#uksc#enterspremierdivision
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...
'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...
সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...
আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...
'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...
ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...
ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...
মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...
গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...
চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...
বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...
টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...
‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...
লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...