বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

 Barcelona beats Real Madrid in El Classico

খেলা | ঘরের মাঠে রিয়ালের দর্পচূর্ণ, বার্সার চারে লেভার দুই, এল ক্লাসিকোয় অ্যানচেলোত্তিকে টেক্কা দিলেন ফ্লিক

KM | ২৭ অক্টোবর ২০২৪ ০৯ : ৪১Krishanu Mazumder


বার্সেলোনা-৪ রিয়াব মাদ্রিদ-০
(লেভানডস্কি-২, ইয়ামাল, রাফিনিয়া)

আজকাল ওয়েবডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে বার্সেলোনার 'দাদাগিরি'। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলা সব সময়েই কঠিন। এই মাঠে কঠিন পরীক্ষায় বসতে হয় প্রতিপক্ষকে। তার উপরে রিয়াল যদি পিছিয়ে পড়ে তাহলে সেই রাত নাকি কাটতেই চায় না। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা দেয় তা। 

খুব বেশিদিন আগের কথা নয়। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো ছবি বদলে যায়। ৫ গোল দেয় রিয়াল মাদ্রিদ। 

কিন্তু সব দিন তো আর বুধবার হয় না। বার্সার হেডস্যর হান্সি ফ্লিক বুঝিয়ে দিলেন, চাইলে অসাধ্য সাধনও করা সম্ভব। সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়েও রিয়ালকে ধরাশায়ী করা যায়। 
সান্তিয়াগোয় নায়ক হতে পারতেন এমবাপে। কিন্তু দিনের শেষে এমবাপে মাথা নিচু করে ফিরছেন। অন্যদিকে লেভানডস্কি হাসছেন। হাজার ওয়াটের আলো ছড়ালেন তিনি। চাইলে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। মরশুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সা ৪-০ গোলে ধ্বংস করেছে রিয়ালকে। স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট হতেই পারত। কম করে সাত গোল দিতে পারত বার্সা। হ্যাটট্রিক করতে পারতেন লেভানডস্কি। আবার উল্টোদিকে এমবাপেও হ্যাটট্রিক করতে পারতেন। প্রথমার্ধে অফসাইডের অজুহাতে তাঁর গোল বাতিল হল। সেই সময়ে রিয়াল একাধিক বার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কখনও ভিনি জুনিয়র বাইরে মেরেছেন, কখনও বা বেলিংহ্যাম আবার কখনও এমবাপে। 

দ্বিতীয়ার্ধে ঝড় তুলল বার্সা। সেই ঝড় এতটাই তীব্র যে রিয়াল উড়ে গেল। ফিরে আসার জায়গা পেল না। কাসাদোর ডিফেন্স চেরা থ্রু থেকে লেভানডস্কি মায়াজাল বিছোলেন। ডান পায়ের প্লেসিংয়ে বল রাখলেন রিয়ালের জালে। রিয়াল গোলকিপার লুনিন মরিয়া চেষ্টা করেও লেভানডস্কির বল থামাতে পারলেন না। এর দু' মিনিট পরেই বাঁ দিক থেকে বালদের ভাসানো সেন্টার থেকে ছোবল মারেন সেই লেভানডস্কি। ভল আছড়ে পড়ে রিয়ালের জালে।  

৭৭ মিনিটে লামিনে ইয়ামালকে দিয়ে গোল করালেন রাফিনিয়া। ৮৪ মিনিটে রাফিনিয়া নিজে গোল করে রিয়ালের কফিনে শেষ পেরক পুঁতে দিলেন। অবশ্য তাঁর আগে রাফিনিয়ার গোলের গন্ধ মাখা পাস থেকে গোল করতে পারেননি লেভানডস্কি। তাঁর প্লেস রিয়ালের বারে লেগে প্রতিহত হয়। আরও একবার বাইরে মারেন। গোলগুলো হয়ে গেলে পোলিশ স্ট্রাইকারের নামের পাশে লেখা থাকত চার গোল। 

এল ক্লাসিকোয় প্রথম বার নামেন এমবাপে। দু'বার গোল করেছিলেন। কিন্তু দু'বারই অফসাইডের জন্য গোল বাতিল হয়। তাছাড়া একাধিক বার পেনাকে সামনে পেয়েও গোল করতে পারেননি ফরাসি তারকা। একের বিরুদ্ধে এক এই পরিস্থিতিতে তিনবার পেনা থামান এমবাপের শট। বার্সার হাইলাইন ডিফেন্সের ফাঁদে একাধিক বার পড়ল রিয়াল মাদ্রিদ। 

রিয়ালে ছিলেন ভিনিসিয়াস, এমবাপের মতো গতিসম্পন্ন তারকা। কিন্তু ফ্লিক দল সাজিয়েছিলেন তরুণ খেলোয়াড় দিয়ে।  বার্সার একাদশে ২২ বছরের কম বয়সি এমন ফুটবলার ছিলেন ৬ জন। হাইলাইন ডিফেন্স এবং প্রথম একাদশ নির্বাচনে সাহস দেখিয়ে ফ্লিক সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাজিক দেখিয়ে গেলেন। 


#Aajkaalonline#Elclassico#Barclelonabeatsrealmadrid

নানান খবর

নানান খবর

'ছেলেদের খোলা মনে খেলতে দিন', সঞ্জীব গোয়েঙ্কাকে পরামর্শ তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের

মরশুমের প্রথম হার ইন্টার মায়ামির, মেসিও পারলেন না ম্যাজিক দেখাতে

'উইকেটে টিকে গেলে ওর দলকে হারানো অসম্ভব', তারকা ক্রিকেটারকে বড় সার্টিফিকেট দিলেন সিধু

মাহভাশের 'স্বামী' পোস্টে লাইক দিয়ে চর্চায় চহাল, নতুন সম্পর্কের শুরু?

সরে যাও নকভি, পদত্যাগ কর!‌ পিসিবি চেয়ারম্যানকে আর চাইছেই না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা 

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের কোচ

পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন স্টুয়ার্ট

'ওদের ভয় পাওয়া উচিত, আমরা মোহনবাগান,' জামশেদপুর যাওয়ার আগে হুঙ্কার মোলিনার

রাসেল কি তবে অবসর নিচ্ছেন! ক্যারিবিয়ান তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট জন্ম দিল নতুন জল্পনার

কথা বলছে না রোহিতের ব্যাট, নাইটদের ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ আলোচনায় হিটম্যান, ভিডিও ভাইরাল

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া