বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ অক্টোবর ২০২৪ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো উপলক্ষে নৈহাটি ও বারাসতের দর্শনার্থীদের জন্য পূর্ব রেল বেশ কিছু ব্যবস্থা নিল। ঐতিহ্যবাহী বড়মার পুজো উপলক্ষে আগামী চার দিন নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর লোকাল ট্রেন দাঁড়াবে না। বারাসত স্টেশনেও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা রাজ্যের মধ্যে নৈহাটি ও বারাসতের কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়। নৈহাটির সর্বজনীন বড় পুজোগুলোর মধ্যে রয়েছে বড়মার পুজো। প্রতিবছর কালীপুজোর রাত থেকে বড়মার পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে।
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা রেলপথে নৈহাটি স্টেশনে নামেন। সেখান থেকে তাঁরা প্রথমে বড়মার পুজোমণ্ডপে যান। তারপর অন্যান্য প্রতিমা দেখতে যান। আবার ট্রেনে চেপেই তাঁরা ফিরে যান। স্বাভাবিকভাবে নৈহাটি রেল স্টেশনে দর্শনার্থীদের বিপুল ভিড় পড়ে যায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুজোর চার দিন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিকেল পাঁচটার পর নৈহাটি লোকাল দাঁড়াবে না। পরিবর্তে ওই ট্রেনগুলো দাঁড়াবে পাঁচ ও ছয় নম্বর প্লাটফর্মে। অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, বারাসতের কালীপুজো রাজ্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বলে দর্শনার্থীদের কাছে পরিচিত। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বারাসতে ভিড় করেন। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে পূর্ব রেল বারাসত স্টেশন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ শিয়ালদা বনগাঁ ও বসিরহাট শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করেছেন। রেলের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য আরপিএফের সিনিয়র ডিএসসি মনোজ কুমার নিজে নজরদারি চালাবেন।
যাত্রীসুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ ও টিকিট পরীক্ষায় সহায়তা-সহ বিভিন্ন কার্যকলাপে অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে। সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট বিক্রয়যন্ত্র বসানো হয়েছে। সেই সঙ্গে প্ল্যাটফর্ম ও প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড করা হয়েছে। স্টেশন চত্বরে চারিদিকে নজরদারির জন্য অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা চালু করা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য থাকছে হেল্প ডেস্ক। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে নৈহাটি ও বারাসতের পুজোয় সর্বাধিক ভিড় হয়। তাই, শিয়ালদা মেইন ও শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুজোর চার দিন ২৪ ঘণ্টা পূর্ব রেলের কর্মীরা যাত্রীদের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকবেন।'
#West Bengal News#Kali Puja#Eastern Railway
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, সরকারি কর্মসূচি ছাড়াও উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের...
ছোট সরাল থেকে খুন্তে হাঁস, পরিযায়ী থেকে স্থানীয়, দূর থেকে শোনা যাচ্ছে রসিক বিলে পাখিদের তরজা ...
দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে গা ছমছমে সরু পথ, উত্তরবঙ্গের এই গিরিখাত নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের ...
খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...
স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...