শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কালীপুজোয় নৈহাটি ও বারাসতে বিশেষ ব্যবস্থা রেলের, নিরাপত্তায় আরপিএফ, বাড়ল সিসি ক্যামেরা

Kaushik Roy | ৩১ অক্টোবর ২০২৪ ১৯ : ১৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো উপলক্ষে নৈহাটি ও বারাসতের দর্শনার্থীদের জন্য পূর্ব রেল বেশ কিছু ব্যবস্থা নিল। ঐতিহ্যবাহী বড়মার পুজো উপলক্ষে আগামী চার দিন নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর লোকাল ট্রেন দাঁড়াবে না। বারাসত স্টেশনেও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা রাজ্যের মধ্যে নৈহাটি ও বারাসতের কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়। নৈহাটির সর্বজনীন বড় পুজোগুলোর মধ্যে রয়েছে বড়মার পুজো। প্রতিবছর কালীপুজোর রাত থেকে বড়মার পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে।

 

 

দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা রেলপথে নৈহাটি স্টেশনে নামেন। সেখান থেকে তাঁরা প্রথমে বড়মার পুজোমণ্ডপে যান। তারপর অন্যান্য প্রতিমা দেখতে যান। আবার ট্রেনে চেপেই তাঁরা ফিরে যান। স্বাভাবিকভাবে নৈহাটি রেল স্টেশনে দর্শনার্থীদের বিপুল ভিড় পড়ে যায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুজোর চার দিন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর নৈহাটি লোকাল দাঁড়াবে না। পরিবর্তে ওই ট্রেনগুলো দাঁড়াবে পাঁচ ও ছয় নম্বর প্লাটফর্মে। অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে। 

 

অন্যদিকে, বারাসতের কালীপুজো রাজ্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বলে দর্শনার্থীদের কাছে পরিচিত। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বারাসতে ভিড় করেন। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে পূর্ব রেল বারাসত স্টেশন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ শিয়ালদা বনগাঁ ও বসিরহাট শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করেছেন। রেলের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য আরপিএফের সিনিয়র ডিএসসি মনোজ কুমার নিজে নজরদারি চালাবেন।

 

 

যাত্রীসুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ ও টিকিট পরীক্ষায় সহায়তা-সহ বিভিন্ন কার্যকলাপে অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে। সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট বিক্রয়যন্ত্র বসানো হয়েছে। সেই সঙ্গে প্ল্যাটফর্ম ও প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড করা হয়েছে। স্টেশন চত্বরে চারিদিকে নজরদারির জন্য অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা চালু করা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য থাকছে হেল্প ডেস্ক। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ করা হয়েছে। 

 

 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে নৈহাটি ও বারাসতের পুজোয় সর্বাধিক ভিড় হয়। তাই, শিয়ালদা মেইন ও শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুজোর চার দিন ২৪ ঘণ্টা পূর্ব রেলের কর্মীরা যাত্রীদের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকবেন।'


West Bengal NewsKali PujaEastern Railway

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া