শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ অক্টোবর ২০২৪ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো উপলক্ষে নৈহাটি ও বারাসতের দর্শনার্থীদের জন্য পূর্ব রেল বেশ কিছু ব্যবস্থা নিল। ঐতিহ্যবাহী বড়মার পুজো উপলক্ষে আগামী চার দিন নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর লোকাল ট্রেন দাঁড়াবে না। বারাসত স্টেশনেও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা রাজ্যের মধ্যে নৈহাটি ও বারাসতের কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়। নৈহাটির সর্বজনীন বড় পুজোগুলোর মধ্যে রয়েছে বড়মার পুজো। প্রতিবছর কালীপুজোর রাত থেকে বড়মার পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে।
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা রেলপথে নৈহাটি স্টেশনে নামেন। সেখান থেকে তাঁরা প্রথমে বড়মার পুজোমণ্ডপে যান। তারপর অন্যান্য প্রতিমা দেখতে যান। আবার ট্রেনে চেপেই তাঁরা ফিরে যান। স্বাভাবিকভাবে নৈহাটি রেল স্টেশনে দর্শনার্থীদের বিপুল ভিড় পড়ে যায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুজোর চার দিন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর নৈহাটি লোকাল দাঁড়াবে না। পরিবর্তে ওই ট্রেনগুলো দাঁড়াবে পাঁচ ও ছয় নম্বর প্লাটফর্মে। অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, বারাসতের কালীপুজো রাজ্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বলে দর্শনার্থীদের কাছে পরিচিত। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বারাসতে ভিড় করেন। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে পূর্ব রেল বারাসত স্টেশন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ শিয়ালদা বনগাঁ ও বসিরহাট শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করেছেন। রেলের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য আরপিএফের সিনিয়র ডিএসসি মনোজ কুমার নিজে নজরদারি চালাবেন।
যাত্রীসুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ ও টিকিট পরীক্ষায় সহায়তা-সহ বিভিন্ন কার্যকলাপে অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে। সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট বিক্রয়যন্ত্র বসানো হয়েছে। সেই সঙ্গে প্ল্যাটফর্ম ও প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড করা হয়েছে। স্টেশন চত্বরে চারিদিকে নজরদারির জন্য অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা চালু করা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য থাকছে হেল্প ডেস্ক। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে নৈহাটি ও বারাসতের পুজোয় সর্বাধিক ভিড় হয়। তাই, শিয়ালদা মেইন ও শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুজোর চার দিন ২৪ ঘণ্টা পূর্ব রেলের কর্মীরা যাত্রীদের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকবেন।'
#West Bengal News#Kali Puja#Eastern Railway
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...
বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......
ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...
নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...
বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...
৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...
বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...
বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...
সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...
অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...
বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...